Communication

NH 60: মেদিনীপুরে কংসাবতী নদীর উপর দ্বিতীয় সেতু, চৌরঙ্গী থেকে মোরগ্রাম চার লেনের জাতীয় সড়ক! নতুন বছরেই প্রাথমিক কাজ শুরুর সম্ভাবনা

মণিরাজ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ১১ ডিসেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর গ্রামীণের চৌরঙ্গীর মোড় থেকে মোরগ্রাম (মুর্শিদাবাদ জেলা) অবধি ৬০ নং জাতীয় সড়ক হবে চার লেনের (ফোর লেনিং)। এই রাস্তার উপরই পড়ছে মেদিনীপুর-খড়্গপুরের সংযোগস্থলে কংসাবতী নদীর উপর নির্মিত সুপ্রাচীন বীরেন্দ্রনাথ শাসমল সেতু (বা মোহনপুর ব্রিজ)। সেই সেতুর বিকল্প আর একটি সেতুও নির্মিত হবে। ইতিমধ্যে জাতীয় সড়ক কর্তৃপক্ষ সেই প্রস্তাবে সায় দিয়ে, বিভিন্ন সংস্থার কাছে সেই কাজের DPR তৈরির দরপত্র (টেন্ডার) আহ্বান করেছিল। সবকিছু ঠিকঠাক থাকলে ডিসেম্বর মাসের শেষে অথবা জানুয়ারি মাসের শুরুতেই ঠিক হয়ে যাবে কোন‌ সংস্থার কাছে যাবে এই DPR (Details Project Report) তৈরির কাজের বরাত। সেই কাজ শুরু হয়ে যেতে পারে নতুন বছরের প্রথম দিকেই! এমনটাই জানা গেছে জেলা প্রশাসন‌ এবং জাতীয় সড়কের ডিভিশন- ২ সূত্র মারফত। তার আগে, জাতীয় সড়ক ডিভিশন- ২ এর তরফে বীরেন্দ্রনাথ শাসমল সেতু (মোহনপুর ব্রিজ) সংস্কারের অবশিষ্ট কাজও চালিয়ে যাওয়া হচ্ছে জোরকদমে। রাস্তার কাজ এবং বড়সড় সংস্কারের কাজগুলি আগেই সম্পন্ন করা হয়েছে। এবার, সেতুর উপর রাস্তার দু’ধারে ভাঙাচোরা রেলিং সংস্কারের কাজ করা হচ্ছে। দ্বিতীয় পর্যায়ের এই কাজে, জরাজীর্ণ অর্ধ-শতাব্দী প্রাচীন (১৯৭২ সালে নির্মিত) সেতুটি একেবারে খোলনলচে সংস্কার করা হবে বলে শনিবার জানা গেছে দায়িত্বে থাকা আধিকারিকদের সূত্রে। আর, তারপরই আগামী এক-দু’মাসের মধ্যে এই ৬০ নং জাতীয় সড়কের উপর দ্বিতীয় সেতু ও চার লেনের রাস্তা তৈরির DPR এর কাজ শুরু হবে বলে জানা গেছে।

চলছে দ্বিতীয় পর্যায়ে বীরেন্দ্র সেতু সংস্কারের কাজ (ছবি- মণিরাজ ঘোষ) :

