Education

Paschim Medinipur: বাবা ক্যান্সার আক্রান্ত; HS-এ ৯২ শতাংশ আর স্নাতকে ৭৬ শতাংশ নম্বর নিয়েও সুব্রত’র উচ্চ শিক্ষার স্বপ্ন-দীপ নিভে যাওয়ার পথে

শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ২৮ আগস্ট: উচ্চ মাধ্যমিকে ৯২ শতাংশ নম্বর পেয়ে, রহড়া রামকৃষ্ণ মিশনের অধীন রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টেনারি কলেজে (Ramakrishna Mission Vivekananda Centenary College, Rahara) পদার্থবিদ্যা (Physics) বিষয় নিয়ে ভর্তি হয়েছিল পশ্চিম মেদিনীপুর জেলার সবং- এর মেধাবী সন্তান সুব্রত ভূঁইয়া। ৭৬ শতাংশ নম্বর নিয়ে স্নাতক উত্তীর্ণও হয়েছে সে। স্বপ্ন প্রিয় বিষয় নিয়ে মাস্টার্স বা M.Sc করার। তবে, মেধাবী সুব্রত-র স্বপ্ন পূরণে বাধা হয়ে দাঁড়িয়েছে বাবার শারীরিক অবস্থা! সম্প্রতি, ক্যান্সার ধরা পড়েছে সুব্রত-র বাবার। তাই, সংসারের সমস্ত দায়ভার এসে পড়েছে সুব্রত-র উপর। বাবা-মা, বিশেষ ভাবে সক্ষম দাদা ছাড়াও বাড়িতে আছেন অসুস্থ ঠাকুমা। এই পরিস্থিতিতে সুব্রত ও তার পরিবার এক ভয়াবহ প্রতিকূলতার সম্মুখীন। তবে কি অচিরেই শেষ হয়ে যাবে সুব্রত-র উচ্চ শিক্ষার স্বপ্ন? এই প্রশ্নটাই এখন ঘোরাঘুরি করছে সবংয়ের রুইনান গ্রামে।

অসহায় পরিবার :

প্রসঙ্গত, ২০২০ সালে সবংয়ের বেনেদীঘি জনকল্যাণ হাই স্কুল থেকে ৯২ শতাংশ নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করে সুব্রত। তারপর সুযোগ হয় রহড়া রামকৃষ্ণ মিশনের অধীন বিখ্যাত কলেজে (রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টেনারি কলেজে)। পরিবারের আর্থিক অনটনের মধ্যেও সেখান থেকে ৭৬ শতাংশ নম্বর নিয়ে চলতি বছরই B.Sc পাস করে সুব্রত। এরপর, ফিজিক্স (Physics) নিয়ে M.Sc করার স্বপ্ন দেখতে থাকে সুব্রত। কিন্তু, বাধা হয়ে দাঁড়ায় নিয়তির নিষ্ঠুর পরিহাস! ৪ মাস আগেই মারণ রোগ (ক্যান্সার) বাসা বাঁধে বাবার শরীরে। চিকিৎসার খরচ অনেক। স্বাস্থ্যসাথীতে ভুবনেশ্বর AIIMS- এ চিকিৎসা হচ্ছেনা! বিনে পয়সায় চিকিৎসার জন্য লাগবে ভারত সরকারের ‘আয়ুষ্মান ভারত’ কার্ড। তা না থাকায় খরচ সামলাতে হিমশিম খাচ্ছে অসহায় পরিবার।

বাড়িতে বাবা-মা, দাদা ও ঠাকুমা-কে নিয়ে সংসার। দাদা আবার প্রতিবন্ধী। ঠাকুমার অনেক বয়স। বাবা-মা’রও বয়স হয়েছে। সুব্রত জানায়, “একসময় সততার সঙ্গে বিভিন্ন ধরনের কাজ করে বাবা সংসার চালিয়েছেন। এখন পুরো সংসারের দায়িত্ব এসে পড়েছে আমার উপর। তাই, M.Sc-র প্রবেশিকা পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার সুযোগ পাইনি। বাবাকে ওষুধটাও আমাকেই খাইয়ে দিতে হয়। অবসরে কিছু টিউশন শুরু করেছি। ইচ্ছে আছে পরের বছর M.Sc করার।” পরিস্থিতির চাপে নিজের ‘স্বপ্ন’-কে এখন তাই বাস্তবের কাছে বন্ধক দিতে হয়েছে এই মেধাবী পড়ুয়াকে! যদি কোন সহৃদয় ব্যাক্তি বা সংস্থা বা সরকারের তরফে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়, তবেই হয়তো সুব্রত-র ‘স্বপ্ন-দীপ’ ফের জ্বলে উঠতে পারে! সুব্রত ও তার পরিবারের তরফেও সেই আবেদনই জানানো হয়েছে। (সুব্রত এবং তার পরিবারকে সাহায্য করতে চাইলে যোগাযোগ করুন- 8388995948 নম্বরে।)

সুব্রত ভূঁইয়া:

News Desk

Recent Posts

Midnapore: হস্তি শাবকের মৃত্যু মেদিনীপুর বনবিভাগে, শোকে মুহ্যমান জঙ্গলমহলবাসী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৮ আগস্ট: সাতসকালেই দুঃসংবাদ! হস্তি শাবকের মৃত্যু হলো মেদিনীপুর…

1 day ago

Midnapore: শালবনীর পিড়াকাটাতে রাজ্য সড়ক যেন মরণ-ফাঁদ! আশ্বাস প্রশাসনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ আগস্ট: রাস্তা নয় ঠিক যেন মরণ-ফাঁদ। প্রায় প্রতিদিন…

3 days ago

National Teacher: পশ্চিম মেদিনীপুরের এই স্কুলে আছে ব্যাঙ্ক, হাসপাতাল, স্মার্ট ক্লাসরুম; ভারপ্রাপ্ত শিক্ষিকা পাচ্ছেন ‘জাতীয় শিক্ষক পুরস্কার’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ আগস্ট: পশ্চিম মেদিনীপুরের সরকার পোষিত এই প্রাথমিক বিদ্যালয়ে…

3 days ago

WBJEE: জয়েন্টে সফল তিন কৃতী ভর্তি হয়েছেন স্বপ্নের ডেস্টিনেশন IIT খড়্গপুরে! জেনে নিন তাঁদের সম্বন্ধে…

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ আগস্ট: শুক্রবার প্রকাশিত রাজ্য জয়েন্টের মেধাতালিকায় জায়গা করে…

7 days ago

Kharagpur: বিদেশের মাটিতে ক্রীড়াক্ষেত্রে সাফল্য বাংলার শিল্পদ্যোগীর, উচ্ছ্বাস খড়্গপুরেও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ আগস্ট: যিনি শিল্প (ইন্ড্রাস্ট্রি) চালান, তিনি খেলাধুলাও করেন।…

7 days ago

Midnapore: বাঁদরের বাঁদরামিতে অতিষ্ঠ শালবনীবাসী, আক্রান্ত প্রায় ৩৫; ধরতে নাকানিচুবানি খাচ্ছে বনদপ্তর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ আগস্ট: একেই বোধহয় বলে বানরের বাঁদরামি! আকারে হনুমান…

1 week ago