শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ২৬ জুলাই: বর্ণাঢ্য শোভাযাত্রা এবং বিভিন্ন জ্ঞানীগুণী ব্যক্তিদের উপস্থিতিতে ‘স্বশাসিত’ (Autonomous) মহাবিদ্যালয় হিসেবে পথ চলা শুরু করল পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানা শহীদ ক্ষুদিরাম স্মৃতি মহাবিদ্যালয় (Debra Thana Sahid Kshudiram Smriti Mahavidyalaya)। শুক্রবার (২৬ জুলাই) থেকে নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরুর আগে তাই বৃহস্পতিবার (২৫ জুলাই) একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়। উল্লেখ্য যে, আট মাস আগেই (নভেম্বর, ২০২৩) বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের (Vidyasagar University) অধীনে থাকা ডেবরা কলেজকে ‘স্বশাসিত’ (Autonomous) কলেজের মর্যাদা প্রদান করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (UGC)। তবে, ২০২৪-‘২৫ শিক্ষাবর্ষ অর্থাৎ বর্তমান শিক্ষাবর্ষ থেকেই স্বশাসিত মহাবিদ্যালয় (Autonomous College) হিসেবে পঠন-পাঠন শুরু হবে ডেবরা কলেজে।
এই উপলক্ষে বৃহস্পতিবার (২৫ জুলাই) ডেবরা শহীদ ক্ষুদিরাম স্মৃতি মহাবিদ্যালয়ে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন শিক্ষাবর্ষের আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যের জলসম্পদ উন্নয়ন মন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়া। এছাড়াও উপস্থিত ছিলেন, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সুশান্ত কুমার চক্রবর্তী, কলেজের অধ্যক্ষা রুপা দাশগুপ্ত, বিধানচন্দ্র কৃষি বিদ্যালয়ের ডিন তথা ডেবরা শহীদ ক্ষুদিরাম স্মৃতি মহাবিদ্যালয়ের পরিচালন সমিতির (গভর্নিং বডির) চেয়ারপার্সন শঙ্কর আচার্য্য, ডেবরার বিধায়ক তথা পরিচালন সমিতির সদস্য ড. হুমায়ুন কবীর সহ অন্যান্য অধ্যাপক-অধ্যাপিকা সহ বিশিষ্টজনেরা। প্রসঙ্গত উল্লেখ্য, ২০০৬ সালে পথ চলা শুরু করেছিল পশ্চিম মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধীন ডেবরা শহীদ ক্ষুদিরাম স্মৃতি মহাবিদ্যালয়। ২০২২ সালে, কলেজের মাত্র ১৬ বছর বয়সে NAAC ( National Assessment and Accreditation Council)- প্রদত্ত ‘এ’ গ্রেড (A Grade) স্বীকৃতি লাভ করে প্রত্যন্ত এলাকার এই কলেজটি। এরপর, গত বছর (২০২৩) নভেম্বর মাসে ‘স্বশাসিত’ (Autonomous) কলেজের মর্যাদা লাভ করে ডেবরা থানা শহীদ ক্ষুদিরাম স্মৃতি মহাবিদ্যালয়। অবিভক্ত মেদিনীপুর তথা রাজ্যের মধ্যে প্রথম কোন মহাবিদ্যালয় প্রতিষ্ঠা লাভের পর এত অল্প সময়ে ‘স্বশাসিত’ কলেজের মর্যাদা লাভ করে বলে জানা যায়। এ প্রসঙ্গে এও উল্লেখ্য যে, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের (Vidyasagar University) অধীন মেদিনীপুর কলেজ, রাজা নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয় এবং পাঁশকুড়া বনমালী কলেজ স্বশাসিত বা অটোনমাস (Autonomous) কলেজের স্বীকৃতি লাভ করেছে আগেই। ‘সর্বকনিষ্ঠ’ হিসেবে তালিকায় সংযোজিত হল ডেবরা থানা শহীদ ক্ষুদিরাম স্মৃতি মহাবিদ্যালয়।
বৃহস্পতিবার ডেবরা কলেজের অধ্যক্ষা (Principal) রুপা দাশগুপ্ত বলেন, “২০০৬ সালে কলেজ প্রতিষ্ঠিত হয়েছ। অল্প কয়েক বছরের মধ্যেই কলেজের এই সাফল্যে আমরা গর্বিত! এই কলেজের অধ্যক্ষা হিসেবে আমি সবসময় চেয়েছি কলেজের সার্বিক মানোন্নয়নের বিষয়ে। পঠন-পাঠন থেকে শুরু করে পরিকাঠামো, সৌন্দর্যায়ন, ছাত্র-ছাত্রীদের শৃঙ্খলা, বহুমুখী প্রতিভার বিকাশ- প্রভৃতি বিষয়ের উপর ধারাবাহিকভাবে গুরুত্ব দেওয়ার ফলেই আমরা প্রত্যন্ত এই এলাকায় থেকেও এই স্বীকৃতি লাভ করতে পেরেছি। কলেজের অধ্যাপক-অধ্যাপিকা, শিক্ষাকর্মী সহ পরিচালন সমিতির প্রত্যেক সদস্যের ঐকান্তিক প্রচেষ্টা ও পরিশ্রমের জন্যই এটা সম্ভব হয়েছে। আগামীদিনে আরও উন্নতি তথা এগিয়ে চলাই আমাদের একমাত্র লক্ষ্য।”
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ১৭ অক্টোবর: জেলা শহর মেদিনীপুরের 'সবেধন নীলমণি' সিনেমা হল ছিল…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ অক্টোবর: দলীয় রাজনীতিতে দীপক সরকারের অনুগামী হিসেবেই পরিচিত…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ অক্টোবর: প্রয়াত হলেন সিপিআই(এম)-এর পশ্চিম মেদিনীপুর জেলার প্রাক্তন…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ অক্টোবর: সোমবার ভোরে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ অক্টোবর: খড়্গপুর গ্রামীণের বিদ্যাসাগর শিল্পতালুক সংলগ্ন এলাকায় (জাতীয়…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, নাগরাকাটা, ৬ অক্টোবর: বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে গিয়ে আক্রান্ত বিজেপি সাংসদ খগেন…