তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ১ ডিসেম্বর: প্রশাসনের নিষেধাজ্ঞাকে তোয়াক্কা না করে মাঠে পোড়ানো হচ্ছিল নাড়া। আর সেই আগুনে পুড়লো দশ কাঠা জমির কেটে রাখা ধান। ঘটনায় তীব্র চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাই এলাকায়। জানা যায়, ক্ষীরপাইয়ের মাড় এলাকায় বালি মাঠে বুধবার বিকেলে ধান কাটার পর, জমির অবশিষ্ট নাড়া ও খড় পোড়ানোর কাজ করছিলেন বেশ কয়েকজন কৃষক। আর সেই আগুন গিয়ে লাগে ক্ষীরপাই পৌর এলাকার তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা পতিত পবন দাসের কৃষি জমিতে!
বুধবার সন্ধ্যা নাগাদ জমিতে সাজিয়ে রাখা একের পর এক ধানের গোছাতে আগুন লাগে। মুহূর্তের মধ্যে দাউদাউ করে জ্বলতে থাকে সদ্য কেটে রাখা পাকা ধান। মাঠের মধ্যেই পুড়ে ছাই হয়ে যায় প্রায় ১০ কাঠা জমির সম্পূর্ণ ধান। এরপরই, তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মাথায় হাত পড়ে ক্ষতিগ্রস্ত কৃষকের পরিবারে! ইতিমধ্যে, পতিত পবনের পরিবারের সদস্যরা পুলিশ প্রশাসন থেকে শুরু করে ব্লক প্রশাসনের কাছে সম্পূর্ণ বিষয়টি লিখিত আকারে জানিয়েছেন। দোষীদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির দাবি করার সাথে সাথে ক্ষতিপূরণের আবেদনও করেছেন। এদিকে, প্রশাসনের তরফ থেকে নাড়া পোড়ানো বন্ধ নিয়ে সচেতনামূলক প্রচার চালানো হলেও, প্রতিনিয়ত জেলার বিভিন্ন জায়গায় কৃষি জমিতে নাড়া পোড়ানোর ঘটনা উঠে আসছে। ক্ষতি হচ্ছে জমির ও জমিতে থাকা পরিবেশ বন্ধু ছোটো ছোটো কীটপতঙ্গের। হচ্ছে দূষণ। এবার, ক্ষতির নতুন এক উদাহরণও সামনে এল!
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ জানুয়ারি: একটা সময় অবধি বাঙালির 'ভ্যালেন্টাইনস ডে' মানেই…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ জানুয়ারি: তৃণমূল পরিচালিত খড়্গপুর পুরসভার বোর্ড ভেঙে দেওয়া…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ জানুয়ারি: জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানা শহীদ ক্ষুদিরাম…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ জানুয়ারি: অতীতের সমস্ত 'রেকর্ড' ভেঙে গেল আইআইটি খড়গপুরের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ জানুয়ারি: নাবালক ভাইপোর হাতে খুন হলেন পিসি! রবিবার…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ জানুয়ারি: ভয়াবহ আগুনে ভস্মীভূত গৃহস্থের বাড়ি। শীতের রাতে…