Bankura

Midnapore: ‘মানত’ পূরণ হলো মেদিনীপুরের বাগঘরার! সুস্থ শরীরেই ‘বন্দী’ হল রয়্যাল সুন্দরী জিনাত

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়া, ২৯ ডিসেম্বর: “একটা ভুল হয়ে গেছে। মানুষ আর সেই ভুল করবেনা!” মাত্র দু’দিন আগেই পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর ব্লকের বাগঘরা গ্রামের বিমল মাহাত, মিলন মাহাত, লক্ষ্মী মাহাত, স্বপন মাহাত-রা এমনটাই দাবি করেছিলেন ক্যামেরার সামনে। এমনকি, সিমলিপাল ব্যাঘ্র প্রকল্প থেকে পালিয়ে আসা তিন বছরের বাঘিনী জিনাত যাতে সুস্থ ভাবেই বনদপ্তরের খাঁচা-বন্দী হয়, সেই প্রার্থনাও করেছিলেন তাঁরা। গ্রামের বাবলু হাঁসদা, দীপক হাঁসদা, বনমালী হাঁসদা, চাঁদমণি হাঁসদা, রঞ্জিত মাহাত, মিলন মাহাত, লক্ষ্মী মাহাত-রা বনদেবীর কাছে ‘মানত’ও করেছিলেন কোনভাবেই যেন এবার আর রয়্যাল বেঙ্গল টাইগারের পরিণতি ২০১৮ সালের মতো মর্মান্তিক না হয়! শেষ পর্যন্ত তাঁদের সেই ‘মানত’ পূরণ হল। রবিবার (২৯ ডিসেম্বর) বিকেলে বাঁকুড়ার মুকুটমণিপুর সংলগ্ন গোঁসাইডিহির জঙ্গলে বনদপ্তরের ঘুমপাড়ানি গুলিতে কাবু হয় বাঘিনী জিনাত।

ঘুমপাড়ানি গুলিতে কাবু জিনাত:

বিজ্ঞাপন (Advertisement):

উল্লেখ্য যে, শনিবার সকালে পুরুলিয়ার জঙ্গল থেকে বাঁকুড়ার রানিবাঁধ থানার গোঁসাইডিহি গ্রাম লাগোয়া জঙ্গলে আশ্রয় নিয়েছিল বাঘিনী জিনাত। অবস্থান নি‌শ্চিত হওয়ার পরেই ঘুমপাড়ানি গুলি ছুড়ে বাঘিনীকে কাবু করার চেষ্টা শুরু করে বনদপ্তর। বারকয়েক গুলি ছোঁড়াও হয়। কিন্তু, তাতে কাজ হয়নি। আবারও জঙ্গলেই কোথাও লুকিয়ে পড়ে বাঘিনী। এরপর গোটা জঙ্গল ঘিরে ফেলে জায়গায় জায়গায় আগুন লাগিয়ে জিনাতকে খাঁচা-বন্দী করার কৌশল নেওয়া হয়েছিল। সেই কৌশলেই সাফল্য আসে। শেষ পর্যন্ত বনকর্মীদের জালে ধরা পড়ে গত ২৪ নভেম্বর সিমলিপাল ব্যাঘ্র প্রকল্প থেকে চুপিসাড়ে পালিয়ে আসা বাঘিনী জিনাত। গত এক মাস ধরে প্রথমে ঝাড়খণ্ডের চাকুলিয়ার চিঁয়াবান্ধির জঙ্গল, তারপর পশ্চিমবঙ্গের ঝাড়গ্রামের বেলপাহাড়ির কাটুচুয়ার জঙ্গল হয়ে সে পৌঁছে গিয়েছিল পুরুলিয়ার রাইকা পাহাড় সংলগ্ন জঙ্গলে। গত শনিবার (২১ ডিসেম্বর) সেখান থেকেই বাঁকুড়ায় পৌঁছয় জিনাত। অবশেষে আট দিনের মাথায় তাকে সম্পূর্ণ সুস্থ অবস্থাতেই খাঁচা-বন্দী করল বনদপ্তর।

