Arrested

Paschim Medinipur: খড়্গপুরে লরির চালককে খুন করে মালবোঝাই ট্রাক ছিনতাই! কলকাতা থেকে গ্রেফতার ‘মাস্টার মাইন্ড’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১২ জানুয়ারি: গত ২৪ ডিসেম্বর (২০২১) খড়্গপুর গ্রামীণ থানার রূপনারায়ণপুর এলাকা থেকে উদ্ধার হয়েছিল এক ব্যক্তির মৃতদেহ! তিনদিন পর ওই ব্যক্তির নাম-পরিচয় জানতে পারে পুলিশ। জানা যায়, পেশায় ট্রাক চালক বাবলু প্রজাপতি উত্তর চব্বিশ পরগণার টিটাগড়ের বাসিন্দা। পলিমার বোঝাই ট্রাক নিয়ে তিনি রওনা দিয়েছিলেন হলদিয়া থেকে মহারাষ্ট্রের উদ্দেশ্যে। মাঝখানে খুন হতে হয় তাঁকে, আর মালবোঝাই ট্রাক গায়েব হয়ে যায়! খুনের কিনারা করতে তদন্ত চালিয়ে যাচ্ছিল খড়্গপুর গ্রামীণ থানা। অবশেষে, মঙ্গলবার রাতে সেই খুনের কিনারা হয়েছে আর খুনের ‘মাস্টার মাইন্ড’- নিরঞ্জন সাউ-কে কলকাতা থেকে গ্রেফতার করে নিয়ে এসেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে খড়্গপুর আয়মার সন্দীপ জয়সওয়াল নামে এক প্লাস্টিক ব্যবসায়ীকেও! সন্দীপকে বেশকিছু পলিমার বিক্রি করেছিল নিরঞ্জন। নিরঞ্জনের নামে একাধিক দুষ্কৃতী মূলক কাণ্ডকারখানার অভিযোগ আছে বলে জানা গেছে। এই খুন আর ছিনতাইয়ের ঘটনায় তাকেই ‘মাস্টার মাইন্ড’ বলে মনে করা হচ্ছ।

ট্রাকের চালক বাবলু প্রজাপতি :

বাবলু’র দেহ উদ্ধার হয়েছিল খড়্গপুর গ্রামীণ থানার রূপনারায়ণপুর এলাকা থেকে :

ঘটনা সূত্রে জানা গেছে, গত ২৩ ডিসেম্বর হলদিয়া থেকে প্রায় ২৫ লক্ষ টাকার পলিমার বোঝাই করে একটি ট্রাক মহারাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। ট্রাকের চালক ছিলেন বাবলু প্রজাপতি। তাঁর এক সহযোগীও নাকি ছিল। এরপর, ২৪ ডিসেম্বর সকাল থেকে বাবলু’র সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ট্রাকের মালিকের (হুগলি জেলার বাসিন্দা বলে জানা যায়)। আর, ওই ২৪ ডিসেম্বর সকালেই খড়্গপুর গ্রামীণের রূপনারায়ণপুর এলাকা থেকে একটি রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ। এদিকে, ট্রাকের শেষ লোকেশন খড়্গপুর গ্রামীণ দেখানোয়, মালিক ২-৩ দিন পরে গ্রামীণ থানায় অভিযোগ জানাতে আসে। ব্যাস! দুইয়ে দুইয়ে চার হয়ে যায়। পুলিশ জানতে পারে, হলদিয়া থেকে কয়েক লক্ষ টাকার পলিমার নিয়ে যে ট্রাকটি (WB17-2509) মহারাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দিয়েছিল, সেই ট্রাকের চালক বাবলু প্রজাপতি-কে খুন করে মাল ভর্তি ট্রাক নিয়ে পালিয়ে গেছে দুষ্কৃতীরা। ওই ট্রাকটি আবার ২৫ ডিসেম্বর নদীয়ার নাকাশিপাড়া থেকে আটক করা হয়েছিল সম্পূর্ণ খালি অবস্থায়! সুতরাং, ট্রাকের মাল গায়েব। এরপরই, তদন্ত শুরু করে খড়্গপুর গ্রামীণ থানার পুলিশ। মঙ্গলবার রাতে খড়্গপুর গ্রামীণ থানার পুলিশ কলকাতার দমদম এলাকা থেকে এই পুরো কান্ডের ‘মাস্টার মাইন্ড’ নিরঞ্জনকে গ্রেপ্তার করে। তার বাড়ি থেকে ৩ লক্ষ ৭০ হাজার টাকা নগদ বাজেয়াপ্ত করা হয়। এরপরই, নিরঞ্জনকে জিজ্ঞাসাবাদ করে খড়্গপুর শহরের আয়মা থেকে সন্দীপ জয়সওয়াল নামে এক প্লাস্টিক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয় এবং চুরি যাওয়া বেশকিছু পলিমার উদ্ধার হয়! নিরঞ্জন-ই বাবলু প্রজাপতির খুন এবং ট্রাক ছিনতাই কান্ডের প্রধান আসামি বলে মনে করা হচ্ছে! কুখ্যাত এই দুষ্কৃতী-কে গ্রেপ্তার করায় এ যাবৎকালের এক বড়সড় সাফল্য লাভ করল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ! কারণ, আন্তঃজেলা এবং আন্তঃরাজ্য ট্রাক ছিনতাই চক্রের সঙ্গে এই কুখ্যাত দুষ্কৃতী জড়িত থাকতে পারে বলে মনে করা হচ্ছে। দু’জনকে আজই আদালতে তুলে, জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করবে পুলিশ। তারপরই বোঝা যাবে, কিভাবে খুন হয়েছিল বাবলু প্রজাপতি। আর খুনের ছক কিভাবেই বা কষা হয়েছিল! বাবলুর সহযোগীই বা কোথায় গেল! এই চক্রের সঙ্গে আর কে কে জড়িত প্রভৃতি।

