Administration

আগামীকাল ৭৫ তম স্বাধীনতা দিবসে পশ্চিম মেদিনীপুরের “গর্ব” প্রণতি নায়েক-কে সংবর্ধিত করবে জেলা প্রশাসন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ আগস্ট: পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার চককৃষ্ণদাস (করকাই) গ্রামের দুরন্ত মেয়ে প্রণতি নায়েক (Pranati Nayek)। জেলা তথা বাংলা-কে গর্বিত করে সদ্য সমাপ্ত টোকিও অলিম্পিক্সে অংশগ্রহণ করেছিলেন। মাত্র ৮০ দিন প্রশিক্ষণ নিতে পেরেছিলেন মহাদেশীয় কোটাতে হঠাৎ করে সুযোগ পেয়ে যাওয়া প্রণতি। যোগ্যতা অর্জন পর্বেই থেমে গিয়েছিল দৌড়! তাতে কি! প্রত্যন্ত গ্রামের এই ২৬ বছরের তরুণী শুধু পিংলা নয় বিশ্বের দরবারে পশ্চিম মেদিনীপুর-কেও সম্মানিত করতে পেরেছেন, অলিম্পিক্সের মতো ঐতিহ্যমণ্ডিত আন্তর্জাতিক প্রতিযোগিতায় জায়গা করে নিয়ে। সেই প্রণতি-কেই ৭৫ তম স্বাধীনতা দিবসের মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে সম্মানিত করা হবে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে। ইতিমধ্যে, তাঁর বাড়িতে আমন্ত্রণ পত্র পাঠিয়েছে জেলা প্রশাসন। পিংলা ব্লক প্রশাসনের পক্ষ থেকে প্রণতি’র বাড়িতে যোগাযোগও করা হয়েছে।

প্রণতি নায়েক (টোকিও অলিম্পিক্সে, সংগৃহীত ছবি) :

এদিকে, প্রণতির বাবা শ্রীমন্ত নায়েক জেলা প্রশাসনের আমন্ত্রণে আপ্লুত! যদিও ওই দিন প্রণতি দিল্লির অনুষ্ঠানে যাবেন বলে জানিয়েছেন তিনি। জেলা প্রশাসনের আমন্ত্রণ সসম্মানে গ্রহণ করে তিনি জানিয়েছেন, তিনি এবং তাঁর স্ত্রী প্রতিমা নায়েক উপস্থিত থাকবেন জেলা প্রশাসনের অনুষ্ঠানে। জানা গেছে, জেলাশাসক ডঃ রশ্মি কমল একটি শংসাপত্র ও স্মারক তুলে দেবেন তাঁদের হাতে। শ্রীমন্ত নায়েক বলেন, “ব্লক প্রশাসনের পক্ষ থেকে বাড়িতে এসেছিলেন। আমন্ত্রণ জানিয়ে গিয়েছেন। ওইদিন প্রণতি দিল্লির অনুষ্ঠানে যোগ দিতে যাবে, তাই আমাদের জেলা থেকে যে সম্মান জানানো হবে, তা গ্রহণ করতে আমরা উপস্থিত থাকব।” উল্লেখ্য যে, জেলা প্রশাসন সূত্রে এও জানা গিয়েছে, আগামীকাল দু’টি গ্রাম পঞ্চায়েত ও একটি পঞ্চায়েত সমিতিকেও ভালো কাজের জন্য সম্মান জানানো হবে। তাছাড়াও, প্যারেড ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ গ্রহণকারীদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হবে। জেলা শাসকের কার্যালয় চত্বরে এখন চলছে অনুষ্ঠানের শেষ মুহূর্তের প্রস্তুতি। সাজিয়ে তোলা হচ্ছে পতাকা উত্তোলনের মাঠটি। শুরু হয়েছে কুচকাওয়াজের অনুশীলন।

News Desk

Recent Posts

Medinipur: খড়্গপুর টাউন থানার আইসি হচ্ছেন পার্থসারথি পাল; বদলি হলেন কেশিয়াড়ি, মোহনপুর, গোয়ালতোড় থানার IC-রাও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ নভেম্বর: রাজ্যজুড়ে ১৭৫ জন ইন্সপেক্টরকে বদলি করা হলো।…

2 hours ago

Midnapore: মেয়ের অন্নপ্রাশন শেষে জ্বর নিয়েই কাজে যোগ দিয়েছিলেন, ‘কফিনবন্দী’ হয়ে ডেবরায় ফিরলেন CRPF জওয়ান

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: শোকসংবাদটা পৌঁছেছিল শুক্রবারই। বুকে পাথর চেপে অপেক্ষা…

4 days ago

Medinipur: মামিমার সাথে ‘অভিসারে’ গিয়ে ফাঁসলেন যুবক? অপহরণ ও ধর্ষণের অভিযোগে কেশিয়াড়িতে গ্রেপ্তার ‘কলির কেষ্ট’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: মামিমাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক।…

5 days ago

Medinipur: প্রায় ৬০ বছর পর রাজ্যের দাপুটে মন্ত্রীর গড়ে ‘পাকা’ হবে মাটির স্কুলবাড়ি, আনন্দে মিষ্টিমুখ পড়ুয়াদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: রাজ্যের দাপুটে মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়ার 'খাসতালুক' সবংয়ে…

7 days ago

Kharagpur: ওড়িশার বেসরকারি কলেজে খড়্গপুরের ছাত্রের রহস্যমৃত্যু! খুনের অভিযোগ পরিবারের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ওড়িশার বেসরকারি কলেজে বাংলার ছাত্রের রহস্যমৃত্যু! খুনের…

1 week ago

Midnapore: জেলার স্বনামধন্য নৃত্যশিল্পী রাজীব খানের অকাল প্রয়াণে শোকস্তব্ধ মেদিনীপুর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ নভেম্বর: হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো মেদিনীপুর শহর…

2 weeks ago