Education

Midnapore: মাথায় হাত বিচারকের! পশ্চিম মেদিনীপুরের দু’টি স্কুলে ‘ভুয়ো’ নিয়োগ মামলায় চাপেশ্বর সর্দারের জামিন নাকচ, পুনরায় জেল হেফাজতের নির্দেশ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ জুন: খ্রিস্টান সার্ভিস সোসাইটি পরিচালিত পশ্চিম মেদিনীপুরের শালবনী ব্লকের ভীমপুর সাঁওতাল উচ্চ বিদ্যালয় এবং ভীমপুর এবিএম গার্লস হাই স্কুলে অবৈধ উপায়ে বা বেআইনিভাবে ২৪ জন শিক্ষক-শিক্ষাকর্মী নিয়োগের মামলায় ধৃত (৩০ এপ্রিল, ২০২৪) ও জেল হেফাজতে থাকা পশ্চিম মেদিনীপুরের প্রাক্তন DI (প্রাক্তন জেলা বিদ্যালয় পরিদর্শক) চাপেশ্বর সর্দার-কে শুক্রবার (২১ জুন) ফের মেদিনীপুর জেলা আদালতে তোলা হয় শালবনী থানার তরফে। যথারীতি তাঁর আইনজীবী জামিনের আবেদন করেন। তবে, লক্ষ লক্ষ টাকার বিনিময়ে ভুয়ো শিক্ষক-শিক্ষাকর্মী নিয়োগের এই মামলায় জেলা আদালতের বিচারক উদয় রানা তাঁর জামিন নাকচ (বা, নামঞ্জুর) করে পুনরায় ১৪ দিনের জেল হেফাজতে পাঠান।

চাপেশ্বর সর্দার (মেদিনীপুর আদালতে গত ২ মে):

একইসঙ্গে এদিনের শুনানিতে সরকারি আইনজীবী শঙ্কর প্রসাদ বাগচী বিচারকের সামনে তুলে ধরেন, অন্তত ২০টি উপায়ে দুর্নীতি করে কোটি কোটি টাকা লুটেছেন খ্রিস্টান সার্ভিস সোসাইটির ক্ষমতাসীন গোষ্ঠীর প্রলয় কুমার শিট, প্রভঞ্জন শিট (প্রলয় কুমার শিটের বাবা চুরুট নামে পরিচিত), ড্যানিয়েল দাস, মধ্যস্থতাকারী (দালাল) সঞ্জীব মাইতি, প্রাক্তন ডিআই চাপেশ্বর সর্দার সহ ডিআই অফিসের (পশ্চিম মেদিনীপুর জেলা শিক্ষা ভবনের) বেশ কিছু অসাধু কর্মী ও আধিকারিকরা। ভুয়ো অ্যাপ্রুভাল থেকে ভুয়ো রেজিস্টার তৈরী, ডিআই অফিসের i-OSMS পাসওয়ার্ড চুরি করে বেতন দেওয়া প্রভৃতি বিষয় তুলে ধরা হয় শুক্রবারের শুনানিতে। প্রায় ৩ কোটি টাকার ‘অবৈধ’ আর্থিক লেনদেন (Money laundering)-র বিষয়ও উঠে আসে সরকারি আইনজীবীর সওয়ালে। সব শুনে রীতিমত ‘মাথায় হাত’ পড়ে যায় বিচারকের! তিনি এই মামলার মূল অভিযুক্তদের (‘মেন কালপ্রিট’) বিষয়ে জানতে চাইলে, চাপেশ্বর সর্দারের আইনজীবী এবং সরকারি আইনজীবী উভয়ই বলেন, তাঁরা হাইকোর্ট থেকে ‘রক্ষাকবচ’ নিয়ে রেখেছেন! এই বিষয়ে বিচারক পরবর্তী পদক্ষেপ করার নির্দেশ দেন। একইসঙ্গে চাপেশ্বর সর্দার-কে চরম ভর্ৎসনা করেন এবং পুনরায় জেল হেফাজতের নির্দেশ দেন।

প্রসঙ্গত, ২০২৩ সালের ডিসেম্বর মাসে পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের খামারচক হাই স্কুলে ‘ভুয়ো’ জাতিগত শংসাপত্রের ভিত্তিতে তথা সম্পূর্ণ বেআইনিভাবে একজন কম্পিউটার শিক্ষক নিয়োগের অভিযোগে সেইসময় (২০১৮ সালে) ডিআই পদে থাকা চাপেশ্বর সর্দার-কে গ্রেফতার করেছিল সিআইডি (CID)। এরপর, গত ৩০ এপ্রিল (২০২৪) পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের ভীমপুরে অবস্থিত ভীমপুর সাঁওতাল উচ্চ বিদ্যালয় এবং ভীমপুর এবিএম গার্লস হাই স্কুলে ‘অবৈধভাবে’ প্রায় ২৪ জন শিক্ষক-শিক্ষাকর্মী নিয়োগের ঘটনায় (‘ভুয়ো’ নিয়োগে অ্যাপ্রুভাল বা অনুমোদন দেওয়ার অভিযোগে) তাঁকে গ্রেফতার (সোন অ্যারেস্ট/Shown Arrest) করল শালবনী থানা তথা পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ।

News Desk

Recent Posts

Midnapore: মহুয়া, অরোরার পর স্তব্ধ হলো হরির পথচলা! একমাত্র সিনেমা হল হারিয়ে হতাশ মেদিনীপুরবাসী, আশ্বাস সাংসদ জুনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ১৭ অক্টোবর: জেলা শহর মেদিনীপুরের 'সবেধন নীলমণি' সিনেমা হল ছিল…

2 days ago

Midnapore: হাঁটলেন সেলিম-সূর্যরা, সামনের সারিতে ‘শিষ্য’ সুশান্তও; দীপকের ‘দেহদান’ মেদিনীপুর মেডিক্যালে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ অক্টোবর: দলীয় রাজনীতিতে দীপক সরকারের অনুগামী হিসেবেই পরিচিত…

5 days ago

Midnapore: প্রয়াত সিপিআইএম-এর প্রাক্তন জেলা সম্পাদক দীপক সরকার! স্পোর্টস কমপ্লেক্স থেকে মেডিক্যাল কলেজ, মেদিনীপুরের জন্য অবদান অনেক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ অক্টোবর: প্রয়াত হলেন সিপিআই(এম)-এর পশ্চিম মেদিনীপুর জেলার প্রাক্তন…

5 days ago

Midnapore: চিকিৎসার গাফিলতিতে ৯ মাসের অন্তঃসত্ত্বার মৃত্যু মেদিনীপুর মেডিক্যালে! তদন্ত-কমিটির মুখোমুখি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ অক্টোবর: সোমবার ভোরে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের…

6 days ago

Midnapore: ‘স্থগিত’ করা হলো মুখ্যমন্ত্রীর কারখানা উদ্বোধনের অনুষ্ঠান; কারণ নিয়ে ধোঁয়াশা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ অক্টোবর: খড়্গপুর গ্রামীণের বিদ্যাসাগর শিল্পতালুক সংলগ্ন এলাকায় (জাতীয়…

2 weeks ago

Uttarbanga: উত্তরবঙ্গের বন্যাকবলিত এলাকায় গিয়ে আক্রান্ত বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, নাগরাকাটা, ৬ অক্টোবর: বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে গিয়ে আক্রান্ত বিজেপি সাংসদ খগেন…

2 weeks ago