তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ৫ এপ্রিল:তিনি শাসন করেন, আবার সোহাগ করতেও জানেন। তিনি ঘাটালের মহকুমাশাসক (Sub-Divisional Officer/ SDO সুমন বিশ্বাস। দক্ষতার সঙ্গে প্রশাসনিক কাজকর্ম সামলানোর সাথে সাথে, প্রেম ও নিষ্ঠার সঙ্গে নিজের মানবধর্মও পালন করেন। অতিমারী কিংবা কনকনে শীত বা বন্যার সময়ও তাঁকে দেখা গেছে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সেবার হাত বাড়িয়ে দিতে। আর, এবার নিজের দুই যমজ কন্যার জন্মদিন তিনি পালন করলেন, দাসপুরে বৈকন্ঠপুর এলাকার নিম্বাক আশ্রমে। দৃষ্টিহীন পড়ুয়া ও আশ্রমের আবাসিকদের সঙ্গে কেক কেটে এবং দুপুরের খাওয়া-দাওয়া করে দুই মেয়ের জন্মদিনের আনন্দ (Birthday Celebration) ভাগ করে নিলেন সস্ত্রীক মহকুমাশাসক।

thebengalpost.net
দৃষ্টিহীন পড়ুয়াদের সঙ্গে আনন্দ ভাগ করে নিলেন মহকুমাশাসক:

thebengalpost.net
Advertisement :

জানা যায়, মঙ্গলবার অর্থাৎ ৫ এপ্রিল ছিল ঘাটালের মহকুমাশাসক সুমন বিশ্বাসের দুই জমজ কন্যা শ্রীনিকা ও তিশ্রীকা’র ৫ বছরের জন্মদিন। মহকুমাশাসক চেয়েছিলেন, ‘কন্যারত্ন’দের জন্মদিনটা একটু অন্যরকম ভাবে পালন করতে। তাই, পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরে বৈকন্ঠপুর এলাকার নিম্বাক আশ্রমে দুই মেয়ের পাঁচ বছরের জন্মদিন পালন করলেন, মহকুমাশাসক সুমন বিশ্বাস ও তাঁর স্ত্রী সাথী বিশ্বাস। দৃষ্টিহীন পড়ুয়া ও আশ্রমের আবাসিকদের জন্য আয়োজন করা হয়েছিল ভুরিভোজের। তাদের সঙ্গেই কেক কেটে ও দুপুরের খাওয়া-দাওয়া করে দুই মেয়ের জন্মদিন পালন করল মহকুমাশাসক সুমন বিশ্বাস। এদিন, তিনি বলেন, “আগে থেকেই ইচ্ছে ছিল, অনাথ আশ্রম বা এরকম কোনো জায়গায় দুই মেয়ের জন্মদিন পালন করার‌। কিন্তু, করোনা পরিস্থিতির কারণে তা সম্ভব হয়নি। তাই, এবছর দাসপুরের বৈকন্ঠপুর এলাকার এই নিম্বাক আশ্রমের আবাসিক ও দৃষ্টিহীন পড়ুয়াদের সাথে দুই মেয়ের জন্মদিন পালন করলাম।” তিনি এও বলেন, অনেকেই এখানে এসে এভাবে সন্তানদের জন্মদিন বা শুভদিন পালন করবেন। এর মাধ্যমে আরো অনেকে উদ্বুদ্ধ হোক, এটাই কাম্য। কারণ, এর ফলে এখানের আবাসিকরাও কিছুটা হলেও জীবনের আনন্দ খুঁজে পাবেন।

thebengalpost.net
বৃদ্ধাশ্রমে জন্মদিন পালন :

thebengalpost.net
Advertisement :

thebengalpost.net
Advertisement :