Education

Vidyasagar University: ইংল্যান্ডের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ পাঠদান প্রক্রিয়া শুরু করল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়

মণিরাজ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ১৩ মে:প্রত্যাশামতোই ইংল্যান্ডের পূর্ব অ্যাংলিয়া বিশ্ববিদ্যালয় (University of East Anglia)-এর সঙ্গে যৌথ পাঠদান প্রক্রিয়া (Academic Collaboration) শুরু হয়ে গেল মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে। মঙ্গলবার (১০ মে) থেকে এই ভার্চুয়াল বা অনলাইন (Online) পাঠদান প্রক্রিয়ার প্রাথমিক পর্বের (First Teaching Session) সূচনা হলেও, বৃহস্পতিবার (১২ মে) দ্বিতীয় পর্বে (Second Teaching Session) এই যৌথ প্রদান প্রক্রিয়া সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়গুলি আলোচিত হয় বা একাডেমিক কো-অপারেশন মিটিং (Academic Cooperation Meeting) সম্পন্ন হয়। এই পর্বের শুভ সূচনা করেন, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শিবাজী প্রতিম বসু। এদিনের এই যৌথ পাঠদান প্রক্রিয়ায় উপস্থিত ছিলেন, ইস্ট অ্যাংলিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জন কুক (Jon Cook), অধ্যাপক রলফ ইয়ারো (Ralph Yarrow), ড. ড্যানিয়্যাল জে. রায়ক্রফ্ট (Daniel J. Rycroft) এবং ড. ভিক্টোরিয়া ক্যান (Victoria Cann)। এছাড়াও ছিলেন, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক বা রেজিস্ট্রার (Registrar) ড. জয়ন্ত কিশোর নন্দী, বিজ্ঞান (Science) এবং কলা ও বাণিজ্য (Arts and Commerce) বিভাগের দুই অধ্যক্ষ বা ডিন (Dean) যথাক্রমে, অধ্যাপক সত্যজিৎ সাহা এবং অধ্যাপক তপন কুমার দে। সর্বোপরি ছিলেন, এই যৌথ পাঠদান প্রক্রিয়ায় অন্যতম আহ্বায়ক (Co-ordinator) বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রধান (Head of the Department) অধ্যাপক ইন্দ্রনীল আচার্য, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অন্যান্য অধ্যাপক বৃন্দ এবং দুই বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা।

Vidyasagar University:

উল্লেখ্য যে, মার্চ মাসের শেষ সপ্তাহে-ই এই যৌথ পাঠদান প্রক্রিয়া সম্পর্কিত সম্মতিসূচক চিঠি পাঠানো হয়েছিল ইস্ট অ্যাংলিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে। সেই সময়ই অধ্যাপক ড. ইন্দ্রনীল আচার্য বেঙ্গল পোস্ট-কে জানিয়েছিলেন, “আশা করছি অনলাইন বা ভার্চুয়াল মাধ্যমে দ্রুত পাঠদান প্রক্রিয়া সূচিত হবে।” তিনি এও আশা প্রকাশ করেছেন, যৌথ ক্ষেত্র সমীক্ষা বা ফিল্ড সার্ভে (Field Survey)’র‌ প্রয়োজনে দ্রুত ইস্ট অ্যাংলিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও পড়ুয়ারা সশরীরে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে পৌঁছবেন। তারপর, দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি মৌ (MOU) স্বাক্ষরিত হতে পারে। ইতিমধ্যে,‌ প্রত্যন্ত জঙ্গলমহল তথা পশ্চিম মেদিনীপুরের গর্ব বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে রাশিয়ার বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠানের মৌ স্বাক্ষরিত হয়েছে সম্প্রতি আয়োজিত রাজ্য সরকারের বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে। এছাড়াও, ভাষাশিক্ষা-লোকসংস্কৃতি-লোকসঙ্গীত প্রভৃতি বিষয়ে যৌথ পাঠদান, গবেষণা ও সমীক্ষা প্রভৃতি যৌথভাবে চালানোর জন্য জার্মানির নুরেমবার্গ মিউজিক বিশ্ববিদ্যালয় (Nuremberg University of Music) এর সঙ্গেও বিশ্ববিদ্যালয়ের যৌথ পাঠদান প্রক্রিয়া শুরু হবে দ্রুত। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ‘Centre for Adivasi Studies and Museum’ এর দায়িত্বে থাকা নৃতত্ত্ব (Anthropology) বিভাগের অধ্যাপক ড. সুমহান বন্দ্যোপাধ্যায় এই খবর দিয়েছিলেন মার্চ মাসে। সেই পাঠদান প্রক্রিয়াও দ্রুত শুরু হবে বলে জানা গেছে।

