Midnapore

Midnapore: বঙ্গ প্রকৃতি থেকে বাংলার বীর সন্তান, এলোমেলো ছড়া থেকে চন্দ্রযান; ‘স্বর-আবৃত্তি’র বার্ষিক অনুষ্ঠান ‘আলো’ ছড়াল মেদিনীপুরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১ জানুয়ারি: বাংলার পাখি, ফুলে ফুলে, ভোকাট্টা (ঘুড়ি), মেঘেদের কান্ড দেখো, এই মশা, আয় ভূত, পুজো এলো, ভ্রমণ, এলোমেলো ছড়া, আমাদের শিক্ষক, ছড়ায় অন্নদাশঙ্কর, বীর বিপ্লবী, বিবেকানন্দ, সহজপাঠ, আবোল তাবোল থেকে চন্দ্রযান- বর্ষ শেষে অনন্য এক আবৃত্তির সন্ধ্যা উপহার দিল শহর মেদিনীপুরের ‘স্বর-আবৃত্তি’। রবিবার (৩১ ডিসেম্বর) অর্থাৎ বছরের শেষ দিনে পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর শহরের প্রদ‍্যোৎ স্মৃতি সদনে স্বর-আবৃত্তি, মেদিনীপুরের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ‘উৎসারিত আলো’ নতুন বছরকে স্বাগত জানালো বাংলার পাখি, ফুল, মেঘ, হারিয়ে যাওয়া ঘুড়ি থেকে বঙ্গভূমির বীর বিপ্লবী ও মনীষীদের স্মরণ করার মধ্য দিয়ে। সাম্প্রতিক চন্দ্রযান থেকে চিরস্মরণীয় শিশু সাহিত্যিক সুকুমার রায়ের ‘আবোল তাবোল’ উপস্থাপনাও মন কাড়ল শহরবাসীর।

বিবেকানন্দ স্মরণ:

মেঘেদের কাণ্ড দেখ:

সংস্থার দেড় শতাধিক ছাত্র-ছাত্রী ছাড়াও নৃত্য-সঙ্গীত ও আবৃত্তির অভূতপূর্ব কোলাজে অংশ নিল জেলার বিশিষ্ট দশটি সাংস্কৃতিক সংস্থার ছাত্র-ছাত্রীরা। বিভিন্ন বিষয়কেন্দ্রিক আবৃত্তির অনুষ্ঠান ছিল অত্যন্ত মনোগ্রাহী। এ প্রসঙ্গে এও উল্লেখ্য যে, সংস্থার ছাত্র-ছাত্রীরা বেশ কিছুদিন আগে থেকেই পোস্টকার্ডের মাধ্যমে তাদের পরিচিত আত্মীয়-স্বজনদের চিঠি লিখে আমন্ত্রণ জানিয়েছিল। ‘স্বর-আবৃত্তি’-র অধ্যক্ষ শুভদীপ বসু বলেন, “বর্তমান সময়ে দাঁড়িয়ে পোস্ট অফিস, পোস্টাল বক্স, পোস্টম্যানদের ছোটরা চেনেনা। তাই হাতে লেখা চিঠি ছোটদের কাছে এক অসামান্য অভিজ্ঞতা বলে আমাদের মনে হয়।” এদিন সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত আবৃত্তির দল হিসেবে অংশগ্রহণ করেছিলেন শিল্পী দেবব্রত দত্তের পরিচালনায় ‘ছন্দায়ন।’ অনুষ্ঠানে সহযোগী সঙ্গীত ও নৃত্য প্রতিষ্ঠান হিসেবে ছিল- ছন্দম, স্বরলিপি, সুরবাহার, জাগরী সংগীত নিকেতন, মল্লার, নটরাজ ডান্স একাডেমি, নৃত্যাঞ্জলি, শেষাদ্রি ডান্স একাডেমি এবং ব্রততী মল্লিক, মোনালি দাস ও সুমনা ভট্টাচার্য সম্প্রদায়।

আবোল তাবোল:

