Corona Update

Corona Update: পশ্চিম মেদিনীপুরে আছড়ে পড়ল তৃতীয় ঢেউ! মেদিনীপুরে ৩৮, রেলে ১৬, শালবনীতে ৫ সহ জেলায় আক্রান্ত ৮৩, ফিরছে কনটেনমেন্ট জোন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ জানুয়ারি: গোটা দেশ আর রাজ্যের পর এবার পশ্চিম মেদিনীপুর জেলাতেও আছড়ে পড়লো করোনার তৃতীয় ঢেউ! গত চব্বিশ ঘণ্টায় ভয়াবহ সংক্রমণ দেখা দিয়েছে জেলা জুড়ে। এক ধাক্কায় করোনা আক্রান্ত হয়েছেন ৮৩ জন। খড়্গপুর আইআইটি’র মাত্র ১ জন সংক্রমিত এই তালিকায় আছেন! বাকি ৮২ জনের মধ্যে খড়্গপুর শহরের রেল সূত্রে ১৬ জন। এছাড়াও, রেল শহরে আরও ৩ জন এবং খড়্গপুর গ্রামীণে ১ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। ৩৮ জন করোনা সংক্রমিত হয়েছেন মেদিনীপুর শহর আর গ্রামীণ মিলিয়ে। গ্রামীণের গুড়গুড়িপাল ও গোলাপীচকের ১ জন করে বাদ দিলে ৩৬ জনই মেদিনীপুর শহরের বাসিন্দা বলে জানা গেছে। এর মধ্যে, SBI Bank এর স্টাফ আছেন ৪ জন। অন্যদিকে, মেডিক্যাল কলেজ সূত্রে আরও ৩ জনের রিপোর্ট পজিটিভ এসেছে।

পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য ভবন :

অপরদিকে, শালবনীর কোবরা বাহিনী সহ মোট ৫ জনের রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানা গেছে জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে। এছাড়াও, ঘাটাল মহকুমায় ১১ জন আক্রান্ত হয়েছেন। অন্যদিকে, গোয়ালতোড়ে ২, গড়বেতা, পিংলা ও নারায়ণগড়ে (চাতুরিভাড়া) ১ জন করে সংক্রমিত হয়েছেন গত চব্বিশ ঘণ্টায়। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ ভুবন চন্দ্র হাঁসদা যদিও জানিয়েছেন, “টেস্ট বাড়ানো হয়েছে। সংক্রমণ বাড়বে বলেই অনুমান করা হয়েছিল। তবে, বেশিরভাগ জনই উপসর্গহীন। পর্যাপ্ত শয্যা আছে হাসপাতালগুলোতে। শালবনী, ডেবরা, ঘাটাল, খড়্গপুর পুনরায় শুরু করা হচ্ছে”। অপরদিকে, জেলা প্রশাসনের একটি সূত্রে জানা গেছে, আজ অথবা আগামীকাল থেকেই মাইক্রো কনটেনমেন্ট জোন ফিরতে চলেছে জেলায়। এলাকায় ৫ জন আক্রান্ত হলেই, কনটেনমেন্ট জোন করা হবে বলে জানা গেছে। সবমিলিয়ে তৃতীয় ঢেউয়ের মোকাবিলায় তৎপরতা শুরু হয়ে গেল জেলাজুড়ে!

ফিরতে চলেছে কনটেনমেন্ট জোন (ছবি- ফাইল ছবি, মেদিনীপুর শহর, নিজস্ব ও প্রতীকী)

News Desk

Recent Posts

Midnapore: মহুয়া, অরোরার পর স্তব্ধ হলো হরির পথচলা! একমাত্র সিনেমা হল হারিয়ে হতাশ মেদিনীপুরবাসী, আশ্বাস সাংসদ জুনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ১৭ অক্টোবর: জেলা শহর মেদিনীপুরের 'সবেধন নীলমণি' সিনেমা হল ছিল…

2 days ago

Midnapore: হাঁটলেন সেলিম-সূর্যরা, সামনের সারিতে ‘শিষ্য’ সুশান্তও; দীপকের ‘দেহদান’ মেদিনীপুর মেডিক্যালে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ অক্টোবর: দলীয় রাজনীতিতে দীপক সরকারের অনুগামী হিসেবেই পরিচিত…

4 days ago

Midnapore: প্রয়াত সিপিআইএম-এর প্রাক্তন জেলা সম্পাদক দীপক সরকার! স্পোর্টস কমপ্লেক্স থেকে মেডিক্যাল কলেজ, মেদিনীপুরের জন্য অবদান অনেক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ অক্টোবর: প্রয়াত হলেন সিপিআই(এম)-এর পশ্চিম মেদিনীপুর জেলার প্রাক্তন…

5 days ago

Midnapore: চিকিৎসার গাফিলতিতে ৯ মাসের অন্তঃসত্ত্বার মৃত্যু মেদিনীপুর মেডিক্যালে! তদন্ত-কমিটির মুখোমুখি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ অক্টোবর: সোমবার ভোরে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের…

5 days ago

Midnapore: ‘স্থগিত’ করা হলো মুখ্যমন্ত্রীর কারখানা উদ্বোধনের অনুষ্ঠান; কারণ নিয়ে ধোঁয়াশা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ অক্টোবর: খড়্গপুর গ্রামীণের বিদ্যাসাগর শিল্পতালুক সংলগ্ন এলাকায় (জাতীয়…

2 weeks ago

Uttarbanga: উত্তরবঙ্গের বন্যাকবলিত এলাকায় গিয়ে আক্রান্ত বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, নাগরাকাটা, ৬ অক্টোবর: বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে গিয়ে আক্রান্ত বিজেপি সাংসদ খগেন…

2 weeks ago