প্রসঙ্গত, গত জুলাই মাসে (২০২১), রাজ্য সরকারের জলসম্পদ উন্নয়ন ও ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী ডাঃ মানস রঞ্জন ভূঁইয়া’র নেতৃত্বে জেলাশাসক ডাঃ রশ্মি কমল, জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ এবং জাতীয় সড়ক ডিভিশন- ২ (NH Division- 2) এর ভারপ্রাপ্ত আধিকারিক প্রলয় চক্রবর্তী একটি বৈঠকে মিলিত হয়েছিলেন। সেখানেই কংসাবতী নদীর উপর দ্বিতীয় সেতু নির্মাণের প্রস্তাব দেন রাজ্যের মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া। বৈঠকে উপস্থিত জাতীয় সড়ক ডিভিশন- ২ এর ভারপ্রাপ্ত ইঞ্জিনিয়ার প্রলয় চক্রবর্তী সেই বৈঠকেই জানিয়েছিলেন, জাতীয় সড়ক কর্তৃপক্ষ চৌরঙ্গী থেকে মোরগ্রাম পর্যন্ত প্রায় ৩৫০-৪০০ কিলোমিটার রাস্তা (৬০ নং জাতীয় সড়কের উপর) দুই লেন থেকে বাড়িয়ে চার লেন করার সিদ্ধান্ত নিয়েছে। ওই রাস্তার উপর সমস্ত ব্রিজের সংস্কার করা হবে এবং সমান্তরাল আর একটি করে সেতু নির্মাণ করা হবে। শনিবার (১১ ডিসেম্বর) তিনি জানিয়েছেন, “ওই কাজের ডিপিআর (DPR) তৈরির জন্য যে কোটেশন চাওয়া হয়েছিল, সেই পর্যায়ের কাজ সম্পূর্ণ হয়েছে। আশা করা যায়, ডিসেম্বর মাসের শেষের দিকেই স্থির হয়ে যাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ কোন সংস্থাকে দিয়ে এই DPR এর কাজ করাবে।” তাঁর মতে, মোহনপুর ব্রিজ ছাড়াও, ৬০ নং জাতীয় সড়কের উপর থাকা ধাদিকা ব্রিজেরও বিকল্প ব্রিজ (সেতু) তৈরি করা হবে। তিনি এও জানালেন, “ওই কাজ শুরু হওয়ার আগে তাই মোহনপুর ব্রিজ (বীরেন্দ্রনাথ শাসমল সেতু) সম্পূর্ণভাবে সংস্কার করা হচ্ছে। ইতিমধ্যে, পুজোর আগেই প্রথম পর্যায়ের কাজ শেষ হয়েছে। দ্বিতীয় পর্যায়ের কাজ চলছে। রেলিং সহ ভেঙে যাওয়া অংশ সারানো হচ্ছে। এই পর্যায়েও অনেক কাজ হবে।” জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নির্মল ঘোষও আশা প্রকাশ করেছেন, “দীর্ঘদিন ধরেই এই প্রস্তাব দেওয়া হয়েছিল। আশা করা যায়, ২০২২ সালেই নতুন ব্রিজের কাজ শুরু করবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ।”

News Desk

Recent Posts

Medinipur: একে একে ছেড়ে গেছেন বাবা-মা, মানুষ করেছেন দাদু-দিদা; উচ্চ মাধ্যমিকে জেলায় মেয়েদের মধ্যে প্রথম সেই ‘লড়াকু’ রিয়াই

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ মে: "দাদু বেঁচে থাকলে খুব খুশি হতেন...!" চোখে…

19 hours ago

Midnapore: বাবা সবজি বিক্রেতা, দারিদ্র্যের সাথে লড়েই ‘শালবনীর সেরা’ সুইটি! সাফল্য উৎসর্গ দেশের ‘নারীশক্তি’-কে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ মে: বাবা সবজি বিক্রেতা। মা গৃহবধূ। দারিদ্র্যের সাথে…

23 hours ago

Operation Sindoor: সরাসরি পাকিস্তানের রাজধানীতে হামলা, বন্দী পাইলট! ভারতের প্রত্যাঘাতে কাঁপছে ইসলামাবাদ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ৮ মে: রাজস্থানের জয়সলমীরে ভারতের হাতে বন্দি হলো এক পাকিস্তানি যুদ্ধবিমানের…

1 day ago

Midnapore: উচ্চমাধ্যমিকের মেধাতালিকায় মেদিনীপুর কলেজিয়েট স্কুলের দুই ছাত্র! সৌম্যসুন্দর ও সাগ্নিকের পরবর্তী লক্ষ্য IIT

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ মে: খুব সামান্য কয়েকটা বিষয়ে 'অমিল' থাকলেও, দুই…

3 days ago

Midnapore: মাধ্যমিকে দশমের পর উচ্চমাধ্যমিকে পঞ্চম মেদিনীপুর রামকৃষ্ণ মিশনের বীরেশ! সাফল্য সেল্ফ স্টাডিতেই

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ মে: মাধ্যমিকের পর এবার উচ্চ মাধ্যমিকের মেধাতালিকাতেও জায়গা…

3 days ago

Midnapore: মাধ্যমিকে ৯২ শতাংশ নম্বর! ডাক্তার হতে চায় শালবনীর সিভিক-কন্যা, স্বপ্নপূরণে পাশে থাকার আশ্বাস পুলিশ সুপারের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৭ মে: দিনেদুপুরে শোনা যেত গুলির আওয়াজ। রাস্তায় পড়ে…

3 days ago