দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১২ ফেব্রুয়ারি: যুগের সঙ্গে তাল মিলিয়ে এখন থেকেই ছাত্রীদের বিভিন্ন চাকরির জন্য প্রস্তুত করার উদ্যোগ নিয়েছে মেদিনীপুর শহরের রাজা নরেন্দ্র লাল খান মহিলা মহাবিদ্যালয় (Raja N.L Khan Women’s College, Autonomous) কর্তৃপক্ষ। সেই উদ্দেশ্যেই গত ২ দিন (১০ ও ১১ ফেব্রুয়ারি) ধরে স্বশাসিত এই কলেজের IQAC সেল এবং CAC (কেরিয়ার অ্যাডভান্সমেন্ট সেন্টার)-র উদ্যোগে একটি বিশেষ প্রশিক্ষণমূলক কর্মশালার আয়োজন করা হয়। বিশেষত চাকরির ইন্টারভিউ বা সাক্ষাৎকার পর্বের জন্য ব্যক্তিগত সাজসজ্জা বা পোশাক-আশাক, শিষ্টাচার, ব্যক্তিত্ব সহ প্রশ্নোত্তর পর্ব নিয়ে আলোচনা হয়। মাহিন্দ্রা প্রাইড ক্লাসরুম এবং নন্দী ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এবং কলেজ কর্তৃপক্ষের সহায়তায় কর্মশালাটি পরিচালিত হয়।

thebengalpost.net
কর্মশালা:

বিশেষ এই কর্মশালায় বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ ড. জয়শ্রী লাহা, IQAC Coordinator ড. রশ্মি মুখার্জি, CAC Coordinator ড. গার্গী মিদ্যা, মাহিন্দ্রা প্রাইডের ফ্যাকাল্টি প্রতিনিধি অভিক ব্যানার্জি এবং মিসেস তন্বিমা বক্সী। কর্মশালায় স্নাতক স্তরের (UG) ষষ্ঠ সেমিস্টারের বিভিন্ন বিভাগের মোট ১৩৬ জন ছাত্রী অংশগ্রহণ করে। এর আগে, ২৩৩ জন ছাত্রী গত ৮ থেকে ১৩ জানুয়ারী IQAC আয়োজিত UG এবং PG ছাত্রীদের জন্য নিয়োগের দক্ষতা বৃদ্ধি সংক্রান্ত ৩৬ ঘন্টার সার্টিফিকেট কোর্সে অংশ নিয়েছিল। অন্যদিকে, গত ৯ ফেব্রুয়ারি IQAC-র উদ্যোগেই পরিবেশ-বান্ধব বর্জ্যব্যবস্থাপনা বিষয়ক একটি সচেতনামূলক অনুষ্ঠান আয়োজিত হয় রাজা নরেন্দ্র লাল খান মহিলা মহাবিদ্যালয়ে। অনুষ্ঠানে বৃক্ষরোপণ ও ই-বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ের উপর গুরুত্ব আরোপ করা হয়।

thebengalpost.net
পড়ুয়ারা :