বাগঘরা গ্রাম:

স্বাভাবিকভাবেই এই ঘটনায় খুশি মেদিনীপুরের বাগঘরা গ্রামও। প্রায় সাত বছর আগে, ২০১৮ সালের ১৩ এপ্রিল (চৈত্র সংক্রান্তির আগের দিন) পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর বনবিভাগের অন্তর্গত চাঁদড়া রেঞ্জের অধীন বাগঘরার জঙ্গলেই শিকারিদের বল্লম, টাঙির আঘাতে মৃত্যু হয়েছিল সিমলিপাল ব্যাঘ্র প্রকল্প থেকেই পালিয়ে আসা একটি পূর্ণবয়স্ক রয়্যাল বেঙ্গল টাইগারের। শোনা যায়, বাগঘরার জঙ্গলে শিকারিদের উপর ঝাঁপিয়ে পড়েছিল বাঘটি। পাল্টা টাঙি, বল্লম দিয়ে আঘাত করে শিকারিরাও! তাতেই বাঘের মৃত্যু হয়েছিল বলে মনে করা হয়। যদিও, আদালতে এখনো মামলা বিচারাধীন। তবে, যে বা যারাই হত্যা করুক ওই রয়্যাল বেঙ্গল টাইগারকে, মন থেকে মেনে নিতে পারেননি বাগঘরার অধিকাংশ বাসিন্দারাই। তাই, সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে এবার আর না হয়; সেই প্রার্থনা করেই বনদেবীর কাছে ‘মানত’ করেছিলেন তাঁরা!

বাগঘরা প্রাথমিক বিদ্যালয়:

বিজ্ঞাপন (Advertisement):

News Desk

Recent Posts

Midnapore: মেয়ের অন্নপ্রাশন শেষে জ্বর নিয়েই কাজে যোগ দিয়েছিলেন, ‘কফিনবন্দী’ হয়ে ডেবরায় ফিরলেন CRPF জওয়ান

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: শোকসংবাদটা পৌঁছেছিল শুক্রবারই। বুকে পাথর চেপে অপেক্ষা…

4 days ago

Medinipur: মামিমার সাথে ‘অভিসারে’ গিয়ে ফাঁসলেন যুবক? অপহরণ ও ধর্ষণের অভিযোগে কেশিয়াড়িতে গ্রেপ্তার ‘কলির কেষ্ট’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: মামিমাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক।…

4 days ago

Medinipur: প্রায় ৬০ বছর পর রাজ্যের দাপুটে মন্ত্রীর গড়ে ‘পাকা’ হবে মাটির স্কুলবাড়ি, আনন্দে মিষ্টিমুখ পড়ুয়াদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: রাজ্যের দাপুটে মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়ার 'খাসতালুক' সবংয়ে…

6 days ago

Kharagpur: ওড়িশার বেসরকারি কলেজে খড়্গপুরের ছাত্রের রহস্যমৃত্যু! খুনের অভিযোগ পরিবারের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ওড়িশার বেসরকারি কলেজে বাংলার ছাত্রের রহস্যমৃত্যু! খুনের…

1 week ago

Midnapore: জেলার স্বনামধন্য নৃত্যশিল্পী রাজীব খানের অকাল প্রয়াণে শোকস্তব্ধ মেদিনীপুর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ নভেম্বর: হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো মেদিনীপুর শহর…

2 weeks ago

Midnapore: ‘আমার পক্ষে এতগুলো বাড়ি সামলানো সম্ভব নয়’, স্পষ্ট জানালেন মেদিনীপুরের BLO, এনুমারেশন ফর্ম নিয়ে ঘুরছেন তাঁর স্বামী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ নভেম্বর: তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যকে সঙ্গে নিয়ে এনুমারেশন…

2 weeks ago