দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ অক্টোবর:’বিশ্ব বাংলা শারদ সম্মান- ২০২২’ এর জন্য বেছে নেওয়া হল পশ্চিম মেদিনীপুর জেলার মোট ১৫-টি পুজোকে। শনিবার মহা ষষ্ঠীর সন্ধ্যায় জেলা প্রশাসনের তরফে এই পুজো কমিটি গুলোর নাম ঘোষণা করা হলো। মোট ৪ টি বিভাগে ‘সেরা চার’ এর তালিকা তৈরি করা হয়েছে এবার। সেই হিসেবে ১৫-টি পুজো কমিটিকে বেছে নেওয়া হয়েছে। এই তালিকা অনুযায়ী, কেউ প্রথম-দ্বিতীয় নয়, সকলেই সেরা অর্থাৎ সেরা চারের অন্তর্ভুক্ত। গত বছর (২০২১) অবশ্য ‘সেরা পাঁচ’ বেছে নেওয়া হয়েছিল। সেই হিসেবে ২০-টি পুজোকে বেছে নেওয়া হয়েছিল। এবার সেখানে ১৫। অনেকের মতে, অনুদান বেড়েছে বলেই হয়তো, এবার সেরা পুজো’র সংখ্যা কমানো হয়েছে! জেলা প্রশাসনের বেছে নেওয়া তালিকা অনুযায়ী, সার্বিক বিচারে “সেরা পুজো” র তালিকায় যে ৪-টি পুজো কমিটি আছে, সেগুলি হল যথাক্রমে- মেদিনীপুর শহরের সংযুক্তপল্লী সর্বজনীন দুর্গোৎসব কমিটি (কর্মচারী ভবনের মাঠে); খড়্গপুরের পল্লীশ্রী সর্বজনীন দুর্গোৎসব কমিটি, ঘাটালের মানিক কুন্ডু সর্বজনীন দুর্গোৎসব কমিটি এবং সোনাখালী স্কুল পাড়া সর্বজনীন দুর্গোৎসব সঙ্ঘ।
অন্যদিকে, ‘সেরা প্রতিমা’ বিভাগে মেদিনীপুর শহরের রাঙ্গামাটি সর্বজনীন দুর্গাপূজা কমিটি, বিবিগঞ্জ সর্বজনীন দুর্গোৎসব কমিটি, ছোটবাজার সর্বজনীন দুর্গোৎসব সমিতি এবং ঘাটালের কলাইকুন্ডু চতুর্মুখ সর্বজনীন দুর্গোৎসব কমিটিকে পুরস্কৃত করা হয়েছে। ‘সেরা মণ্ডপ’ বিভাগে গোয়ালতোড়ের আমলাশুলি সর্বজনীন দুর্গোৎসব কমিটি, খড়্গপুরের তালবাগিচা সবুজ সংঘ, মেদিনীপুর শহরের অশোকনগর সর্বজনীন দুর্গোৎসব কমিটি এবং রবীন্দ্রনগর সর্বজনীন দুর্গোৎসব কমিটিকে পুরস্কৃত করা হয়েছে। ‘সেরা সমাজ সচেতনতা’ বিভাগে পুরস্কার ছিনিয়ে নিয়েছে ধাদিকা সর্বজনীন দুর্গোৎসব কমিটি, গোয়ালতোড় এর হুমগড় সর্বজনীন দুর্গোৎসব কমিটি এবং ঘাটালের গোপসাই লালসাগর সর্বজনীন দুর্গোৎসব কমিটি। এই বিভাগে ৪-টির পরিবর্তে বেছে নেওয়া হয়েছে ৩-টি পুজো কমিটিকে।
উল্লেখ্য যে, প্রায় প্রতিবারের মতো এবারও বিশেষ বার্তা দিয়ে সেরার তালিকায় জায়গা করে নিয়েছে মেদিনীপুর শহরের অশোকনগর সর্বজনীন দুর্গোৎসব কমিটি এবং সংযুক্তপল্লী সর্বজনীন দুর্গোৎসব কমিটি। ‘সেরা পুজো’র তালিকায় আছে সংযুক্তপল্লী এবং ‘সেরা মণ্ডপ’ এর তালিকায় জায়গা পেয়েছে অশোকনগর সর্বজনীন। স্বাধীনতার ‘অমৃত মহোৎসব’ বা ‘৭৫ বছর’কে সামনে রেখে সংযুক্তপল্লী সর্বজনীন