Education

WB HS Result: পশ্চিম মেদিনীপুরের শুধু একটি স্কুল থেকেই মেধাতালিকায় ২২ জন! মেয়েদের মধ্যে এগিয়ে সোমা-সম্প্রীতি-রিনি, উজ্জ্বল জেলা শহরের স্নিতাও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ জুন: মাধ্যমিকের পর এবার উচ্চমাধ্যমিকের ফলাফলেও জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুর জেলার জয়জয়কার। রাজ্যের মেধাতালিকায় আছেন ২৭২ জন। পশ্চিম মেদিনীপুর জেলা থেকেই ৩৫ জন জায়গা পেয়েছেন এই মেধাতালিকায়! তবে, রীতিমতো ‘চোখ ধাঁধানো ফল’ করেছে পিংলা ব্লকের জলচক নাটেশ্বরী নেতাজি বিদ্যায়তন (উচ্চ মাধ্যমিক)- এর ছাত্র-ছাত্রীরা। মোট ২২ জন আছেন মেধাতালিকায়। সায়নদীপ সামন্ত ৪৯৭ নম্বর পেয়ে রাজ্যের মেধা তালিকায় দ্বিতীয় স্থানে আছেন। এরপর, তৃতীয় স্থানে (৪৯৬) আছেন পরিচয় পারি। চতুর্থ স্থানে (৪৯৫) তিনজন। এঁরা যথাক্রমে- কিংশুক রায়, সৌম্যদীপ মণ্ডল এবং প্রীতম মিদ্যা। ষষ্ঠ স্থানে (৪৯৩) শ্রীকৃষ্ণ সামন্ত। ৪৯২ পেয়ে সপ্তম স্থানে তিনজন। এঁরা হলেন যথাক্রমে- পিংকি খাতুন, শান্তনু পাল এবং প্রতীক মন্ডল। এছাড়াও, এই বিদ্যালয়ের ৫ জন আছেন অষ্টম স্থানে, ২ জন‌ নবম স্থানে এবং ৬ জন আছেন দশম স্থানে।

সায়নদীপ সামন্ত :

বাবা-মা’র সঙ্গে সোমা গড়াই :

এদিকে, নজরকাড়া ফল করেছে পশ্চিম মেদিনীপুর জেলার সবং সরদাময়ী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়-ও। মোট ৭ জন আছেন মেধাতালিকায়। ষষ্ঠ স্থানে (৪৯৩) আছেন সম্প্রীতি প্রধান ও রিনি রাউল। অষ্টম স্থানে (৪৯১) আছেন ৩ জন, যথাক্রমে- অঙ্কিতা মুখার্জী, অন্বেষা ভট্টাচার্য ও রাজশ্রী পাত্র। নবম স্থানে (৪৯০) আছেন, মনিকা বাঁকুড়া এবং দশম স্থানে (৪৮৯) আছেন, দেবমিতা পড়িয়া। এছাড়াও, গোয়ালতোড় বালিকা উচ্চ বিদ্যালয়ের সোমা গড়াই-ও ৪৯৩ নম্বর পেয়ে ষষ্ঠ স্থানে আছেন। সবংয়ের, সম্প্রীতি, রিনি এবং গোয়ালতোড়ের সোমা-ই পশ্চিম মেদিনীপুর জেলায় মেয়েদের মধ্যে প্রথম স্থানে আছেন। অপরদিকে, ৪৯২ নম্বর পেয়েছেন খড়ার শ্রী অরবিন্দ বিদ্যামন্দিরের কলা বিভাগের ছাত্রী আরাত্রিকা মুখার্জি-ও। মেধাতালিকায় সপ্তম স্থানে আছেন আরাত্রিকা। অন্যদিকে, মেদিনীপুর শহরের স্মিতা ভূঁইয়া আছেন নবম স্থানে। প্রাপ্ত নম্বর ৪৯০। স্মিতা বিদ্যাসাগর বিদ্যাপীঠ বালিকা বিদ্যালয়ের ছাত্রী। এছাড়াও, মেদিনীপুর কলেজিয়েট স্কুলের রৌনক মন্ডল মেধাতালিকায় সপ্তম স্থানে (৪৯২) এবং মেদিনীপুর রামকৃষ্ণ মিশনের স্বপ্ননীল রায় মেধাতালিকায় নবম স্থানে (৪৯০) আছেন বলে জানা গেছে। এছাড়াও, খড়্গপুর গ্রামীণের চাঙুয়াল কান্দারপুর প্রণবেশ বিদ্যায়তনের শুভ ভট্টাচার্য মেধাতালিকায় দশম স্থানে (৪৮৯) আছেন। এদিকে, মেধাতালিকায় পশ্চিম মেদিনীপুর জেলার প্রথম তথা রাজ্যের দ্বিতীয় সায়নদীপ এক সাক্ষাৎকারে জানিয়েছেন, “এটা ঠিক যে এবার হোম সেন্টারে পরীক্ষা হয়েছিল। তাতে, আত্মবিশ্বাস বেশি ছিল ঠিকই। তবে, কঠিন পরিশ্রম করেছি আমরা। ১০-১১ ঘন্টা নিয়মিত পড়াশোনা করেছি। এতটা ভালো ফলাফল আশা না করলেও, ৪৭৫-৪৮০ পাব ভেবেছিলাম। ভবিষ্যতে ডাক্তার হতে চাই।” উল্লেখ্য যে, সায়নদীপ জলচক নাটেশ্বর নেতাজি বিদ্যায়তনের ছাত্র। এই বিদ্যালয়ের অভূতপূর্ব ফলাফলে উচ্ছ্বসিত ‘শিক্ষারত্ন’ সম্মানে ভূষিত প্রধান শিক্ষক তরুণ কুমার চক্রবর্তী। তিনি এই সাফল্য বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীদের উৎসর্গ করেছেন।