এদিন শুরু থেকে শেষ প্রতিটি আবৃত্তির আলেখ্য বা কোলাজ সকলের মন জয় করে নেয়। একলব্য থিয়েটার অ্যাসোসিয়েশন ও স্বর-আবৃত্তি মেদিনীপুরের যৌথ প্রযোজনায় ‘এ মৃত্যু উপত্যকা আমার দেশ না’ আবৃত্তির মঞ্চায়ন সকলের নজর কাড়ে‌। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল মেদিনীপুরের ‘ভূমিপুত্র’ তথা বাংলার জনপ্রিয় বাচিক শিল্পী শোভন সুন্দর বসু ও তাঁর তৈরী বাংলা ভাষার প্রথম আবৃত্তির ব্যান্ড ‘বৃষ্টি’। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঈশিতা চট্টোপাধ্যায় ও শতাব্দী গোস্বামী। সহযোগী কন্ঠ হিসেবে ছিলেন ড. অমিতেশ চৌধুরী। সংস্থার অধ্যক্ষ শুভদীপ বসু বলেন, “প্রায় দেড়শোর কাছাকাছি স্বর-আবৃত্তি’র শিল্পীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। বিকেল ৩.০৫ মিনিট থেকে প্রায় ৭ ঘন্টার এই অনুষ্ঠানে প্রেক্ষাগৃহ ভর্তি দর্শকরাই আমাদের প্রাপ্তি ও প্রেরণা! প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের পরিশ্রম আর অভিভাবক-অভিভাবিকাদের আন্তরিকতাতেই আমরা নতুন কিছু উপস্থাপন করার আগ্রহ পাই।” অনুষ্ঠানে প্রকাশিত হয় শুভদীপ বসু ও সৌম্যদীপ চক্রবর্তী সম্পাদিত ‘দোসর’ সাহিত্য পত্রিকার পঞ্চম বর্ষ, দ্বিতীয় সংখ্যা ‘আরোগ্য’। ‘স্বর-আবৃত্তি’র পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন দীপক বসু, দীপা বসু ও মনীষা বসু। বহু গুণী, কৃতী মানুষের সমাগমে স্বর-আবৃত্তি, মেদিনীপুরের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ‘উৎসারিত আলো’ সংস্কৃতি জগতে যথার্থ অর্থেই ‘আলো’ ছড়াবে বলে শহরের সাংস্কৃতিক মহলের ধারণা!

শিল্পী শোভন সুন্দর বসু’র সঙ্গে শুভদীপ বসু :

বাংলার পাখি:

স্বর-আবৃত্তি’র কচিকাঁচারা:

News Desk

Recent Posts

Recruitment Scam: ‘একযাত্রায় পৃথক ফল! আমাদের কি পরিবার নেই?’, প্রাথমিকের রায়ের পরই গর্জে উঠলেন SSC-র ‘যোগ্য’ শিক্ষকরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ ডিসেম্বর: ৩ এপ্রিলের পর ৩ ডিসেম্বর। এ রাজ্যের…

14 hours ago

Midnapore: এবার শিক্ষা দপ্তরে বদলির নির্দেশিকা, পশ্চিম মেদিনীপুরের মাধ্যমিক শিক্ষা বিভাগে নতুন DI হচ্ছেন অমিত রায়

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৮ নভেম্বর: এবার শিক্ষা দপ্তরের একঝাঁক আধিকারিকের বদলির নির্দেশিকা…

7 days ago

SP Transfer: পশ্চিম মেদিনীপুরের এসপি হচ্ছেন পলাশচন্দ্র ঢালি, পূর্ব মেদিনীপুর নিয়ে জল্পনা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৮ নভেম্বর: SIR আবহের মাঝেই রাজ্যের প্রায় ১০টি জেলার…

1 week ago

Medinipur: খড়্গপুর টাউন থানার আইসি হচ্ছেন পার্থসারথি পাল; বদলি হলেন কেশিয়াড়ি, মোহনপুর, গোয়ালতোড় থানার IC-রাও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ নভেম্বর: রাজ্যজুড়ে ১৭৫ জন ইন্সপেক্টরকে বদলি করা হলো।…

1 week ago

Midnapore: মেয়ের অন্নপ্রাশন শেষে জ্বর নিয়েই কাজে যোগ দিয়েছিলেন, ‘কফিনবন্দী’ হয়ে ডেবরায় ফিরলেন CRPF জওয়ান

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: শোকসংবাদটা পৌঁছেছিল শুক্রবারই। বুকে পাথর চেপে অপেক্ষা…

2 weeks ago

Medinipur: মামিমার সাথে ‘অভিসারে’ গিয়ে ফাঁসলেন যুবক? অপহরণ ও ধর্ষণের অভিযোগে কেশিয়াড়িতে গ্রেপ্তার ‘কলির কেষ্ট’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: মামিমাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক।…

2 weeks ago