Election

Election News: মেদিনীপুরে পালালো বাইক বাহিনী, ধরা পড়লো প্রিসাইডিং অফিসার! খড়্গপুরে তৃণমূলের হয়ে আসরে সেই বেবি কোলে, উত্তেজনা হিরণের ওয়ার্ডেও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ ফেব্রুয়ারি:খড়্গপুর ১০ নং ওয়ার্ডের বিজেপি প্রার্থী মৌসুমি দাস-কে মারধর করার অভিযোগ উঠলো সদ্য তৃণমূলে আসা বেবি কোলের বিরুদ্ধে। শুরু হয় দুপক্ষের বচসা, উত্তেজনা! খিদিরপুর প্রাইমারী স্কুলের সামনে এই ঘটনা ঘটে। মারধর, শাড়ি ছেঁড়ার অভিযোগ বেবি কোলের বিরুদ্ধে। ঘটনাস্থলে আসেন খড়্গপুরের মহকুমা পুলিশ আধিকারিক সহ বিশাল পুলিশ বাহিনী। পুলিশ এসে দু’ক্ষকে হটিয়ে দেয় ।মিছিল করে মারধরের ঘটনার প্রতিবাদ জানায় বিজেপি প্রার্থী সহ বিজেপি কর্মী-সমর্থকরা। উল্লেখ্য যে, এই সেই বেবি কোলে যিনি ১০ নং ওয়ার্ডে বিজেপির টিকিট না পেয়ে ঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন! অন্যদিকে, খড়গপুর পৌরসভার হাইভোল্টেজ ৩৩ নম্বর ওয়ার্ডের তালবাগিচা প্রাথমিক স্কুলের বুথে ‘বুথ জ্যাম’ করাকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনা ছড়ায়। র‍্যাফ সহ বিশাল পুলিশ বাহিনী মাইকিং করে জমায়েত সরিয়ে দেয়। বিজেপির প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় ও তৃণমূল প্রার্থী জহর পাল দু’জনই এই বুথের বাইরে উপস্থিত ছিলেন সেই সময়। স্বভাবতই পরস্পরের বিরুদ্ধে তাঁরা অভিযোগ করেছেন।

খড়্গপুরে উত্তেজনা :

অন্যদিকে, মেদিনীপুর পৌরসভার একপ্রান্তে ২৪ নং ওয়ার্ডের রাঙামাটি, গোপগড় প্রভৃতি এলাকায় অবৈধ জমায়েত ও বাইক বাহিনী দাপিয়ে বেড়ানো যে অভিযোগ উঠেছিল, অভিযোগ পাওয়ার পরেই পুলিশ পদক্ষেপ গ্রহণ করে। পুলিশকে দেখেই পালিয়ে যায় বাইক বাহিনী। মেদিনীপুর গ্রামীণ এলাকার দিকে পালিয়ে যায় ওই বাইক বাহিনী। এদিকে, ২৪ নং ওয়ার্ডের ২৭২ নম্বর বুথের প্রিজাইডিং অফিসারকে ভোটারদের প্রভাবিত করার অভিযোগে বসিয়ে দেওয়া হলো। মেদিনীপুর পৌরসভার ২৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ মুখার্জির অভিযোগ, একটি সাদা কাগজে দুটি নির্দিষ্ট রাজনৈতিক দলের চিহ্ন এঁকে সাদা কাগজ নিয়ে ভোটারদের প্রভাবিত করেছিলেন ওই ২৭২ নম্বর বুথের প্রিসাইডিং অফিসার অপূর্ব দাস। তৃণমূল প্রার্থী হাতেনাতে প্রিসাইডিং অফিসারকে ধরেন। কমিশনে অভিযোগ জানানোর পরই সেক্টর অফিসার এসে প্রিসাইডিং অফিসারকে বসিয়ে দেন। সেক্টর অফিসার জানান, অভিযোগ পাওয়ার দশ পনেরো মিনিটের মধ্যেই ঘটনাস্থলে এসে প্রিসাইডিং অফিসারকে তৎক্ষনাৎ তাঁর দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। প্রিসাইডিং অফিসার অপূর্ব দাস নিজের ভুল স্বীকার করেছেন। অপরদিকে, ৪ নং ওয়ার্ডের তাঁতিগেড়িয়া টাউন কলোনীতে এক বহিরাগত যুবককে স্থানীয়রা ধরে ফেলেন। তাকে কিছুক্ষণ পর তাড়িয়ে দেওয়া হয় এলাকা থেকে। এদিকে, পৌরসভা ভোটের ডিউটিতে কর্মরত অবস্থায় অসুস্থ হয়ে পড়লেন রঞ্জন মুখার্জি নামের এক পুলিশকর্মী। ঘটনাটি ঘটেছে ৮ নং ওয়ার্ডের ১৬১ নম্বর বুথের হবিবপুর সরস্বতী বিদ্যামন্দির হাইস্কুলে। জানা যায়, কর্তব্যরত অবস্থায় ওই পুলিশ কর্মী শারীরিকভাবে অসুস্থতা বোধ করেন এবং তারপরই তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হয়‌। আপাততো তিনি স্থিতিশীল বলে জানা গেছে। এদিকে, সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, দুপুর ১ টা অবধি পশ্চিম মেদিনীপুর জেলায় প্রায় ৫৫ শতাংশ ভোটদান সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।