প্রীতম মিদ্যা :

স্নিতা ভুঁইয়া :

News Desk

Recent Posts

Medinipur: অপেক্ষাই সার, কথা দিয়েও এলোনা প্রেমিকা; সুদূর বাগনান থেকে সবংয়ে এসে শেষমেশ হাজত-বাস যুবকের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ জানুয়ারি: একটা সময় অবধি বাঙালির 'ভ্যালেন্টাইনস ডে' মানেই…

1 day ago

Kharagpur: খড়্গপুরে তৃণমূল পরিচালিত পুরবোর্ড ভেঙে দিল রাজ্য সরকার, দায়িত্ব সামলাবেন মহকুমাশাসক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ জানুয়ারি: তৃণমূল পরিচালিত খড়্গপুর পুরসভার বোর্ড ভেঙে দেওয়া…

4 days ago

Midnapore: দুই মেদিনীপুর সহ পাঁচ জেলার পড়ুয়াদের নিয়ে অষ্টম আঞ্চলিক বিজ্ঞান ও প্রযুক্তি কংগ্রেস অনুষ্ঠিত ডেবরা কলেজে, দিশা দেখালেন IIT-র ডিরেক্টর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ জানুয়ারি: জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানা শহীদ ক্ষুদিরাম…

4 days ago

IIT Kharagpur: বার্ষিক ২ কোটি টাকা বেতনের চাকরির অফার ৫ জনকে, কোটি টাকার চাকরি ১০ জনের! অতীতের সমস্ত রেকর্ড ভাঙল IIT খড়্গপুরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ জানুয়ারি: অতীতের সমস্ত 'রেকর্ড' ভেঙে গেল আইআইটি খড়গপুরের…

5 days ago

Midnapore: ভাইপোর হাতে খুন পিসি! নৃশংস ঘটনায় কড়া পদক্ষেপ পুলিশের…

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ জানুয়ারি: নাবালক ভাইপোর হাতে খুন হলেন পিসি! রবিবার…

6 days ago

Medinipur: কেশিয়াড়িতে গৃহস্থের বাড়িতে ভয়াবহ আগুন, শীতের রাতে বুকফাটা আর্তনাদ; পাশে থাকার আশ্বাস প্রশাসনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ জানুয়ারি: ভয়াবহ আগুনে ভস্মীভূত গৃহস্থের বাড়ি। শীতের রাতে…

1 week ago