Award

জেলার সেরা “কন্যাশ্রী” জঙ্গলমহল ভাদুতলার অর্পিতা! পশ্চিম মেদিনীপুরের ৩ টি স্কুল ও ৩ টি কলেজও পুরস্কৃত

মণিরাজ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ১৫ আগস্ট: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প “কন্যাশ্রী” বিশ্বের দরবারে প্রশংসিত। সেই “কন্যাশ্রী” র সাফল্য উদযাপনে প্রতিবছর ১৪ ই আগস্ট সারা রাজ্যে পালিত হয় “কন্যাশ্রী দিবস”। পুরুষ তান্ত্রিক সমাজে অবহেলিত নারী’র ক্ষমতায়নের প্রতীক এই “কন্যাশ্রী”। শিক্ষায়-দীক্ষায়-জ্ঞান ও গরিমায় যাতে প্রত্যন্ত অঞ্চলের মেয়েরাও সমস্ত প্রতিবন্ধকতা জয় করে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত হয়, তাই বিদ্যালয় স্তর থেকে ছাত্রীদের পড়াশোনায় আগ্রহী করতে দেওয়া হয় কন্যাশ্রী-ভাতা। রাজ্যের যে সমস্ত স্কুল, কলেজ ছাত্রীদের তথা সমাজের অবহেলিত মেয়েদের নিয়ে ভালো কাজ করে বা ‘কন্যাশ্রী’র সুস্পষ্ট বার্তা সমাজে পৌঁছে দিতে সক্ষম হয়, সেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান’কে রাজ্যের নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তরের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়। সেই সঙ্গে বেছে নেওয়া হয় জেলার সেরা “কন্যাশ্রী” দের। যে সমস্ত ছাত্রীরা বিদ্যালয় ও সমাজ সহ তার নিজের গন্ডীর মধ্যে কন্যাশ্রী-র বার্তা সঠিকভাবে পৌঁছে দিতে পারে, তারাই হয় সেরা কন্যাশ্রী। গতবছরের মতো এবারও পশ্চিম মেদিনীপুর জেলার সেরা “কন্যাশ্রী” নির্বাচিত হয়েছে প্রত্যন্ত জঙ্গলমহলের ভাদুতলা বিবেকানন্দ উচ্চ বিদ্যালয়ের (শালবনী ব্লক) এক ছাত্রী। ২০২১ সালে জেলার “সেরা কন্যাশ্রী” নির্বাচিত হয়েছে বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী অর্পিতা চৌধুরী। শনিবার পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে তার হাতে পুরস্কার তুলে দেওয়া হয় জেলা শাসকের কার্যালয়ে আয়োজিত মর্যাদাপূর্ণ এক অনুষ্ঠানে। উল্লেখ্য যে, ২০২০ সালেও জেলার সেরা কন্যাশ্রী নির্বাচিত হয়েছিল ভাদুতলা বিবেকানন্দ উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রী বৈশাখী দাস। এই সাফল্যের অন্যতম কারিগর তথা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. অমিতেশ চৌধুরী বললেন, “জেলার সেরা কন্যাশ্রীর স্বীকৃতি পেয়েছে আমাদের বিদ্যালয়ের কন্যাশ্রী ক্লাব “বহ্নিশিখা”র সক্রিয় সদস্যা দশম শ্রেণীর ছাত্রী অর্পিতা চৌধুরী। বাল্যবিবাহ রোধ ও কন্যাশ্রী সংক্রান্ত সচেতনতার প্রসারে তার উল্লেখযোগ্য ভূমিকার জন্য। বিগত বছর আমাদের বিদ্যালয় সেরা বিদ্যালয় এবং বৈশাখী দাস সেরা ছাত্রী’র সম্মান পেয়েছিল। ধারাবাহিক এই স্বীকৃতি আমাদের এবং ছাত্র ছাত্রীদের উৎসাহিত করবে আরও।”

পুরস্কৃত অর্পিতা :

পুরস্কৃত শিক্ষা প্রতিষ্ঠান গুলিও :

