Culture and Society

Midnapore Town School: বিপ্লবীদের স্মৃতিধন্য মেদিনীপুর টাউন স্কুল ১৪০- এ পদার্পণ করল

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ জানুয়ারি:বিপ্লবীদের ‘আঁতুড়ঘর’ রূপে পরিচিত মেদিনীপুর টাউন স্কুল (বালক) ১৪০ বছরে পদার্পণ করল। অত্যাচারী ব্রিটিশ জেলাশাসক বার্জ হত্যাকারী (১৯৩৩ এর ২ সেপ্টেম্বর) ‘পাঁচ অগ্নিকিশোর’ (অনাথ, মৃগেন, ব্রজ, রামকৃষ্ণ, নির্মল) এর চারজনই ছিলেন এই টাউন স্কুলের ছাত্র। শহীদ অনাথবন্ধু পাঁজা, মৃগেন্দ্রনাথ দত্ত, ব্রজকিশোর চক্রবর্তী এবং রামকৃষ্ণ রায় এর স্মৃতিধন্য সেই মেদিনীপুর টাউন স্কুল (হেরিটেজ)-এর ১৪০তম প্রতিষ্ঠা দিবস (৩ জানুয়ারি) পালন হল বিদ্যালয় প্রাঙ্গণে। শঙ্খরবে-পুষ্পচন্দনে-প্রদীপের মাঙ্গলিক শিখায় প্রধান শিক্ষক সহ শিক্ষক-শিক্ষিকাবৃন্দ বরণ করে নেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বাবু কার্তিকচন্দ্র মিত্রের সাজে সজ্জিত শিক্ষক নিখিল কুমার পাত্র-কে। উপস্থিত ছাত্রদের করতালিতে মুখরিত হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ। জাতীয় পতাকা ও বিদ্যালয়ের পতাকা উত্তোলনের পর প্রতিষ্ঠাতা ও শহীদ ছাত্রদের ছবি ও বেদীতে পুষ্পার্ঘ্য প্রদান করেন প্রধান শিক্ষকসহ শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মিবৃন্দ।

বিপ্লবীদের স্মৃতিধন্য মেদিনীপুর টাউন স্কুল ১৪০- এ পদার্পণ করল :

এরপর সারাদিন ছিল নানান কর্মসূচি। ১৪০টি প্রদীপ জ্বালানো, ১৪০টি রঙিন বেলুন ওড়ানো, কেক কাটা ও সাদা পায়রা ওড়ানোর পর বেজে ওঠে বিদ্যালয়ের থিম সং ‘আমাদের টাউন স্কুল…’। দ্বিতীয় পর্বের অনুষ্ঠান সংঘটিত হয় কার্তিকচন্দ্র মিত্র সভাগৃহে। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মেদিনীপুর পৌরসভার বোর্ড অব্‌ অ্যাডমিনিস্ট্রেটর-এর চেয়ারপার্সন সৌমেন খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশন বিদ্যাভবন-এর প্রধান শিক্ষক স্বামী জয়েশানন্দ, ঋষি অরবিন্দ শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. মাধবচন্দ্র রথ, মেদিনীপুর সোশ্যাল ওয়েলফেয়ার ফোরামের সম্পাদক নিত্যানন্দ পান্ডা, বিদ্যালয় পরিচালন সমিতির প্রাক্তন সম্পাদক সুভাষচন্দ্র কুন্ডু, ১৬ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর কল্পনা মুখার্জি। স্বাগত ভাষণে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তথা রাষ্ট্রপতি-পুরস্কারপ্রাপ্ত ও পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষারত্ন পুরস্কারপ্রাপ্ত ড. বিবেকানন্দ চক্রবর্তী বিদ্যালয়ের ইতিহাস ও সামগ্রিক কর্মকাণ্ডের কথা তুলে ধরেন। উদ্বোধক তাঁর উদ্বোধনী বক্তব্যে বিদ্যালয়ের অতীত ও বর্তমান গৌরবের কথা বলেন তাঁর স্বভাবসিদ্ধ সুললিত বাচনভঙ্গিতে। সম্মানিত অতিথিবৃন্দও বিদ্যালয়-এর বর্তমান সামগ্রিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। অতঃপর বিদ্যালয়ের ‘দরিদ্র ভান্ডার’ থেকে দুঃস্থ মানুষদের শীতবস্ত্র বিতরণ ও হাসপাতালের রোগীদের ফল বিতরণ পর্ব সম্পন্ন হয়। কথায়-কবিতায় ও গানে বিদ্যালয় বন্দনা করেন বিদ্যালয়ের শিক্ষিকাবৃন্দ ও ছাত্রবৃন্দ। রবীন্দ্র সংগীত পরিবেশন করে মুগ্ধতায় ভরিয়ে তোলেন অতিথি শিল্পী মৌমিতা মান্না। মেদিনীপুর শহরের দুই প্রখ্যাত নৃত্য শিক্ষার প্রতিষ্ঠান ‘শেষাদ্রী ডান্স একাডেমি’ ও ‘লাস্য ডান্স একাডেমি’ পরিবেশন করে অনবদ্য কোলাজে ধ্রুপদী নৃত্য-আলেখ্য। সমগ্র অনুষ্ঠান শ্রুতিনন্দন সঞ্চালনায় আবিষ্ট করেছিলেন বিদ্যালয়ের শিক্ষিকা অনন্যা পান্ডে। সবশেষে সমবেত জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি সূচিত হয়। পশ্চিমবঙ্গ সরকারের কোভিড প্রটোকল মেনে আগাগোড়া সমগ্র অনুষ্ঠান সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন বিদ্যালয়ের ‘রাষ্ট্রপতি পুরস্কার’ ও ‘শিক্ষারত্ন’ সম্মানে ভূষিত প্রধান শিক্ষক ড. বিবেকানন্দ চক্রবর্তী।

