Education

Vidyasagar University: “আ-মরি বাংলা ভাষা!” প্রকৃতির কোলে ‘মাতৃভাষা’র জয়গান গাইল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়

মণিরাজ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ২১ ফেব্রুয়ারি:”মোদের গরব মোদের আশা/ আ-মরি বাংলা ভাষা!” মঙ্গলবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে (International Mother Language Day) প্রকৃতির মুক্তাঙ্গনে মাতৃভাষারই জয়গান গাইলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় (Vidyasagar University) এর অধ্যাপক-অধ্যাপিকা এবং পড়ুয়ারা। শান্তিনিকেতনের মতোই প্রকৃতির এক স্নিগ্ধ-সবুজ আবহে পালিত হল দিনটি। প্রথমে, মাতৃভাষা দিবসের তাৎপর্যবাহী বাংলা গান ও স্লোগানে মুখরিত এক শোভাযাত্রা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ পরিক্রমা করে। তারপর, বিদ্যাসাগর মূর্তির পাদদেশে পরম শ্রদ্ধা ও আন্তরিকতায় পালিত হয় দিনটি। মনীষী ইশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মর্মর মূর্তি এবং ভাষা শহীদ বেদীতে মাল্য ও পুষ্পার্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এরপর, উন্মুক্ত আকাশের নীচে এক অনিন্দ্য সুন্দর পরিবেশে নানা ভাবে ‘মাতৃভাষা’র বন্দনা করেন অধ্যাপক-অধ্যাপিকা ও পড়ুয়ারা।

শোভাযাত্রা :

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় প্রাক্তন উপাচার্য তথা রাষ্ট্রবিজ্ঞান বিভাগের (Political Science Dept.) অধ্যাপক শিবাজী প্রতিম বসু বলেন, “দীপাবলীর আলোর মতোই এক ভাষার আলোয় অন্য ভাষাকে আলোকিত করে তুলতে হবে। নিজের মাতৃভাষার প্রতি ভালোবাসা রেখেও অন্যের মাতৃভাষার প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করতে হবে।” অধ্যাপক বসু ছাড়াও এদিন উপস্থিত ছিলেন, নিবন্ধক ড. জয়ন্ত কিশোর নন্দী, বিজ্ঞান বিভাগের প্রাক্তন অধ্যক্ষ (ডিন অফ সায়েন্স/ Dean of Science) অধ্যাপক সত্যজিৎ সাহা, বাংলা বিভাগের প্রধান (HOD, Bengali) অধ্যাপক সরোজ কুমার পান, ইংরেজি বিভাগের প্রধান (HOD, English) অধ্যাপক ইন্দ্রনীল আচার্য সহ অন্যান্য বিভাগের বিভাগীয় প্রধান এবং অধ্যাপক-অধ্যাপিকারা। তাঁরা প্রত্যেকেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরেন পড়ুয়াদের সামনে। পড়ুয়াদের কন্ঠে অতুল প্রসাদ সেনের “মোদের গরব মোদের আশা, আ-মরি বাংলা ভাষা” এবং প্রতুল মুখোপাধ্যায়ের “আমি বাংলায় গান গাই” অনুষ্ঠানে এক অন্য মাত্রা যোগ করে। ইংরেজি বিভাগের অধ্যাপক জয়জিত ঘোষ এবং বাংলা বিভাগের অধ্যাপিকা মনাঞ্জলি বন্দ্যোপাধ্যায়ের সহজাত সঞ্চালনায় অনুষ্ঠানটি সার্থক-সুন্দর হয়ে ওঠে।

প্রকৃতির কোলে ‘মাতৃভাষা’র জয়গান:

News Desk

Recent Posts

Midnapore: এবার শিক্ষা দপ্তরে বদলির নির্দেশিকা, পশ্চিম মেদিনীপুরের মাধ্যমিক শিক্ষা বিভাগে নতুন DI হচ্ছেন অমিত রায়

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৮ নভেম্বর: এবার শিক্ষা দপ্তরের একঝাঁক আধিকারিকের বদলির নির্দেশিকা…

6 days ago

SP Transfer: পশ্চিম মেদিনীপুরের এসপি হচ্ছেন পলাশচন্দ্র ঢালি, পূর্ব মেদিনীপুর নিয়ে জল্পনা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৮ নভেম্বর: SIR আবহের মাঝেই রাজ্যের প্রায় ১০টি জেলার…

6 days ago

Medinipur: খড়্গপুর টাউন থানার আইসি হচ্ছেন পার্থসারথি পাল; বদলি হলেন কেশিয়াড়ি, মোহনপুর, গোয়ালতোড় থানার IC-রাও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ নভেম্বর: রাজ্যজুড়ে ১৭৫ জন ইন্সপেক্টরকে বদলি করা হলো।…

6 days ago

Midnapore: মেয়ের অন্নপ্রাশন শেষে জ্বর নিয়েই কাজে যোগ দিয়েছিলেন, ‘কফিনবন্দী’ হয়ে ডেবরায় ফিরলেন CRPF জওয়ান

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: শোকসংবাদটা পৌঁছেছিল শুক্রবারই। বুকে পাথর চেপে অপেক্ষা…

2 weeks ago

Medinipur: মামিমার সাথে ‘অভিসারে’ গিয়ে ফাঁসলেন যুবক? অপহরণ ও ধর্ষণের অভিযোগে কেশিয়াড়িতে গ্রেপ্তার ‘কলির কেষ্ট’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: মামিমাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক।…

2 weeks ago

Medinipur: প্রায় ৬০ বছর পর রাজ্যের দাপুটে মন্ত্রীর গড়ে ‘পাকা’ হবে মাটির স্কুলবাড়ি, আনন্দে মিষ্টিমুখ পড়ুয়াদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: রাজ্যের দাপুটে মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়ার 'খাসতালুক' সবংয়ে…

2 weeks ago