Accident

Accident: মারণ সেলফি! মেদিনীপুরের কাঁসাই ব্রিজে ট্রেনে কাটা পড়ে মৃত্যু দুই যুবকের, আশঙ্কাজনক ১

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১২ ফেব্রুয়ারি: মেদিনীপুর শহরের উপকণ্ঠে রেললাইন সংলগ্ন কাঁসাই (কংসাবতী) নদীর পাড়ে পিকনিক করতে এসে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল দুই যুবকের! আশঙ্কাজনক আরও একজন। স্থানীয় সূত্রে জানা গেছে, রেল লাইনের উপরে সেলফি তোলার সময় ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে মেদিনীপুর সদর ব্লকের দুই যুবকের। গুরুতর আহত আরও একজনকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম যথাক্রমে- মুস্তাক আলি খান ওরফে মিঠু (৩৭), আবীর গায়েন ওরফে ছোটু (৩৫)। আহত যুবকের নাম, জুনমত গায়েন (৩৫)। মেদিনীপুর সদর ব্লকের রাজারবাগান এলাকার বাসিন্দা মুস্তাক এবং জুনমত। হাতিহলকার বাসিন্দা আবীর। রেল পুলিশ সূত্রে জানা গেছে, বিকেল ৪ টা ৩৫ এর হাওড়াগামী লোকাল ট্রেন (মেদিনীপুর-হাওড়া, নম্বর ৩৮৮২৬) যখন মেদিনীপুর স্টেশন ছেড়ে যাচ্ছিল তখনই এই ভয়াবহ ঘটনাটি ঘটে!

মর্মান্তিক দুর্ঘটনা:

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পিকনিক করার পর বিকেলের দিকে কাঁসাই বা কংসাবতী নদীর (Kangsavati River) উপর পুরানো রেল লাইনের একেবারে মাঝামাঝি জায়গায় ওই তিন যুবক সেলফি তুলতে মত্ত ছিল। ট্রেনের শব্দ শুনে, একেবারে শেষ মুহূর্তে ছুটে পালানোর চেষ্টা করে। রেল লাইন থেকে ফিরে আসার চেষ্টা করে ফাঁকা জায়গায়। তবে, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে! ট্রেন ব্রেক কষলেও রক্ষা করতে পারেনি তিন যুবককে। কাঁসাই নদীর উপর ব্রিজের একেবারে শেষ প্রান্তে (বা, শুরু হচ্ছে যেখানে) ট্রেনের ধাক্কায় লুটিয়ে পড়ে তিনজন। একজনের ব্রিজ থেকে নিচে পড়ে মৃত্যু হয়। আরেকজন রেল লাইনের পাশেই পড়ে যায়, তাঁরও মৃত্যু হয়। রেল লাইনের পাশে পড়া আহত আরেক যুবককে উদ্ধার করে সঙ্গে সঙ্গে সদর হাসপাতালে পাঠায় রেল পুলিশ। তবে, তাঁর অবস্থাও আশঙ্কাজনক! খবর পেয়ে, ঘটনাস্থলে আসে মেদিনীপুর স্টেশনের আরপিএফ বাহিনী।

এখানেই ঘটে দুর্ঘটনা:

Advertisement (বিজ্ঞাপন) :

ওসি (আরপিএফ/RPF) ভূপেন্দ্র কুমার যাদব বলেন, মেদিনীপুর স্টেশন থেকে কাঁসাই হল্ট যাওয়ার আগে বিকেল সাড়ে চারটা নাগাদ মেদিনীপুর থেকে হাওড়া গামী লোকাল ট্রেনের ধাক্কায় দু’জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন একজন। আহতকে হাসপাতালে পাঠানো হয়েছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তাঁরা আবেদন জানান, “এইভাবে সেলফি তোলা বা বিপজ্জনকভাবে ঘোরাঘুরি থেকে সাধারণ মানুষকে বিরত থাকতে হবে। বারবার আবেদন জানানো হচ্ছে। তা সত্ত্বেও এই ধরনের ঘটনা খুব দুঃখজনক!”

আরপিএফ ওসি:

Advertisement (বিজ্ঞাপন):

Advertisement (বিজ্ঞাপন) :

News Desk

Recent Posts

Midnapore: স্ত্রী-র পরকীয়া ধরে ফেলেছিলেন, ভাতের সাথে বিষ মিশিয়ে পুরো পরিবারকেই খুনের ছক, মৃত্যু স্বামীর; সিনেমাকেও হার মানাবে ডেবরার ঘটনা

শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: স্ত্রী-র পরকীয়ার বলি স্বামী! মৃত স্বামীর নাম বুদ্ধদেব দোলাই…

2 days ago

Medinipur: গড়বেতার নির্জন এলাকায় রেললাইনে হঠাৎ বিকট ‘শব্দ’, থমকালো রাজধানী! নমুনা সংগ্রহের পর ফরেন্সিক দল যা জানাল…

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: শিলাবতী নদীর উপর রেলওয়ে ব্রিজ। তার উপরই…

3 days ago

Midnapore: একদিকে চন্দ্রযান, অন্যদিকে হরিনাম; শিক্ষা-সংস্কৃতি-বিজ্ঞান-ক্রীড়া ও পরিবেশের অভূতপূর্ব মেলবন্ধন বিদ্যাসাগর শিশু নিকেতনের বার্ষিক প্রদর্শনীতে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: আধুনিক যুগের বিজ্ঞান থেকে সনাতন সংস্কৃতি, যোগব্যয়াম-খেলাধুলার…

5 days ago

Kharagpur: নতুন কারখানায় কাজ শুরু করবে রশ্মি মেটালিক্স, বাধা সৃষ্টি হলে পুলিশের পদক্ষেপ; নির্দেশ আদালতের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: নতুন কারখানায় অবিলম্বে কাজ শুরু করতে পারবেন…

6 days ago

Midnapore: মেদিনীপুরের একটি বুথেই ৪৯ জন ‘মৃত’ ভোটার, মৃত্যুর ৭ বছর পরও বাদ পড়েনি নাম! প্রশাসনের ঘাড়েই দায় চাপালেন BLO

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ আগস্ট: SIR-এর নিয়ে ইতিমধ্যেই রাজ্য-রাজনীতি উত্তাল। এই ইস্যুতে…

6 days ago

Midnapore: মেদিনীপুরের মেয়ের ইংলিশ চ্যানেল জয়! নতুন ইতিহাস সৃষ্টি করলেন আফরিন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ২৯ জুলাই: মঙ্গলবার (২৯ জুলাই) রাত্রি ঠিক ৯টা ৩১ মিনিট…

1 week ago