মেদিনীপুর টাউন স্কুল :

সঙ্গীত পরিবেশনে শিক্ষিকারা:

News Desk

Recent Posts

Ghatal Flood: নদীতেই ‘রোপওয়ে’? চন্দ্রকোনায় জীবনের ঝুঁকি নিয়ে পড়ুয়াদের যাতায়াত; প্লাবিত ঘাটালে তলিয়ে মৃত্যু এক ব্যক্তির

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ আগস্ট: বানভাসি ঘাটালের দুর্যোগের নানা চিত্র! কোথাও সেতু…

2 hours ago

Midnapore: স্ত্রী-র পরকীয়া ধরে ফেলেছিলেন, ভাতের সাথে বিষ মিশিয়ে পুরো পরিবারকেই খুনের ছক, মৃত্যু স্বামীর; সিনেমাকেও হার মানাবে ডেবরার ঘটনা

শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: স্ত্রী-র পরকীয়ার বলি স্বামী! মৃত স্বামীর নাম বুদ্ধদেব দোলাই…

2 days ago

Medinipur: গড়বেতার নির্জন এলাকায় রেললাইনে হঠাৎ বিকট ‘শব্দ’, থমকালো রাজধানী! নমুনা সংগ্রহের পর ফরেন্সিক দল যা জানাল…

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: শিলাবতী নদীর উপর রেলওয়ে ব্রিজ। তার উপরই…

4 days ago

Midnapore: একদিকে চন্দ্রযান, অন্যদিকে হরিনাম; শিক্ষা-সংস্কৃতি-বিজ্ঞান-ক্রীড়া ও পরিবেশের অভূতপূর্ব মেলবন্ধন বিদ্যাসাগর শিশু নিকেতনের বার্ষিক প্রদর্শনীতে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: আধুনিক যুগের বিজ্ঞান থেকে সনাতন সংস্কৃতি, যোগব্যয়াম-খেলাধুলার…

5 days ago

Kharagpur: নতুন কারখানায় কাজ শুরু করবে রশ্মি মেটালিক্স, বাধা সৃষ্টি হলে পুলিশের পদক্ষেপ; নির্দেশ আদালতের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: নতুন কারখানায় অবিলম্বে কাজ শুরু করতে পারবেন…

6 days ago

Midnapore: মেদিনীপুরের একটি বুথেই ৪৯ জন ‘মৃত’ ভোটার, মৃত্যুর ৭ বছর পরও বাদ পড়েনি নাম! প্রশাসনের ঘাড়েই দায় চাপালেন BLO

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ আগস্ট: SIR-এর নিয়ে ইতিমধ্যেই রাজ্য-রাজনীতি উত্তাল। এই ইস্যুতে…

6 days ago