দুর্গোৎসব কমিটির এবারের থিম ‘আমরা স্বাধীন’। গোটা মণ্ডপ স্বাধীনতা সংগ্রামীদের ছবিতে সাজিয়ে তোলা হয়েছে। মধ্যমণি মেদিনীপুরের ‘অগ্নিকিশোর’ তথা দেশের সর্বকনিষ্ঠ ‘শহীদ’ ক্ষুদিরাম বসু! আছেন নেতাজী সুভাষ থেকে মহাত্মা গান্ধীরাও। ইংরেজরুপী আসুরকে বধ করছেন দেবী দুর্গা। গত বছর (২০২১)-ও কোভিড ও লকডাউন পরিস্থিতিতে সবার নজর কেড়েছিল মেদিনীপুর শহরের সংযুক্ত পল্লীর পুজো। সংযুক্ত পল্লীর থিম ছিল ‘ফিরিয়ে দাও সেই সোনালী দিনগুলি’। বিপন্ন শৈশবের কথা তুলে ধরে সেবার সেরা মণ্ডপের সম্মান জিতেছিল সংযুক্তপল্লী সর্বজনীন। অপরদিকে, প্রতিবারই পরিবেশ ও স্বাস্থ্য সচেতনতার বিশেষ বার্তা দিয়ে থাকে অশোকনগর সর্বজনীন দুর্গোৎসব কমিটি। ২৭ তম বর্ষে এবার তাঁদের থিম- ‘এবং শান্তিরূপেণ’। মণ্ডপে শোভা পাচ্ছে সাদা পায়রার মডেল। শান্তির প্রতীক হিসেবে দুর্গা প্রতিমাও শান্তিরূপেণ। পুজো উদ্যোক্ত তারা জানিয়েছেন, “সর্বত্র যখন অশান্তির কালো মেঘ, শান্তিরূপিণী মায়ের কাছে আমাদের প্রার্থনা, অশান্তির কালো মেঘ দূর করে, শান্তির বারিধারা বর্ষণ করো।” গতবছর (২০২১) কোভিড পরিস্থিতিতে, অশোকনগর আস্ত এক স্বাস্থ্য দপ্তর গড়ে তুলেছিল। সেবার ‘কোভিড সচেতনতা’র পুরস্কার ছিনিয়ে নিয়েছিল অশোকনগর সর্বজনীন। এছাড়াও, বরাবরের মতোই নজর কেড়েছে মেদিনীপুর শহরের রবীন্দ্রনগর সর্বজনীন, ছোটোবাজার সর্বজনীন, রাঙামাটি সর্বজনীন, বার্জটাউন সর্বজনীন থেকে শুরু করে খড়্গপুরের তালিবাগিচা সবুজ সংঘ, পল্লীশ্রী সর্বজনীন ও গড়বেতার আমশাশুলি সর্বজনীন এর পুজো। এই সমস্ত পুজো কমিটিগুলি এবারও তাই শারদ সম্মানে ভূষিত হয়েছে। (ছবিগুলি তুলেছেন- শিক্ষক ও সমাজকর্মী মণিকাঞ্চন রায়।)
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ২৯ জুলাই: মঙ্গলবার (২৯ জুলাই) রাত্রি ঠিক ৯টা ৩১ মিনিট…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ জুলাই: স্কুল ড্রেস পরেই বেরিয়েছিল বাড়ি থেকে। তবে,…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ জুলাই: "৩ বছর আগে আলুর দাম ছিল ৩টাকা…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ জুলাই: ১ লাখ টাকার লেনদেন করলেই মিলবে অতিরিক্ত…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ জুলাই: টাকা-পয়সার লেনদেন জনিত কারণেই বৃহস্পতিবার ভর সন্ধ্যায়…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম, ২৫ জুলাই: ঝাড়খণ্ডের ঘাটশিলায় ল্যান্ডমাইন বিস্ফোরণ কান্ডে…