Administration

Paschim Medinipur: পশ্চিম মেদিনীপুরে এই প্রথম ১৮ জন BDO-র বদলি একসঙ্গে! প্রিয় আধিকারিকের বদলি রুখতে পথে গড়বেতার তরুণ প্রজন্ম

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ অক্টোবর: রাজ্য জুড়ে একসঙ্গে পাঁচ শতাধিক (৫৩০) আমলা-আধিকারিকের বদলির নির্দেশিকা জারি হয়েছিল পুজোর ঠিক আগে। ছুটি পড়ে যাওয়ায় এবং বাঙালির শ্রেষ্ঠ উৎসব নির্বিঘ্নে বের করে দেওয়ার তাগিদ থেকে বেশিরভাগ আধিকারিকই অবশ্য নতুন পদে যোগদান করেননি! এবার, লক্ষ্মীপুজো মিটতেই বদলির নির্দেশিকা মেনে নতুন কর্মক্ষেত্রে যোগদানের তৎপরতা শুরু করলেন পশ্চিম মেদিনীপুর সহ বিভিন্ন জেলার আমলা ও আধিকারিকেরা। পশ্চিম মেদিনীপুর জেলায় ১৮ জন BDO (সমষ্টি উন্নয়ন আধিকারিক); ২ জন SDO (মহকুমাশাসক) এবং ৪ জন ADM (অতিরিক্ত জেলাশাসক) সহ ৩০ জনের বেশি আধিকারিক বদলি হচ্ছেন। লোকসভা নির্বাচনকে সামনে রেখেই রাজ্য জুড়ে এই বিপুল সংখ্যক প্রশাসনিক আধিকারিকদের বদলির নির্দেশিকা বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। এদিকে, পশ্চিম মেদিনীপুর জেলায় এই প্রথম একসঙ্গে এতজন বিডিও সহ আধিকারিক বদলি হচ্ছেন বলেও জানাচ্ছেন জেলার প্রবীণ নাগরিকবৃন্দ থেকে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মচারীরা।

প্রিয় বিডিও-র বদলি রুখতে পথে তরুণ প্রজন্ম:

জেলার ২১টি ব্লকের মধ্যে শুধুমাত্র দাঁতন ২; কেশিয়াড়ি ও পিংলা ছাড়া সবকটি ব্লকের বিডিও (সমষ্টি উন্নয়ন আধিকারিক)-রাই বদলি হয়ে যাচ্ছেন অন্যত্র। বদলি হচ্ছেন জেলার ৩টি মহকুমার মধ্যে ২ টি মহকুমার মহকুমাশাসক (SDO)ও। মেদিনীপুর সদরের মহকুমাশাসক কৌশিক চট্টোপাধ্যায়ের ডেপুটি সেক্রেটারি হিসেবে পদোন্নতি হয়েছে। তাঁর পরিবর্তে নতুন মহকুমাশাসক হয়ে আসছেন মধুমিতা মুখার্জি। বদলি হয়েছেন খড়্গপুরের মহকুমাশাসক দিলীপ মিশ্রও। ইতিমধ্যে সেখানে নতুন মহকুমাশাসক যোগ দিয়েছেন। শুধুমাত্র ঘাটালের মহকুমাশাসক সুমন বিশ্বাস এই বদলির নির্দেশিকার বাইরে আছেন।