উদ্ধার হওয়া সেই ট্রাক :

News Desk

Recent Posts

Midnapore: শিক্ষা, সাহিত্য, সঙ্গীতের সাথেই মিশে গেল বিজ্ঞান ও প্রযুক্তির ছটা; ঈশ্বরের আলোয় আলোকিত ‘বিদ্যাসাগর পুরস্কার’-এর মঞ্চ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শিক্ষা, সাহিত্য, সঙ্গীত ও সমাজজীবনে উল্লেখযোগ্য অবদানের…

18 hours ago

Midnapore: সকাল থেকেই চলছিল অভিযান, পুজোর আগেই কেশিয়াড়ি থেকে পাকড়াও মহারাষ্ট্রের দুই কুখ্যাত দুষ্কৃতী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ সেপ্টেম্বর: গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার সকাল থেকেই…

2 days ago

IIT Kharagpur: শত চেষ্টাও বিফলে, ন’মাসে ছয় পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু IIT খড়্গপুরে; ঝুলন্ত মৃতদেহ উদ্ধার গবেষকের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ সেপ্টেম্বর: ফের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার আইআইটি খড়্গপুরে! শনিবার…

4 days ago

Midnapore: দুর্ভেদ্য নাকা পয়েন্ট, স্টেশন চত্বরে বসছে CCTV; মেদিনীপুরে কুড়মি আন্দোলন ঠেকাতে কড়া জেলা পুলিশ ও রেল

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ সেপ্টেম্বর: 'কেউ কথা রাখেনি..!' না রাজ্য সরকার না…

7 days ago

IIT Kharagpur: বিশ্ব উষ্ণায়ন আর মানব সভ্যতার বিবর্তন, বনাঞ্চলে ব্যাহত সালোকসংশ্লেষ প্রক্রিয়া; IIT খড়্গপুরের গবেষণায় উঠে এলো চমকপ্রদ তথ্য

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ সেপ্টেম্বর: গত কয়েক বছরে সবুজায়নে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে ভারত।…

7 days ago

Midnapore: বাড়ি নয় যেন ‘হাজারদুয়ারি’! কোটি কোটি টাকা প্রতারণা করে সপরিবারে ‘ফেরার’ বেলদার স্বর্ণ ব্যবসায়ী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: বিশাল জায়গার উপর প্রাসাদোপম বাড়ি। উঁচু পাঁচিল…

1 week ago