Central

কল্পতরু কেন্দ্র সরকার! ২১ শে জুন থেকে ১৮-৪৪ বছর বয়সীদের বিনামূল্যে ভ্যাকসিনেশন, নভেম্বর পর্যন্ত বিনামূল্যে রেশন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন নিউ দিল্লি, ৭ জুন: দ্বিতীয় ঢেউয়ের ভয়াবহ আক্রমণ, পেট্রোপণ্যের লাগামছাড়া মূল্যবৃদ্ধি এবং বাংলার ভোটে ব্যাপক পরাজয়— এসব কিছু নিয়েই রীতিমতো ব্যাকফুটে ছিল কেন্দ্রের মোদী সরকার। এই পরিস্থিতিতে, সোমবার বিকেল ৫ টা থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সেদিকেই তাকিয়ে ছিলেন ১৩০ কোটি ভারতবাসী। আপাততো, প্রধানমন্ত্রীর ভাষণ নিরাশ করলোনা তাঁদের। ২১ শে জুন থেকে ১৮-৪৪ বছর বয়সীদের বিনামূল্যে ভ্যাকসিনেশন, শিশুদের ভ্যাকসিনেশন ট্রায়াল, আরও দুটি ভ্যাকসিন উৎপাদনে ছাড়পত্র এবং নভেম্বর পর্যন্ত বিনামূল্যে রেশন এই সবকিছু বার্তার মধ্য দিয়ে যেন ‘কল্পতরু’ হয়ে উঠলো কেন্দ্রীয় সরকার।

১৮ থেকে ৪৪ এর বিনামূল্যে ভ্যাকসিনেশন :

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, ২১ জুন থেকে ১৮ ঊর্ধ্ব সবাইকে বিনামূল্যে ভ্যাকসিন দেবে কেন্দ্রীয় সরকার। রাজ্যের হাতে থাকা ২৫ শতাংশ দায়িত্বও নেবে কেন্দ্র, ঘোষণা প্রধানমন্ত্রীর। ৪৫ ঊর্ধ্বদের মতোই ভ্যাকসিন কিনে রাজ্যকে দেবে কেন্দ্রীয় সরকার। মোট উৎপাদনের ২৫ শতাংশ ভ্যাকসিন কিনতে পারবে বেসরকারি হাসপাতাল। প্রধানমন্ত্রী আরও বলেছেন, “তবে যে ব্যক্তি ফ্রি ভ্যাকসিন নিতে চান না, সেই ব্যবস্থাও জারি থাকবে। এক ডোজের জন্য সর্বোচ্চ ১৫০ টাকা সার্ভিস চার্জ নিতে পারবে বেসরকারি হাসপাতালগুলি।” জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, “করোনায় অনেকে নিজের পরিজনদের হারিয়েছেন। সেই পরিবারগুলিকে সমবেদনা জানাই। গত ১০০ বছরে এতবড় মহামারী দেখেনি আধুনিক বিশ্ব!” তিনি এও জানিয়েছেন, “ভ্যাকসিন হল আমাদের সুরক্ষা কবচ। সারা বিশ্বে যতটা পরিমাণ ভ্যাকসিন দরকার, তার তুলনায় অনেক কম ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থা। আগে বিদেশ থেকে ভ্যাকসিন আসতে বহু সময় লেগে যেত। আগে, পোলিও, স্মল পক্স, হেপাটাইটিস বি ভ্যাকসিন পেতে বহু দেরী হয়েছে। এখন আমাদের দেশে ভ্যাকসিন উৎপাদিত হচ্ছে। ভারতে আগে ভ্যাকসিনেশন হত মাত্র ৬০ শতাংশের। ১০০ শতাংশ টিকাকরণে ৪০ বছর লেগে যায়। কিন্তু, এতবড় মহামারীর মধ্যেও ভারতে টিকাকরণের মাত্রা বিশ্বের অনেক দেশের থেকে অনেক বেশি।”

বিনামূল্যে রেশন :

অপরদিকে, ২০২০ সালে করোনার জন্য যখন লকডাউন লাগু হয়েছিল, সেইসময় প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনা চালু হয়েছিল। দ্বিতীয় ঢেউয়ের সময়ও সেই প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনা জুন পর্যন্ত লাগু ছিল। এবার, নভেম্বর অর্থাৎ দীপাবলি পর্যন্ত চালু থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বার্তা দেন, “কেউ খালি পেটে থাকবে না। দেশ থেকে করোনা চলে যায়নি, সাবধানে থাকুন, মানুন কোভিড প্রোটোকল।”

News Desk

Recent Posts

Midnapore: একদিকে চন্দ্রযান, অন্যদিকে হরিনাম; শিক্ষা-সংস্কৃতি-বিজ্ঞান-ক্রীড়া ও পরিবেশের অভূতপূর্ব মেলবন্ধন বিদ্যাসাগর শিশু নিকেতনের বার্ষিক প্রদর্শনীতে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: আধুনিক যুগের বিজ্ঞান থেকে সনাতন সংস্কৃতি, যোগব্যয়াম-খেলাধুলার…

12 hours ago

Kharagpur: নতুন কারখানায় কাজ শুরু করবে রশ্মি মেটালিক্স, বাধা সৃষ্টি হলে পুলিশের পদক্ষেপ; নির্দেশ আদালতের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: নতুন কারখানায় অবিলম্বে কাজ শুরু করতে পারবেন…

1 day ago

Midnapore: মেদিনীপুরের একটি বুথেই ৪৯ জন ‘মৃত’ ভোটার, মৃত্যুর ৭ বছর পরও বাদ পড়েনি নাম! প্রশাসনের ঘাড়েই দায় চাপালেন BLO

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ আগস্ট: SIR-এর নিয়ে ইতিমধ্যেই রাজ্য-রাজনীতি উত্তাল। এই ইস্যুতে…

1 day ago

Midnapore: মেদিনীপুরের মেয়ের ইংলিশ চ্যানেল জয়! নতুন ইতিহাস সৃষ্টি করলেন আফরিন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ২৯ জুলাই: মঙ্গলবার (২৯ জুলাই) রাত্রি ঠিক ৯টা ৩১ মিনিট…

5 days ago

Midnapore: স্কুল-টাইমে ঘুরতে ঘিয়ে বিপত্তি, আমড়াতলা ড্যামে তলিয়ে মৃত্যু মেদিনীপুর কলেজিয়েট স্কুলের ছাত্রের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ জুলাই: স্কুল ড্রেস পরেই বেরিয়েছিল বাড়ি থেকে। তবে,…

6 days ago

Midnapore: “আপনাদের বেতনটা কত বেড়েছে…?”, নিজের গড়েই অঙ্গনওয়াড়ি কর্মীদের ক্ষোভের মুখে মন্ত্রী শ্রীকান্ত

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ জুলাই: "৩ বছর আগে আলুর দাম ছিল ৩টাকা…

1 week ago