Education

PPP 2022: ‘পিপিপি’ নিয়ে চাপে সরকার! শিক্ষায় বেসরকারিকরণের আশঙ্কায় রাজ্যজুড়ে প্রতিবাদ, “জানা নেই” মন্তব্য ব্রাত্য বসুর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ১৮ ফেব্রুয়ারি: তারিখ ও মেমো নম্বর বিহীন পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (Public Private Partnership/PPP) এর একটি খসড়া বা ড্রাফ্ট (Draft) ঘিরে এ রাজ্য (West Bengal) এখন উত্তাল! রাজপথেও প্রতিবাদের ঝড় উঠেছে। বিভিন্ন শিক্ষক সংগঠন প্রতিবাদে সরব হয়েছে। কিন্তু, কি এই পাবলিক প্রাইভেট পার্টনারশিপ? এককথায়, শিক্ষায় প্রাইভেটাইজেশন বা বেসরকারিকরণের প্রাথমিক ধাপ। সরকারের সঙ্গে হাত মিলিয়ে যৌথভাবে কোনো বেসরকারি সংস্থা শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করবে। শুধু পরিচালনাই নয়, শিক্ষক নিয়োগ থেকে পড়ুয়াদের বেতন নির্ধারণ, সবটাই ওই সংস্থার হাতে থাকতে পারে। বিতর্কিত ওই ড্রাফ্ট বা খসড়ায় বলা আছে, সরকারি পরিকাঠামো অর্থাৎ স্কুলবাড়ি, স্কুলের জমি প্রভৃতি ব্যবহার করে বেসরকারি কোনো সংস্থা শিক্ষাক্ষেত্রে বিনিয়োগ করে শিক্ষা প্রতিষ্ঠান নিজেদের মতো পরিচালনা করতে পারে। আর, এসবকিছুই করা হবে, শিক্ষার মানোন্নয়নের স্বার্থে। আর, এই খসড়া ঘিরেই এখন রাজ্যজুড়ে বিতর্কের ঢেউ আছড়ে পড়েছে। বিভিন্ন মহল থেকে বিভিন্নভাবে প্রতিবাদ জানানো হচ্ছে। সরকারের পক্ষ থেকেও বিভিন্নভাবে তা প্রতিহত করার চেষ্টা হচ্ছে!

শিক্ষায় পিপিপি (Public Private Partnership) ভাবনা, প্রতীকী ছবি :

Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন):

Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন) :

Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন) :

প্রসঙ্গত উল্লেখ্য, শিক্ষার অধিকার আইন- ২০০৯ অনুযায়ী, অষ্টম শ্রেণী পর্যন্ত (১৪ বছর অবধি) শিক্ষা, শিশুদের মৌলিক অধিকারের মধ্যে পড়ে এবং এই শিক্ষা বাধ্যতামূলক ও অবৈতনিক করা হয়েছে। স্বাভাবিকভাবেই, শিক্ষায় বেসরকারি সংস্থাকে আহ্বান জানানো মানে, শিক্ষা আর অবৈতনিক থাকবেনা! সর্বোপরি, খসড়া প্রস্তাবে ‘ফিস’ বা ‘বেতন’ এর বিষয়টিও বেসরকারি সংস্থার হাতে ছাড়া হয়েছে। আর, এর ফলেই দারিদ্র্য অধ্যুষিত আর প্রান্তিক এলাকার পড়ুয়াদের পক্ষে পড়াশোনা চালিয়ে যাওয়া‌ প্রায় অসম্ভব হয়ে যাবে বলে শিক্ষা মহলের অভিমত। অন্যদিকে, আরেক পক্ষ এও দাবি করেছে, বেসরকারি সংস্থার হাতে শিক্ষাব্যবস্থা ছেড়ে দিলেই, শিক্ষার মানোন্নয়ন ঘটবে এমনটা নয়! তবে কি, লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী, স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মতো সামাজিক প্রকল্পগুলির চাপে সরকার সত্যি দেউলিয়া হতে বসেছে? শিক্ষক-শিক্ষিকাদের বেতন দিতে হিমশিম খাচ্ছে? নাকি, কেন্দ্রীয় সরকারের নীতির সঙ্গে পাল্লা দিয়ে এরাজ্যেও বেসরকারিকরণের সূচনা করার চিন্তা করা হচ্ছে? এই প্রশ্ন তুলছেন রাজ্যের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক সংগঠনগুলি। চাপের মুখে স্বয়ং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বৃহস্পতিবার সাংবাদিকদের জানিয়েছেন, “এরকম কোনো খসড়ার কথা আমার জানা নেই! যদি, এরকম কোনো বিষয় হতো, মুখ্যমন্ত্রী জানাতেন। তাই, এ নিয়ে বিতর্কের কিছু নেই।”

Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন):

Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন) :

Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন) :

