Education

Scholarship: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের প্রথম স্থানাধিকারী সহ ২-টি ব্লকের ৮৬ জন কৃতী পড়ুয়ার হাতে বৃত্তি ও পুরস্কার তুলে দিলেন খড়্গপুরের ‘সাঁতরা পরিবার’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১ জানুয়ারি: সমাজসেবার অনন্য ধারাবাহিকতার নিদর্শন স্বরূপ এবারও নতুন বছরের প্রথমদিনে (১ জানুয়ারি) পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর গ্রামীণের বেনাপুর এলাকার বাসিন্দা ‘সাঁতরা পরিবার’ এবং তাঁদের বাণিজ্যিক সংস্থা ‘সোমা এগ্রো পোল্ট্রি ফার্ম’- এর যৌথ উদ্যোগে খড়্গপুর ১নং ও ২নং ব্লকের ৮৬ জন কৃতী ছাত্রছাত্রী-কে এককালীন আর্থিক বৃত্তি প্রদান করা হল। একইসঙ্গে, এই দুই ব্লকের (খড়্গপুর ১নং ও ২নং) যথাক্রমে- মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সর্বোচ্চ নম্বর প্রাপকদের হাতেও আর্থিক অনুদান ও পুরস্কার তুলে দেওয়া হয়। সোমবার দুপুরে বেনাপুরে সংস্থার অফিস চত্বরে তথা সাঁতরা পরিবারের বাসভবনে এই অনুষ্ঠান আয়োজিত হয়।

বৃত্তি প্রদান:

এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খড়্গপুর ১নং ব্লকের বিডিও সৌমেন দাস, ২নং ব্লকের বিডিও সুব্রত ঘোষ, প্রাণিসম্পদ উন্নয়ন দপ্তরের আধিকারিক (ARDA) চিন্ময় চক্রবর্তী, স্থানীয় উপপ্রধান তথা বিশিষ্ট শিক্ষানুরাগী অমরেন্দ্রনাথ চক্রবর্তী প্রমুখ। এছাড়াও, এই দু’টি ব্লকের যথাক্রমে- বেনাপুর উচ্চ বিদ্যালয়, খেলাড় গজেন্দ্র উচ্চ বিদ্যালয় এবং চাঙ্গুয়াল কন্দর্পপুর প্রণবেশ বিদ্যায়তনের শিক্ষক-শিক্ষিকা ও কৃতী ছাত্রছাত্রীরাও এদিন উপস্থিত হয়েছিলেন। এই তিনটি স্কুলের পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর ৮৬ জন কৃতি পড়ুয়াকে এদিন আর্থিক বৃত্তি (১ম- ৫ হাজার, ২য়- ৪ হাজার এবং ৩য়- ৩ হাজার) প্রদান করার সাথে সাথেই সংবর্ধিত করা হয়।

কৃতী পড়ুয়াদের সংবর্ধনা:

এছাড়াও, এদিন সম্মাননা প্রদান করা হয় খড়্গপুর ১নং ব্লকের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের প্রথম স্থানাধিকারী, যথাক্রমে- রামানন্দ দাস (656/খেলাড় গজেন্দ্র উচ্চ বিদ্যালয়) ও ডলি নন্দী (458/খেলাড় গজেন্দ্র উচ্চ বিদ্যালয়) এবং খড়্গপুর ২নং ব্লকের, যথাক্রমে- শুভময় পাত্র (664/রাধাবল্লভপুর উচ্চ বিদ্যালয়) ও সন্দীপ দে (467/তেলিপুকুর উচ্চ বিদ্যালয়)-কে। উদ্যোক্তাদের তরফে এদিন অনাদিকান্ত সাঁতরা ও নীলকান্ত আচার্য্য বলেন, প্রত্যন্ত এলাকার পড়ুয়াদের উৎসাহিত করতেই প্রতি বছর ১ জানুয়ারি এই বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অন্যদিকে, এলাকার শিক্ষার বিকাশের স্বার্থে সাঁতরা পরিবারের এই অনন্য উদ্যোগ-কে কুর্নিশ জানিয়েছেন দুই ব্লকের BDO সহ অতিথিরা।

বৃত্তি তুলে দিলেন বিডিও সৌমেন দাস:

News Desk

Recent Posts

Recruitment Scam: ‘একযাত্রায় পৃথক ফল! আমাদের কি পরিবার নেই?’, প্রাথমিকের রায়ের পরই গর্জে উঠলেন SSC-র ‘যোগ্য’ শিক্ষকরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ ডিসেম্বর: ৩ এপ্রিলের পর ৩ ডিসেম্বর। এ রাজ্যের…

13 hours ago

Midnapore: এবার শিক্ষা দপ্তরে বদলির নির্দেশিকা, পশ্চিম মেদিনীপুরের মাধ্যমিক শিক্ষা বিভাগে নতুন DI হচ্ছেন অমিত রায়

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৮ নভেম্বর: এবার শিক্ষা দপ্তরের একঝাঁক আধিকারিকের বদলির নির্দেশিকা…

7 days ago

SP Transfer: পশ্চিম মেদিনীপুরের এসপি হচ্ছেন পলাশচন্দ্র ঢালি, পূর্ব মেদিনীপুর নিয়ে জল্পনা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৮ নভেম্বর: SIR আবহের মাঝেই রাজ্যের প্রায় ১০টি জেলার…

1 week ago

Medinipur: খড়্গপুর টাউন থানার আইসি হচ্ছেন পার্থসারথি পাল; বদলি হলেন কেশিয়াড়ি, মোহনপুর, গোয়ালতোড় থানার IC-রাও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ নভেম্বর: রাজ্যজুড়ে ১৭৫ জন ইন্সপেক্টরকে বদলি করা হলো।…

1 week ago

Midnapore: মেয়ের অন্নপ্রাশন শেষে জ্বর নিয়েই কাজে যোগ দিয়েছিলেন, ‘কফিনবন্দী’ হয়ে ডেবরায় ফিরলেন CRPF জওয়ান

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: শোকসংবাদটা পৌঁছেছিল শুক্রবারই। বুকে পাথর চেপে অপেক্ষা…

2 weeks ago

Medinipur: মামিমার সাথে ‘অভিসারে’ গিয়ে ফাঁসলেন যুবক? অপহরণ ও ধর্ষণের অভিযোগে কেশিয়াড়িতে গ্রেপ্তার ‘কলির কেষ্ট’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: মামিমাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক।…

2 weeks ago