অপরদিকে, সারা বছর ধরে জেলা জুড়ে চলা বাল্যবিবাহ রোধ, নারী সুরক্ষা, কন্যাশ্রী সংক্রান্ত সচেতনতার প্রসারে এগিয়ে থাকা বিদ্যালয়-মহাবিদ্যালয় গুলিকে প্রতিবছরই (২০১৪ সাল থেকে) কন্যাশ্রী দিবসে সম্মানিত করে থাকে রাজ্য সরকার। পুরস্কার তুলে দেয় জেলা প্রশাসন। ২০২১ সালে পশ্চিম মেদিনীপুর জেলার যে ৩ টি স্কুল ও যে ৩ টি কলেজ এই পুরস্কারে সম্মানিত হল, সেগুলি হল যথাক্রমে- ১. প্রথম স্থানাধিকারী স্কুল- মায়তা হাই স্কুল (গড়বেতা ১), ২. দ্বিতীয় স্থানাধিকারী স্কুল- তালবান্দি লাল বাহাদুর শাস্ত্রি শিক্ষা নিকেতন (গড়বেতা ২), ৩. তৃতীয় স্থানাধিকারী স্কুল- মাওয়া ঈশ্বরচন্দ্র হাই স্কুল (খড়্গপুর ২) এবং ১. প্রথম স্থানাধিকারী কলেজ- ঘাটাল গভ: পলিটেকনিক কলেজ; ২. দ্বিতীয় স্থানাধিকারী কলেজ- গড়বেতা কলেজ; ৩. তৃতীয় স্থানাধিকারী কলেজ- মেদিনীপুর সিটি কলেজ। পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে স্কুল ও কলেজ কর্তৃপক্ষের হাতে পুরস্কার ও শংসাপত্র তুলে দেওয়া হয়েছে।

পুরস্কার তুলে দেওয়া হচ্ছে এক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের হাতে :

শালবনীর বিধায়ক তথা মন্ত্রী শ্রীকান্ত মাহাত’র সঙ্গে শালবনীর ভাদুতলা বিবেকানন্দ উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অর্পিতা চৌধুরী :

News Desk

Recent Posts

Ghatal Flood: নদীতেই ‘রোপওয়ে’? চন্দ্রকোনায় জীবনের ঝুঁকি নিয়ে পড়ুয়াদের যাতায়াত; প্লাবিত ঘাটালে তলিয়ে মৃত্যু এক ব্যক্তির

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ আগস্ট: বানভাসি ঘাটালের দুর্যোগের নানা চিত্র! কোথাও সেতু…

2 hours ago

Midnapore: স্ত্রী-র পরকীয়া ধরে ফেলেছিলেন, ভাতের সাথে বিষ মিশিয়ে পুরো পরিবারকেই খুনের ছক, মৃত্যু স্বামীর; সিনেমাকেও হার মানাবে ডেবরার ঘটনা

শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: স্ত্রী-র পরকীয়ার বলি স্বামী! মৃত স্বামীর নাম বুদ্ধদেব দোলাই…

2 days ago

Medinipur: গড়বেতার নির্জন এলাকায় রেললাইনে হঠাৎ বিকট ‘শব্দ’, থমকালো রাজধানী! নমুনা সংগ্রহের পর ফরেন্সিক দল যা জানাল…

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: শিলাবতী নদীর উপর রেলওয়ে ব্রিজ। তার উপরই…

4 days ago

Midnapore: একদিকে চন্দ্রযান, অন্যদিকে হরিনাম; শিক্ষা-সংস্কৃতি-বিজ্ঞান-ক্রীড়া ও পরিবেশের অভূতপূর্ব মেলবন্ধন বিদ্যাসাগর শিশু নিকেতনের বার্ষিক প্রদর্শনীতে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: আধুনিক যুগের বিজ্ঞান থেকে সনাতন সংস্কৃতি, যোগব্যয়াম-খেলাধুলার…

5 days ago

Kharagpur: নতুন কারখানায় কাজ শুরু করবে রশ্মি মেটালিক্স, বাধা সৃষ্টি হলে পুলিশের পদক্ষেপ; নির্দেশ আদালতের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: নতুন কারখানায় অবিলম্বে কাজ শুরু করতে পারবেন…

6 days ago

Midnapore: মেদিনীপুরের একটি বুথেই ৪৯ জন ‘মৃত’ ভোটার, মৃত্যুর ৭ বছর পরও বাদ পড়েনি নাম! প্রশাসনের ঘাড়েই দায় চাপালেন BLO

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ আগস্ট: SIR-এর নিয়ে ইতিমধ্যেই রাজ্য-রাজনীতি উত্তাল। এই ইস্যুতে…

6 days ago