তবে, শিক্ষামন্ত্রী যাই বলুন, স্কুল শিক্ষা দপ্তর (School Education Department) এর নামে যে খসড়া প্রস্তাবটি (তারিখ ও মেমো নম্বর বিহীন) ঘুরে বেড়াচ্ছে, তাকে অস্বীকার করছেনা সরকারেরই বিভিন্ন মহল। আপাতত তা খসড়া হিসেবে আছে, মন্ত্রীসভায় আলোচনার পর তা বিল হিসেবে আসতে পারে। হয়তো বিরোধিতার চাপে কয়েক মাস বা বছর পিছিয়ে যেতে পারে, তবে আসতে পারে যেকোনো সময়, এমনটাই মনে করা হচ্ছে। আর তা আঁচ করতে পেরেই রাজ্যের মন্ত্রী ফিরহাদ ববি হাকিম থেকে তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ মন্তব্য করেছেন, “যদি পিপিই হয়, শিক্ষার মানোন্নয়নের স্বার্থে, তাতে ক্ষতি কি!” ফিরহাদের মন্তব্য, “এরাজ্যের ছেলেমেয়েরা বেঙ্গালুরু পড়তে গেলেও বিতর্ক হয়, আবার এরাজ্যে যদি বেঙ্গালুরু থেকে ছেলে-মেয়েদের পড়তে আসার মতো পরিকাঠামো তৈরির চেষ্টা করা হয়, তাতেও বিতর্ক তৈরি হচ্ছে। সবকিছুতেই বিতর্ক। অথচ, শিক্ষায় বেসরকারিকরণ বামেরাই শুরু করেছিল, কেন্দ্রীয় সরকারও তা করছে।” এদিকে, অনেকেই মনে করাচ্ছেন, সম্প্রতি বিভিন্ন প্রশাসনিক বৈঠকে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধায়কদের উপর ক্ষুব্ধ হয়ে জানিয়েছিলেন, “লক্ষ্মীর ভান্ডার আর স্টুডেন্ট ক্রেডিট কার্ডের টাকা জোটাতেই আমি হিমশিম খেয়ে যাচ্ছি। আগামী দু’বছর কিছু চাইবেনা কেউ।” সবমিলিয়ে, শিক্ষক থেকে অভিভাবক সকলেই এই ‘পিপিপি মডেল’ এর খসড়া প্রস্তাব-কে ঘিরে আশঙ্কার মধ্যে আছেন!

Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন) :

Advertisement (বিজ্ঞাপন) :

Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন) :

Advertisement (নির্বাচনী প্রচার) :

News Desk

Recent Posts

Medinipur: অপেক্ষাই সার, কথা দিয়েও এলোনা প্রেমিকা; সুদূর বাগনান থেকে সবংয়ে এসে শেষমেশ হাজত-বাস যুবকের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ জানুয়ারি: একটা সময় অবধি বাঙালির 'ভ্যালেন্টাইনস ডে' মানেই…

2 days ago

Kharagpur: খড়্গপুরে তৃণমূল পরিচালিত পুরবোর্ড ভেঙে দিল রাজ্য সরকার, দায়িত্ব সামলাবেন মহকুমাশাসক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ জানুয়ারি: তৃণমূল পরিচালিত খড়্গপুর পুরসভার বোর্ড ভেঙে দেওয়া…

4 days ago

Midnapore: দুই মেদিনীপুর সহ পাঁচ জেলার পড়ুয়াদের নিয়ে অষ্টম আঞ্চলিক বিজ্ঞান ও প্রযুক্তি কংগ্রেস অনুষ্ঠিত ডেবরা কলেজে, দিশা দেখালেন IIT-র ডিরেক্টর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ জানুয়ারি: জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানা শহীদ ক্ষুদিরাম…

5 days ago

IIT Kharagpur: বার্ষিক ২ কোটি টাকা বেতনের চাকরির অফার ৫ জনকে, কোটি টাকার চাকরি ১০ জনের! অতীতের সমস্ত রেকর্ড ভাঙল IIT খড়্গপুরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ জানুয়ারি: অতীতের সমস্ত 'রেকর্ড' ভেঙে গেল আইআইটি খড়গপুরের…

6 days ago

Midnapore: ভাইপোর হাতে খুন পিসি! নৃশংস ঘটনায় কড়া পদক্ষেপ পুলিশের…

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ জানুয়ারি: নাবালক ভাইপোর হাতে খুন হলেন পিসি! রবিবার…

7 days ago

Medinipur: কেশিয়াড়িতে গৃহস্থের বাড়িতে ভয়াবহ আগুন, শীতের রাতে বুকফাটা আর্তনাদ; পাশে থাকার আশ্বাস প্রশাসনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ জানুয়ারি: ভয়াবহ আগুনে ভস্মীভূত গৃহস্থের বাড়ি। শীতের রাতে…

1 week ago