University of East Anglia, United Kingdom :

বৃহস্পতিবারের যৌথ পাঠদান কর্মসূচিতে, এই প্রক্রিয়া কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া হবে, তা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয় বলে জানিয়েছেন ইংরেজি বিভাগের প্রধান ড. ইন্দ্রনীল আচার্য। এদিনের পাঠদান প্রক্রিয়ায় ইস্ট অ্যাংলিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি, ইতিহাস এবং সোশ্যাল সায়েন্স বিভাগের বেশ কিছু পড়ুয়া অংশগ্রহণ করেছিলেন বলেও জানিয়েছেন তিনি। তিনি এও জানিয়েছেন, পরবর্তী দু’টি সেশন হবে যথাক্রমে, ১৯ মে ও ২৪ মে। এই পুরো প্রক্রিয়া নিয়ে ‘গর্বিত’ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শিবাজী প্রতিম বসু। তিনি জানিয়েছেন, “বাংলা তথা মেদিনীপুরের কাছে এ এক পরম গৌরবের বিষয়। শিক্ষাসংক্রান্ত আদান-প্রদানের মধ্য দিয়ে আমাদের পড়ুয়ারা যেমন সমৃদ্ধ হবে; ঠিক তেমনই, বাংলার লোকসংস্কৃতি পৌঁছে যাবে বিশ্বের দরবারে। সর্বোপরি, শিক্ষা ও সংস্কৃতির অভূতপূর্ব বিকাশ ঘটবে এবং সেখানে এক গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। সেই প্রক্রিয়ার শুভ সূচনা হয়ে যাওয়ায়, আমি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় এবং ইস্ট অ্যাংলিয়া বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট অধ্যাপকদের আন্তরিক ধন্যবাদ জানাই।”

যৌথ পাঠদান প্রক্রিয়ায় সূচনা :

News Desk

Recent Posts

Medinipur: অপেক্ষাই সার, কথা দিয়েও এলোনা প্রেমিকা; সুদূর বাগনান থেকে সবংয়ে এসে শেষমেশ হাজত-বাস যুবকের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ জানুয়ারি: একটা সময় অবধি বাঙালির 'ভ্যালেন্টাইনস ডে' মানেই…

1 day ago

Kharagpur: খড়্গপুরে তৃণমূল পরিচালিত পুরবোর্ড ভেঙে দিল রাজ্য সরকার, দায়িত্ব সামলাবেন মহকুমাশাসক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ জানুয়ারি: তৃণমূল পরিচালিত খড়্গপুর পুরসভার বোর্ড ভেঙে দেওয়া…

4 days ago

Midnapore: দুই মেদিনীপুর সহ পাঁচ জেলার পড়ুয়াদের নিয়ে অষ্টম আঞ্চলিক বিজ্ঞান ও প্রযুক্তি কংগ্রেস অনুষ্ঠিত ডেবরা কলেজে, দিশা দেখালেন IIT-র ডিরেক্টর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ জানুয়ারি: জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানা শহীদ ক্ষুদিরাম…

4 days ago

IIT Kharagpur: বার্ষিক ২ কোটি টাকা বেতনের চাকরির অফার ৫ জনকে, কোটি টাকার চাকরি ১০ জনের! অতীতের সমস্ত রেকর্ড ভাঙল IIT খড়্গপুরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ জানুয়ারি: অতীতের সমস্ত 'রেকর্ড' ভেঙে গেল আইআইটি খড়গপুরের…

5 days ago

Midnapore: ভাইপোর হাতে খুন পিসি! নৃশংস ঘটনায় কড়া পদক্ষেপ পুলিশের…

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ জানুয়ারি: নাবালক ভাইপোর হাতে খুন হলেন পিসি! রবিবার…

6 days ago

Medinipur: কেশিয়াড়িতে গৃহস্থের বাড়িতে ভয়াবহ আগুন, শীতের রাতে বুকফাটা আর্তনাদ; পাশে থাকার আশ্বাস প্রশাসনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ জানুয়ারি: ভয়াবহ আগুনে ভস্মীভূত গৃহস্থের বাড়ি। শীতের রাতে…

1 week ago