Corona Update

করোনা বিস্ফোরণ পশ্চিম মেদিনীপুরে! আক্রান্ত ১৬৮, রেল-আইআইটি সহ খড়্গপুরে ৯৮, মেদিনীপুরে ৩৯; স্বাস্থ্যকর্মীদের সংক্রমণে দুঃশ্চিন্তা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ জানুয়ারি: করোনা বিস্ফোরণ এবার পশ্চিম মেদিনীপুর জেলায়! গতকাল আক্রান্ত হয়েছিলেন ৮৩, চব্বিশ ঘণ্টায় তা দ্বিগুণ হল। জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী গত চব্বিশ ঘণ্টায় পশ্চিম মেদিনীপুরে করোনা সংক্রমিত হয়েছেন ১৬৮ জন। এর মধ্যে, মেদিনীপুর শহরে সংক্রমিত ৩৯। শহরের রবীন্দ্রনগর, কেরানীটোলা, অরবিন্দনগর, ধর্মা, মহতাবপুর, হবিবপুর, আবাস, কুইকোটা, মির্জাবাজার প্রায় সর্বত্র সংক্রমিতের সন্ধান পাওয়া গেছে।‌ সর্বোপরি, মেদিনীপুর মেডিক্যাল কলেজের ২ জন জুনিয়র চিকিৎসক এবং হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজের ১ জনের রিপোর্টও পজিটিভ এসেছে। অন্যদিকে, কেশপুর গ্রামীণ হাসপাতালের একজন মেডিক্যাল অফিসারের রিপোর্টও পজিটিভ এসেছে। তাই, এবারের উপসর্গ বিপজ্জনক না হলেও, স্বাস্থ্যকর্মীদের প্রবল সংক্রমণে স্বাস্থ্যপরিসেবা কিছুটা হলেও ব্যাহত হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডাঃ পঞ্চানন কুন্ডু তা স্বীকার করে নিয়ে জানিয়েছেন, “চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা আক্রান্ত হচ্ছেন। তাঁদের আইসোলেশনে রাখা হচ্ছে। কিছুটা হলেও যে স্বাস্থ্য পরিষেবাতে প্রভাব পড়ছে, তা তো অনস্বীকার্য।”

হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা :

অন্যদিকে, রেলশহর খড়্গপুরে সংক্রমণ ফের ভয়াবহ রূপ নিয়েছে। প্রথম ও দ্বিতীয় ঢেউয়ের মতোই এবারও সংক্রমনের নিরিখে এগিয়ে আছে খড়্গপুর শহর ও মেদিনীপুর শহর। খড়্গপুরের রেলে গতকাল ১৬ জনের পর আজ ফের ৪০ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। আইআইটি খড়্গপুরে ফের ২৮ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। ফলে গত এক সপ্তাহে এই শিক্ষা প্রতিষ্ঠানে সংক্রমণ সেঞ্চুরি ছাড়িয়ে গেছে! অন্যদিকে, প্রেমবাজার, খরিদা, মালঞ্চ, হিজলী, ইন্দা, গোলবাজার, কৌশল্যা সহ খড়্গপুর শহরে আরও ২৫ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। গ্রামীণ এলাকায় ৫ জন সংক্রমিত। এছাড়াও, শালবনীতে আজ ফের ৫ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। গড়বেতা ও চন্দ্রকোনা রোডে ২ জন, সবংয়ে ২ জন, বেলদায় ১ জন এবং ঘাটাল মহকুমায় ১২ জনের রিপোর্ট পজিটিভ এসেছে গত চব্বিশ ঘণ্টায়‌। এছাড়াও, মেদিনীপুর মেডিক্যাল কলেজ সূত্রে বেশ কয়েকজন করোনা সংক্রমিত হয়েছেন। গত চব্বিশ ঘণ্টায় জেলায় মৃত্যু হয়নি, তবে পজিটিভিটি হার প্রায় ৬ (৫.৯৫) শতাংশ! গত চব্বিশ ঘণ্টায় ২৭৯০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে বলে জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে।

News Desk

Recent Posts

Midnapore: স্ত্রী-র পরকীয়া ধরে ফেলেছিলেন, ভাতের সাথে বিষ মিশিয়ে পুরো পরিবারকেই খুনের ছক, মৃত্যু স্বামীর; সিনেমাকেও হার মানাবে ডেবরার ঘটনা

শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: স্ত্রী-র পরকীয়ার বলি স্বামী! মৃত স্বামীর নাম বুদ্ধদেব দোলাই…

6 hours ago

Medinipur: গড়বেতার নির্জন এলাকায় রেললাইনে হঠাৎ বিকট ‘শব্দ’, থমকালো রাজধানী! নমুনা সংগ্রহের পর ফরেন্সিক দল যা জানাল…

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: শিলাবতী নদীর উপর রেলওয়ে ব্রিজ। তার উপরই…

2 days ago

Midnapore: একদিকে চন্দ্রযান, অন্যদিকে হরিনাম; শিক্ষা-সংস্কৃতি-বিজ্ঞান-ক্রীড়া ও পরিবেশের অভূতপূর্ব মেলবন্ধন বিদ্যাসাগর শিশু নিকেতনের বার্ষিক প্রদর্শনীতে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: আধুনিক যুগের বিজ্ঞান থেকে সনাতন সংস্কৃতি, যোগব্যয়াম-খেলাধুলার…

4 days ago

Kharagpur: নতুন কারখানায় কাজ শুরু করবে রশ্মি মেটালিক্স, বাধা সৃষ্টি হলে পুলিশের পদক্ষেপ; নির্দেশ আদালতের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: নতুন কারখানায় অবিলম্বে কাজ শুরু করতে পারবেন…

4 days ago

Midnapore: মেদিনীপুরের একটি বুথেই ৪৯ জন ‘মৃত’ ভোটার, মৃত্যুর ৭ বছর পরও বাদ পড়েনি নাম! প্রশাসনের ঘাড়েই দায় চাপালেন BLO

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ আগস্ট: SIR-এর নিয়ে ইতিমধ্যেই রাজ্য-রাজনীতি উত্তাল। এই ইস্যুতে…

4 days ago

Midnapore: মেদিনীপুরের মেয়ের ইংলিশ চ্যানেল জয়! নতুন ইতিহাস সৃষ্টি করলেন আফরিন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ২৯ জুলাই: মঙ্গলবার (২৯ জুলাই) রাত্রি ঠিক ৯টা ৩১ মিনিট…

1 week ago