Vidyasagar University

Vidyasagar University: “সাঁওতাল, ভূমিজ, লোধা জিনগতভাবে পরস্পরের কাছাকাছি!” উঠে এল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের বিশেষ বক্তৃতায়

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ জুন: আদিবাসী জনসমাজের জিনগত প্রেক্ষাপট উঠে এল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের (Vidyasagar University) বিশেষ বক্তৃতায়। শুক্রবার (২১ জুন) দুপুরে জেলা শহর মেদিনীপুরের উপকন্ঠে অবস্থিত বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের আদিবাসী চর্চাকেন্দ্র ও মিউজিয়াম (Centre for Adivasi Studies and Museum)-র উদ্যোগে এই ‘বিশেষ বক্তৃতা’-র আয়োজন করা হয়। বিভিন্ন আদিবাসী গোষ্ঠীগুলির মধ্যে জিনগত সম্পর্কের বিষয়ও উঠে আসে এদিনের এই বিশেষ বক্তৃতায়। জৈবিক ও জিনগত প্রেক্ষিতে ভারতের আদিবাসী জনগোষ্ঠী সম্পর্কে আলোচনা করেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের (University of Calcutta) নৃবিজ্ঞান (Anthropology) বিভাগের সহকারী অধ্যাপক শুভেন্দু মাজি।

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে বিশেষ বক্তৃতা :

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের (Vidyasagar University) নৃবিজ্ঞান (Anthropology) বিভাগের অধ্যাপক তথা আদিবাসী চর্চাকেন্দ্র ও মিউজিয়ামের অধিকর্তা (Director) অধ্যাপক সুমহান বন্দ্যোপাধ্যায় বলেন, “এতদিন ভারতের আদিবাসী জনগোষ্ঠীকে ঔপনিবেশিক দৃষ্টিতে আমরা দেখে এসেছি। এই জাতিতত্ত্ব অস্ট্রালয়েড, নিগ্রোয়েড ইত্যাদি বর্গ-বিভাজন আমাদের চিনিয়েছে। কিন্তু, আধুনিক জিনবিদ্যার প্রেক্ষিতে এই শ্রেণিবিভাজন কতটা খাটে? বিভিন্ন আদিবাসী গোষ্ঠীগুলির মধ্যে জিনগত সম্পর্কই বা কী? এই সমস্ত বিষয়ই উঠে এসেছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের বিশেষ বক্তৃতায়।” এদিন, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সুশান্ত কুমার চক্রবর্তী অনুষ্ঠানের উদ্বোধন করেন। উদ্বোধনী ভাষণে উপাচার্য বলেন, “ভারত এক বৈচিত্র্যময় দেশ। এই বৈচিত্র্যকে বোঝার জন্য যে অনুসন্ধান চলছে, জনগোষ্ঠীগুলিকে মলিকিউলার জেনেটিক্সের প্রেক্ষিতে দেখা, তার মধ্যে অন্যতম।” বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের আদিবাসী চর্চাকেন্দ্র ও মিউজিয়াম এই বিষয়ে যে উদ্যোগ নিয়েছে তাকে সাধুবাদ জানান উপাচার্য।