অন্যদিকে, জেলার ৪ জন অতিরিক্ত জেলাশাসক (ADM), যথাক্রমে- কুহুক ভূষণ, পিনাকী রঞ্জন প্রধান, সৌভিক ব্যানার্জি ও লক্ষ্মণ পেরুমল বদলি হয়ে কিংবা পদোন্নতির ভিত্তিতে অন্যত্র চলে যাচ্ছেন। তাঁদের পরিবর্তে আসছেন যথাক্রমে- মৌমিতা সাহা, বিশ্বরঞ্জন মুখার্জি, শ্রীনিবাস ভেঙ্কটরাও এবং সন্দীপ টুডু। বদলির নির্দেশিকা অনুযায়ী, মেদিনীপুর সদর ব্লকের বিডিও সুদেষ্ণা দে মৈত্র-র পরিবর্তনে নতুন বিডিও হয়ে আসছেন কাহেকাশন পারভীন। ২০২১ সালের এই WBCS অফিসারের এই প্রথম বিডিও হিসেবে পোস্টিং হচ্ছে বলে জানা যায়। ঠিক একইভাবে শালবনীর বিডিও প্রণয় দাসের পরিবর্তে যিনি বিডিও-র দায়িত্ব নিতে চলেছেন সেই রোমান মন্ডল ২০২২ সালের WBCS অফিসার। তিনিও এই প্রথম বিডিও-র দায়িত্ব পালন করতে চলেছেন বলেই জানা গেছে। অপরদিকে, গড়বেতা- ১ এর দীর্ঘদিনের বিডিও ওয়াসিম রেজা এবার বিডিও হিসেবে দায়িত্ব নিতে চলেছেন তমলুক ব্লকের। কিন্তু, জনপ্রিয় এই বিডিও-কে ছাড়তে নারাজ গড়বেতাবাসী, বিশেষত গড়বেতার শিক্ষিত তরুণ প্রজন্ম। তাঁদের দাবি, “আমাদের প্রিয় স্যার বিনামূল্যে শিক্ষিত ছেলে-মেয়েদের জন্য সিভিল সার্ভিস কোচিংয়ের ব্যবস্থা করেছিলেন। শুধু তাই নয়, যে কোন সমস্যা নিয়ে তাঁর কাছে গেলে, তিনি আন্তরিকভাবে চেষ্টা করতেন তার সমাধান করার।” খেলাধুলা থেকে সমাজসেবা সবকিছুতেই তিনি এগিয়ে আসতেন বলেও তাঁদের দাবি। তাই তাঁরা ওয়াসিম রেজার বদলি আটকাতে পথে নেমেছেন। যদিও বদলির নির্দেশিকা অনুযায়ী, গড়বেতার (১) নতুন বিডিও হিসেবে খুব শীঘ্রই দায়িত্ব নিতে চলেছেন ২০১৬ ব্যাচের অফিসার রামজীবন হাঁসদা। তিনি কোচবিহার জেলার ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন।

জেলা প্রশাসনে ব্যাপক রদবদল:

News Desk

Recent Posts

Midnapore: স্ত্রী-র পরকীয়া ধরে ফেলেছিলেন, ভাতের সাথে বিষ মিশিয়ে পুরো পরিবারকেই খুনের ছক, মৃত্যু স্বামীর; সিনেমাকেও হার মানাবে ডেবরার ঘটনা

শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: স্ত্রী-র পরকীয়ার বলি স্বামী! মৃত স্বামীর নাম বুদ্ধদেব দোলাই…

1 day ago

Medinipur: গড়বেতার নির্জন এলাকায় রেললাইনে হঠাৎ বিকট ‘শব্দ’, থমকালো রাজধানী! নমুনা সংগ্রহের পর ফরেন্সিক দল যা জানাল…

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: শিলাবতী নদীর উপর রেলওয়ে ব্রিজ। তার উপরই…

3 days ago

Midnapore: একদিকে চন্দ্রযান, অন্যদিকে হরিনাম; শিক্ষা-সংস্কৃতি-বিজ্ঞান-ক্রীড়া ও পরিবেশের অভূতপূর্ব মেলবন্ধন বিদ্যাসাগর শিশু নিকেতনের বার্ষিক প্রদর্শনীতে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: আধুনিক যুগের বিজ্ঞান থেকে সনাতন সংস্কৃতি, যোগব্যয়াম-খেলাধুলার…

5 days ago

Kharagpur: নতুন কারখানায় কাজ শুরু করবে রশ্মি মেটালিক্স, বাধা সৃষ্টি হলে পুলিশের পদক্ষেপ; নির্দেশ আদালতের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: নতুন কারখানায় অবিলম্বে কাজ শুরু করতে পারবেন…

5 days ago

Midnapore: মেদিনীপুরের একটি বুথেই ৪৯ জন ‘মৃত’ ভোটার, মৃত্যুর ৭ বছর পরও বাদ পড়েনি নাম! প্রশাসনের ঘাড়েই দায় চাপালেন BLO

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ আগস্ট: SIR-এর নিয়ে ইতিমধ্যেই রাজ্য-রাজনীতি উত্তাল। এই ইস্যুতে…

5 days ago

Midnapore: মেদিনীপুরের মেয়ের ইংলিশ চ্যানেল জয়! নতুন ইতিহাস সৃষ্টি করলেন আফরিন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ২৯ জুলাই: মঙ্গলবার (২৯ জুলাই) রাত্রি ঠিক ৯টা ৩১ মিনিট…

1 week ago