অসুস্থ পুলিশকর্মী :

অবৈধ জমায়েতের অভিযোগ :

News Desk

Recent Posts

Medinipur: অপেক্ষাই সার, কথা দিয়েও এলোনা প্রেমিকা; সুদূর বাগনান থেকে সবংয়ে এসে শেষমেশ হাজত-বাস যুবকের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ জানুয়ারি: একটা সময় অবধি বাঙালির 'ভ্যালেন্টাইনস ডে' মানেই…

2 days ago

Kharagpur: খড়্গপুরে তৃণমূল পরিচালিত পুরবোর্ড ভেঙে দিল রাজ্য সরকার, দায়িত্ব সামলাবেন মহকুমাশাসক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ জানুয়ারি: তৃণমূল পরিচালিত খড়্গপুর পুরসভার বোর্ড ভেঙে দেওয়া…

4 days ago

Midnapore: দুই মেদিনীপুর সহ পাঁচ জেলার পড়ুয়াদের নিয়ে অষ্টম আঞ্চলিক বিজ্ঞান ও প্রযুক্তি কংগ্রেস অনুষ্ঠিত ডেবরা কলেজে, দিশা দেখালেন IIT-র ডিরেক্টর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ জানুয়ারি: জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানা শহীদ ক্ষুদিরাম…

4 days ago

IIT Kharagpur: বার্ষিক ২ কোটি টাকা বেতনের চাকরির অফার ৫ জনকে, কোটি টাকার চাকরি ১০ জনের! অতীতের সমস্ত রেকর্ড ভাঙল IIT খড়্গপুরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ জানুয়ারি: অতীতের সমস্ত 'রেকর্ড' ভেঙে গেল আইআইটি খড়গপুরের…

5 days ago

Midnapore: ভাইপোর হাতে খুন পিসি! নৃশংস ঘটনায় কড়া পদক্ষেপ পুলিশের…

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ জানুয়ারি: নাবালক ভাইপোর হাতে খুন হলেন পিসি! রবিবার…

7 days ago

Medinipur: কেশিয়াড়িতে গৃহস্থের বাড়িতে ভয়াবহ আগুন, শীতের রাতে বুকফাটা আর্তনাদ; পাশে থাকার আশ্বাস প্রশাসনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ জানুয়ারি: ভয়াবহ আগুনে ভস্মীভূত গৃহস্থের বাড়ি। শীতের রাতে…

1 week ago