Election

Kharagpur: খেলা জমে ‘ক্ষীর’ খড়্গপুরে! দিলীপের বৈঠকে নেই হিরণ, হিরণের পোস্টার দিলীপ-ছাড়া; শতাধিক কর্মী বিরোধী শিবিরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ ফেব্রুয়ারি:পৌরভোটের মুখেই রেলশহর খড়্গপুরের রাজনৈতিক খেলা একেবারে জমে ক্ষীর! বিজেপির প্রার্থী তালিকায় চমক দিয়ে প্রার্থী হয়েছিলেন স্বয়ং বিধায়ক হিরন্ময় চট্টোপাধ্যায়। প্রচারও শুরু করে দিয়েছেন। ভাবা হয়েছিল, পৌরসভা নির্বাচনে বিজেপির মুখ হতে চলছেন তিনিই! মাত্র ২ দিন যেতে না যেতেই দেখা গেল সেই গুড়ে বালি! সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ হাজির হলেন শনিবার। প্রার্থীদের নিয়ে মিছিল করলেন, ডাকলেন বৈঠকে। তাৎপর্যপূর্ণ ভাবে ৩৪ জন প্রার্থী এলেও বৈঠকে গরহাজির ৩৩ নং ওয়ার্ডের প্রার্থী হিরণ! এদিকে, ইস্তেহার প্রকাশ অনুষ্ঠানেও দেখা গেলনা বিধায়ককে! স্বভাবতই, সংশয়ে পড়ে গিয়েছেন খড়্গপুর পৌরসভার অন্যান্য বিজেপি প্রার্থীরা। বিশেষত, নতুন প্রার্থীরা। দলের বিধায়ক আর সাংসদের মধ্যে যদি ভোটের মুখেও এই সম্পর্ক হয়, তবে তাঁরা লড়বেন কার নেতৃত্বে! এই সংশয়ের মধ্যেই, হিরণের সোশ্যাল মিডিয়া’র প্রচারের ডিজিটাল পোস্টারে ঠাঁই হলনা দিলীপ ঘোষ এর। আছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও শুভেন্দু অধিকারী। তবে, নেই দিলীপ! আর এই বিজেপি’র এই গোষ্ঠীদ্বন্দ্বের মধ্যেই, শতাধিক যুবকর্মী তৃণমূলে যোগদান করল তৃণমূলে। ২০ নং ওয়ার্ডের যুব মোর্চার নেতা সহ শতাধিক কর্মী’র হাতে তৃণমূল জেলা সভাপতি সুজয় হাজরা পতাকা তুলে দিলেন। ছিলেন, খড়্গপুরের বিদায়ী চেয়ারম্যান তথা ৬ নং ওয়ার্ডের প্রার্থী প্রদীপ সরকার প্রমুখ।

সোশ্যাল মিডিয়ায় হিরণের প্রচার , ছবি নেই দিলীপের :

Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন):

এদিকে, ‘রেলশহর’ তথা ‘মিনি ইন্ডিয়া’ নামে খ্যাত খড়্গপুর পৌরসভার জন্য ইস্তেহার প্রকাশ করল বিজেপি। সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ এবং জেলা সভাপতি তাপস মিশ্র এই ইস্তেহার প্রকাশ করলেন। ১৭ দফা প্রতিশ্রুতি’র ইস্তেহারে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে, রেল শহরের জলনিকাশী ব্যবস্থার উপর। এমনকি, কেন্দ্রের সহযোগিতায় মাস্টার প্ল্যান তৈরির প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। এছাড়াও, প্রতিটি রাস্তা পাকা করার কথা বলা হয়েছে। রাস্তার দুপাশে ফুটপাত এবং এল ই ডি লাইটের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। অপরদিকে, যুবক যুবতীদের জন ফ্রি ওয়াইফাই, প্রবীণদের জন্য হেল্পলাইন টিম গড়ার কথা বলা হয়েছে। কাজে স্বচ্ছতা ও দ্রুততা আনতে, অনলাইনে পৌরসভার সমস্ত কাজ সম্পন্ন করার বিষয়টিতে গুরুত্ব দেওয়া হয়েছে। সর্বোপরি, বিনা পয়সায় প্রতিটি বাড়িতে জলের লাইন পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

তৃণমূলে যোগদান :

Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন) :

Advertisement (বিজ্ঞাপন):

News Desk

Recent Posts

Ghatal Flood: নদীতেই ‘রোপওয়ে’? চন্দ্রকোনায় জীবনের ঝুঁকি নিয়ে পড়ুয়াদের যাতায়াত; প্লাবিত ঘাটালে তলিয়ে মৃত্যু এক ব্যক্তির

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ আগস্ট: বানভাসি ঘাটালের দুর্যোগের নানা চিত্র! কোথাও সেতু…

28 seconds ago

Midnapore: স্ত্রী-র পরকীয়া ধরে ফেলেছিলেন, ভাতের সাথে বিষ মিশিয়ে পুরো পরিবারকেই খুনের ছক, মৃত্যু স্বামীর; সিনেমাকেও হার মানাবে ডেবরার ঘটনা

শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: স্ত্রী-র পরকীয়ার বলি স্বামী! মৃত স্বামীর নাম বুদ্ধদেব দোলাই…

2 days ago

Medinipur: গড়বেতার নির্জন এলাকায় রেললাইনে হঠাৎ বিকট ‘শব্দ’, থমকালো রাজধানী! নমুনা সংগ্রহের পর ফরেন্সিক দল যা জানাল…

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: শিলাবতী নদীর উপর রেলওয়ে ব্রিজ। তার উপরই…

4 days ago

Midnapore: একদিকে চন্দ্রযান, অন্যদিকে হরিনাম; শিক্ষা-সংস্কৃতি-বিজ্ঞান-ক্রীড়া ও পরিবেশের অভূতপূর্ব মেলবন্ধন বিদ্যাসাগর শিশু নিকেতনের বার্ষিক প্রদর্শনীতে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: আধুনিক যুগের বিজ্ঞান থেকে সনাতন সংস্কৃতি, যোগব্যয়াম-খেলাধুলার…

5 days ago

Kharagpur: নতুন কারখানায় কাজ শুরু করবে রশ্মি মেটালিক্স, বাধা সৃষ্টি হলে পুলিশের পদক্ষেপ; নির্দেশ আদালতের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: নতুন কারখানায় অবিলম্বে কাজ শুরু করতে পারবেন…

6 days ago

Midnapore: মেদিনীপুরের একটি বুথেই ৪৯ জন ‘মৃত’ ভোটার, মৃত্যুর ৭ বছর পরও বাদ পড়েনি নাম! প্রশাসনের ঘাড়েই দায় চাপালেন BLO

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ আগস্ট: SIR-এর নিয়ে ইতিমধ্যেই রাজ্য-রাজনীতি উত্তাল। এই ইস্যুতে…

6 days ago