দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, সায়ক, পন্ডা, ২ সেপ্টেম্বর: তৃতীয় ঢেউয়ের আবহে করোনার চোখরাঙানি ক্রমশ স্পষ্ট হচ্ছে দেশজুড়ে। গত একদিনে আক্রান্তের সংখ্যা এক লাফে পৌঁছে গিয়েছে প্রায় পঞ্চাশ হাজারের কাছাকাছি। বৃহস্পতিবার স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে, গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৪৭ হাজার ৯২ জন। এর মধ্যে শুধুমাত্র কেরলেই আক্রান্ত হয়েছেন ৩২ হাজার ৮০৩ জন। পাশাপাশি, গত একদিনে করোনার কারণে দেশে প্রাণ হারিয়েছেন ৫০৯ জন। গত ২৪ ঘন্টায় এই মারণ ভাইরাসের প্রকোপ থেকে সুস্থ হয়েছেন ৩৫ হাজার ১৮১ জন। আপাতত দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ৮৯ হাজার ৫৮৩ জন। ইতিমধ্যেই দেশে ৬৬ কোটি ৩০ লক্ষ ৩৭ হাজার ৩৩৪ জন টিকা পেয়েছেন। যার মধ্যে গত একদিনেই ৮১ লক্ষেরও বেশি মানুষ টিকা নিয়েছেন।
এদিকে, গত একদিনে রাজ্যেও ফের বেড়েছে দৈনিক আক্রান্তের হার। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী জানা গিয়েছে যে, গত একদিনে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৬৭৯ জন। মঙ্গলবার এই সংখ্যাটা ছিলো ৫৪৬। পাশাপাশি, গত ২৪ ঘন্টায় করোনার প্রকোপে প্রাণ হারিয়েছেন ১২ জন। মঙ্গলবার এই সংখ্যাটা ছিলো ১৩। আপাতত, রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৪৯ হাজার ২৮৩। গত একদিনে রাজ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৬৮১ জন। আপাতত রাজ্যে সুস্থতার হার ৯৮.২৪ শতাংশ। বর্তমানে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৮ হাজার ৮০১ জন। গত ২৪ ঘন্টায় ৩৮ হাজার ১০৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে রাজ্যে। অপরদিকে, জেলা স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী গত চব্বিশ ঘণ্টায় পশ্চিম মেদিনীপুরে ফের করোনা সংক্রমিত হয়েছেন ২৭ জন।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শিক্ষা, সাহিত্য, সঙ্গীত ও সমাজজীবনে উল্লেখযোগ্য অবদানের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ সেপ্টেম্বর: গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার সকাল থেকেই…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ সেপ্টেম্বর: ফের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার আইআইটি খড়্গপুরে! শনিবার…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ সেপ্টেম্বর: 'কেউ কথা রাখেনি..!' না রাজ্য সরকার না…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ সেপ্টেম্বর: গত কয়েক বছরে সবুজায়নে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে ভারত।…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: বিশাল জায়গার উপর প্রাসাদোপম বাড়ি। উঁচু পাঁচিল…