বিশেষ বক্তৃতায় অধ্যাপক শুভেন্দু মাজি মূলত পূর্ব ভারতের আদিবাসী গোষ্ঠীগুলির আগমন, বিস্তার, বিভাজন ও ঐক্যের বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, “এ পর্যন্ত গবেষণার ফলস্বরূপ যা জানা যায়, তার ভিত্তিতে বলা যেতে পারে পূর্ব ভারতের সাঁওতাল জনগোষ্ঠীর সঙ্গে জিনগতভাবে সবচেয়ে বেশি মিল বিরহোড়দের। আবার সাঁওতাল, ভূমিজ, লোধা জিনগতভাবে পরস্পরের কাছাকাছি। মোটামুটিভাবে ৩৮৪৬ বছর আগে এই সকল জনগোষ্ঠীগুলি স্বতন্ত্র হতে শুরু করে এবং দক্ষিণ মুন্ডাদের সাথে দক্ষিণ-এশীয় জনগোষ্ঠীগুলির উপাদানের মিল লক্ষ করা যায়। মুন্ডা শাখা (অস্ট্রো এশিয়াটিক) প্রায় ৭০০০ বছর আগে ২ ভাগে বিভক্ত হয়ে যায়।” তিনি আরও বলেন, “ভাষাগত ও ভৌগোলিক নৈকট্য এবং পারস্পরিক জিনগত ঘনিষ্ঠতার মধ্যে সমানুপাতিক সম্পর্ক দেখা যায় পূর্ব-ভারতের আদিবাসীদের মধ্যে।” অনুষ্ঠানে স্বতন্ত্র ভাষণ দেন আদিবাসী চর্চাকেন্দ্র ও মিউজিয়ামের অধিকর্তা অধ্যাপক সুমহান বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানে সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের কলা ও বাণিজ্য অনুষদের ভারপ্রাপ্ত অধ্যক্ষ (ডিন অফ আর্টস) অধ্যাপক অরিন্দম গুপ্ত। বিশেষ অতিথির আসন অলংকৃত করেন বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত অধ্যক্ষ (ডিন অফ সায়েন্স) অধ্যাপক দেবীদাস ঘোষ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নৃবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক কৌশিক শঙ্কর বসু। ড. ইয়াসিন খানের ধন্যবাদ জ্ঞাপনের মধ্যে দিয়ে এদিনের এই অনুষ্ঠান শেষ হয়।

অধ্যাপক শুভেন্দু মাজি:

News Desk

Recent Posts

Midnapore: মহুয়া, অরোরার পর স্তব্ধ হলো হরির পথচলা! একমাত্র সিনেমা হল হারিয়ে হতাশ মেদিনীপুরবাসী, আশ্বাস সাংসদ জুনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ১৭ অক্টোবর: জেলা শহর মেদিনীপুরের 'সবেধন নীলমণি' সিনেমা হল ছিল…

2 days ago

Midnapore: হাঁটলেন সেলিম-সূর্যরা, সামনের সারিতে ‘শিষ্য’ সুশান্তও; দীপকের ‘দেহদান’ মেদিনীপুর মেডিক্যালে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ অক্টোবর: দলীয় রাজনীতিতে দীপক সরকারের অনুগামী হিসেবেই পরিচিত…

4 days ago

Midnapore: প্রয়াত সিপিআইএম-এর প্রাক্তন জেলা সম্পাদক দীপক সরকার! স্পোর্টস কমপ্লেক্স থেকে মেডিক্যাল কলেজ, মেদিনীপুরের জন্য অবদান অনেক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ অক্টোবর: প্রয়াত হলেন সিপিআই(এম)-এর পশ্চিম মেদিনীপুর জেলার প্রাক্তন…

5 days ago

Midnapore: চিকিৎসার গাফিলতিতে ৯ মাসের অন্তঃসত্ত্বার মৃত্যু মেদিনীপুর মেডিক্যালে! তদন্ত-কমিটির মুখোমুখি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ অক্টোবর: সোমবার ভোরে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের…

5 days ago

Midnapore: ‘স্থগিত’ করা হলো মুখ্যমন্ত্রীর কারখানা উদ্বোধনের অনুষ্ঠান; কারণ নিয়ে ধোঁয়াশা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ অক্টোবর: খড়্গপুর গ্রামীণের বিদ্যাসাগর শিল্পতালুক সংলগ্ন এলাকায় (জাতীয়…

2 weeks ago

Uttarbanga: উত্তরবঙ্গের বন্যাকবলিত এলাকায় গিয়ে আক্রান্ত বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, নাগরাকাটা, ৬ অক্টোবর: বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে গিয়ে আক্রান্ত বিজেপি সাংসদ খগেন…

2 weeks ago