Education

প্রতীক্ষার অবসান! সংক্রমণ না বাড়লে ১৫ নভেম্বর থেকে রাজ্যে খুলে যাচ্ছে স্কুল-কলেজ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ২৫ অক্টোবর: সুদীর্ঘ প্রতীক্ষার অবসান! পশ্চিমবঙ্গে খুলে যাচ্ছে স্কুল-কলেজ। উত্তরবঙ্গের প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী- কে এই বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১৫ নভেম্বর থেকে রাজ্যে খুলে যাবে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। সোমবার সূত্র অনুযায়ী জানা গেছে, স্কুলগুলিকে দ্রুত জীবাণু-নাশের কাজ সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, শনিবার স্কুলশিক্ষা দফতরের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে জেলা স্কুল পরিদর্শকদের একটি ভিডিয়ো কনফারেঞ্চের পর কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাতে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে স্কুল খোলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক্ষেত্রে, করোনা সংক্রমণ যদি আর না বাড়ে বা এরকমই পরিস্থিতি থাকে, তবে ১৫ নভেম্বর দিনটিকেই চূড়ান্ত বলে ধরে নেওয়া হচ্ছিল। তবে, সোমবার উত্তরবঙ্গের প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মর্মে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে দেওয়ার পর সব জল্পনা’র অবসান হল!

মমতা বন্দ্যোপাধ্যায়: (ফাইল ফটো)

এদিকে, দীর্ঘ প্রস্তুতির পর এবার স্কুল খোলার অর্ডার কার্যত এসেই গেল। এই সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়েছে প্রধান শিক্ষক-শিক্ষিকা এবং সহ শিক্ষক-শিক্ষিকাদের সমস্ত সংগঠনের তরফে। খুশি ছাত্র-ছাত্রী এবং অভিভাবকরাও। প্রধান শিক্ষকদের একটি সংগঠনের তরফে ড. অমিতেশ চৌধুরী জানিয়েছেন, “আমরা অনেক আগে থেকেই বলে আসছিলাম, সবকিছুই যখন কোভিড বিধি মেনে হচ্ছে, তাহলে বিধি মেনে আমরা স্কুলও খুলতে পারি। ধাপে ধাপে উঁচু শ্রেণীর ক্লাস চালু করার প্রস্তাব আমরা আগেও দিয়েছি। অবশেষে সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রশাসনের তরফে তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে। আমরা স্বাগত জানাচ্ছি।” ইতিমধ্যে, বিভিন্ন বিদ্যালয়ের পরিকাঠামোগত সংস্কার এবং বিদ্যালয় স্যানিটাইজ করার কাজ শুরু হয়ে গেছে। জানা গেছে, প্রাথমিকভাবে নবম থেকে দ্বাদশের ক্লাস শুরু করা হতে পারে! ধাপে ধাপে ছোটো ক্লাসগুলিও চালু করা হবে। এদিকে, সংক্রমণ সামান্য বাড়লেও তা নিয়ন্ত্রণে এবং মৃত্যুর হার খুবই কম। এদিকে, জেলাতে প্রতিদিন প্রায় ১ লক্ষ করে ভ্যাকসিনেশন হচ্ছে। দ্রুত ভ্যাকসিন দেওয়া হবে ১৮ পর্যন্ত স্কুলপড়ুয়াদেরও। সেই উদ্যোগও নেওয়া হচ্ছে। তাই, আর কোনো দুশ্চিন্তার কারণ নেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
***আপডেট : বীরসা মুন্ডার জন্মদিন থাকায় ১৫ নভেম্বরের পরিবর্তে, ১৬ নভেম্বর খুলবে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়। এমনটাই জানা গেছে ‘নবান্ন’ সূত্রে।

News Desk

Recent Posts

Midnapore: স্ত্রী-র পরকীয়া ধরে ফেলেছিলেন, ভাতের সাথে বিষ মিশিয়ে পুরো পরিবারকেই খুনের ছক, মৃত্যু স্বামীর; সিনেমাকেও হার মানাবে ডেবরার ঘটনা

শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: স্ত্রী-র পরকীয়ার বলি স্বামী! মৃত স্বামীর নাম বুদ্ধদেব দোলাই…

2 days ago

Medinipur: গড়বেতার নির্জন এলাকায় রেললাইনে হঠাৎ বিকট ‘শব্দ’, থমকালো রাজধানী! নমুনা সংগ্রহের পর ফরেন্সিক দল যা জানাল…

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: শিলাবতী নদীর উপর রেলওয়ে ব্রিজ। তার উপরই…

3 days ago

Midnapore: একদিকে চন্দ্রযান, অন্যদিকে হরিনাম; শিক্ষা-সংস্কৃতি-বিজ্ঞান-ক্রীড়া ও পরিবেশের অভূতপূর্ব মেলবন্ধন বিদ্যাসাগর শিশু নিকেতনের বার্ষিক প্রদর্শনীতে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: আধুনিক যুগের বিজ্ঞান থেকে সনাতন সংস্কৃতি, যোগব্যয়াম-খেলাধুলার…

5 days ago

Kharagpur: নতুন কারখানায় কাজ শুরু করবে রশ্মি মেটালিক্স, বাধা সৃষ্টি হলে পুলিশের পদক্ষেপ; নির্দেশ আদালতের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: নতুন কারখানায় অবিলম্বে কাজ শুরু করতে পারবেন…

6 days ago

Midnapore: মেদিনীপুরের একটি বুথেই ৪৯ জন ‘মৃত’ ভোটার, মৃত্যুর ৭ বছর পরও বাদ পড়েনি নাম! প্রশাসনের ঘাড়েই দায় চাপালেন BLO

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ আগস্ট: SIR-এর নিয়ে ইতিমধ্যেই রাজ্য-রাজনীতি উত্তাল। এই ইস্যুতে…

6 days ago

Midnapore: মেদিনীপুরের মেয়ের ইংলিশ চ্যানেল জয়! নতুন ইতিহাস সৃষ্টি করলেন আফরিন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ২৯ জুলাই: মঙ্গলবার (২৯ জুলাই) রাত্রি ঠিক ৯টা ৩১ মিনিট…

1 week ago