thebengalpost.net
ফিরতে চলেছে কনটেনমেন্ট জোন (ছবি- ফাইল ছবি, মেদিনীপুর শহর, নিজস্ব ও প্রতীকী)

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ জানুয়ারি: গোটা দেশ আর রাজ্যের পর এবার পশ্চিম মেদিনীপুর জেলাতেও আছড়ে পড়লো করোনার তৃতীয় ঢেউ! গত চব্বিশ ঘণ্টায় ভয়াবহ সংক্রমণ দেখা দিয়েছে জেলা জুড়ে। এক ধাক্কায় করোনা আক্রান্ত হয়েছেন ৮৩ জন। খড়্গপুর আইআইটি’র মাত্র ১ জন সংক্রমিত এই তালিকায় আছেন! বাকি ৮২ জনের মধ্যে খড়্গপুর শহরের রেল সূত্রে ১৬ জন। এছাড়াও, রেল শহরে আরও ৩ জন এবং খড়্গপুর গ্রামীণে ১ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। ৩৮ জন করোনা সংক্রমিত হয়েছেন মেদিনীপুর শহর আর গ্রামীণ মিলিয়ে। গ্রামীণের গুড়গুড়িপাল ও গোলাপীচকের ১ জন করে বাদ দিলে ৩৬ জনই মেদিনীপুর শহরের বাসিন্দা বলে জানা গেছে। এর মধ্যে, SBI Bank এর স্টাফ আছেন ৪ জন। অন্যদিকে, মেডিক্যাল কলেজ সূত্রে আরও ৩ জনের রিপোর্ট পজিটিভ এসেছে।

thebengalpost.net
পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য ভবন :

অপরদিকে, শালবনীর কোবরা বাহিনী সহ মোট ৫ জনের রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানা গেছে জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে। এছাড়াও, ঘাটাল মহকুমায় ১১ জন আক্রান্ত হয়েছেন। অন্যদিকে, গোয়ালতোড়ে ২, গড়বেতা, পিংলা ও নারায়ণগড়ে (চাতুরিভাড়া) ১ জন করে সংক্রমিত হয়েছেন গত চব্বিশ ঘণ্টায়। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ ভুবন চন্দ্র হাঁসদা যদিও জানিয়েছেন, “টেস্ট বাড়ানো হয়েছে। সংক্রমণ বাড়বে বলেই অনুমান করা হয়েছিল। তবে, বেশিরভাগ জনই উপসর্গহীন। পর্যাপ্ত শয্যা আছে হাসপাতালগুলোতে। শালবনী, ডেবরা, ঘাটাল, খড়্গপুর পুনরায় শুরু করা হচ্ছে”। অপরদিকে, জেলা প্রশাসনের একটি সূত্রে জানা গেছে, আজ অথবা আগামীকাল থেকেই মাইক্রো কনটেনমেন্ট জোন ফিরতে চলেছে জেলায়। এলাকায় ৫ জন আক্রান্ত হলেই, কনটেনমেন্ট জোন করা হবে বলে জানা গেছে। সবমিলিয়ে তৃতীয় ঢেউয়ের মোকাবিলায় তৎপরতা শুরু হয়ে গেল জেলাজুড়ে!

thebengalpost.net
ফিরতে চলেছে কনটেনমেন্ট জোন (ছবি- ফাইল ছবি, মেদিনীপুর শহর, নিজস্ব ও প্রতীকী)