Election

Midnapore: মেদিনীপুরে মিটলো দূরত্ব! বিশ্বনাথের প্রচারে জুন, খড়্গপুরে জেলা সভাপতি সুজয়

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ ফেব্রুয়ারি: বরফ কি তবে গললো? ঘুচলো মান-অভিমান? মেদিনীপুর শহর সভাপতি বিশ্বনাথ পান্ডবের প্রচারে বিধায়ক জুন মালিয়া। আবেদন জানালেন, “আপনারা বিপুল ভোটে জয়ী করুন বিশুদা-কে। আমি জানি, ২৭ ফেব্রুয়ারি আপনারা বিশুদাকেই ভোট দেবেন। মেদিনীপুর পৌরসভার ২৫-টি ওয়ার্ডই আপনারা তুলে দেবেন আমাদের দিদি’র হাতে!” বিভেদ ভুলে মৈত্রী’র এই ছবি দেখা গেল মেদিনীপুর পৌরসভার ১৯ নং ওয়ার্ডে। শুক্রবার প্রচারের এক্কেবারে শেষ দিনের এই ছবি তৃণমূল কর্মী সমর্থকদেরও উজ্জীবিত করলো।

মেদিনীপুরে জুন-বিশ্বনাথ :

প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি জেলা শহর মেদিনীপুরে অনুষ্ঠিত শহর তৃণমূল আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট-কে ঘিরে ‘ঠান্ডা লড়াই’ এর কথা শোনা গিয়েছিল বিধায়ক জুন মালিয়ার সাথে শহর সভাপতি বিশ্বনাথ পান্ডবের! যদিও, মুখে কেউ কিছু বলেননি। তবে, তারপর থেকেই তৈরি হয়েছিল দূরত্ব! মনোনয়ন জমা দেওয়া থেকে শুরু করে প্রচারের প্রথম দিন থেকে সেই বিভাজন যেন আরও স্পষ্ট উপলব্ধি করতে পারছিলেন আপামর তৃণমূল কর্মী সমর্থকরা! নানা জল্পনা চলছিল শহরের মধ্যে। কারণ, বিধায়ক হওয়ার আগে এবং তারপরেও যে ‘বিশু দা’ বলতে অজ্ঞান ছিলেন জুন, ইদানিং তাঁকেই যেন কিছুটা এড়িয়ে চলছিলেন জুন। তবে, সংবাদমাধ্যমের কাছে অবশ্য মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়া এসবকিছুকে ‘অপপ্রচার’ বলে উড়িয়ে দিয়েছেন। আর, ১৯ নং ওয়ার্ডের প্রার্থী তথা শহর সভাপতি বিশ্বনাথ পান্ডব এনিয়ে মুখ না খুললেও, তাঁর ছেলে তথা শহরের যুব নেতা প্রসেনজিৎ পান্ডব শুক্রবার জানিয়েছেন, “কোনোকালেই দূরত্ব ছিল না! এসব মিডিয়ার অপপ্রচার।” তবে, যাই হোক, প্রচারের শেষ দিনের এই মিলনের ছবি যেন শাসকদলের সমর্থকদের বেশ আশ্বস্ত করল।

বিশ্বনাথের প্রচারে কৌশানি :

অন্যদিকে, খড়্গপুর শহরে শেষ লগ্নের প্রচারে ঝড় তুলতে সাতসকালেই পৌঁছে গেছেন জেলা সভাপতি সুজয় হাজরা। সভা, র‍্যালি, রোড শো চলছে জোর কদমে। এমনিতেই, রেলশহরে প্রথম দিন থেকে মাটি কামড়ে পড়েছিলেন জেলা সভাপতি। জয় সুনিশ্চিত করতে ৩৫-টি ওয়ার্ডেই নিযুক্ত করেছিলেন ৩৫ জন পর্যবেক্ষক। জেলা সভাপতির সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করছিলেন জেলা চেয়ারম্যান ও বিধায়ক দীনেন রায়, বিধায়ক সূর্য অট্ট, বিধায়ক উত্তরা সিংহ হাজরা, বিধায়ক পরেশ মুর্মু, প্রাক্তন বিধায়ক ও রাজ্য সম্পাদক প্রদ্যোৎ ঘোষ প্রমুখরা। অন্যদিকে, খড়্গপুরে গড় রক্ষা করতে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ-ও জোর কদমে প্রচার চালিয়ে যাচ্ছেন। বিধায়ক হিরন্ময় চট্টোপাধ্যায় অবশ্য নিজের ৩৩ নং ওয়ার্ড নিয়েই ব্যস্ত! তবে কি খড়্গপুরের হাড্ডাহাড্ডি লড়াই? তৃণমূল জেলা সভাপতি সুজয় হাজরা জানালেন, “দিলীপ বাবু যত প্রচার করবেন, তৃণমূলের ভোট তত বাড়বে! আগেও ওনার উপস্থিতিতে যোগদান করিয়ে আমরা তা দেখিয়ে দিয়েছি। উনি এখনও বিধায়কের সঙ্গেই দূরত্ব ঘোচাতে পারলেন না, আর প্রার্থীদের কি করে জেতাবেন! ঐক্যবদ্ধ তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন এর উপর ভর করে খড়্গপুরের ৩৫-টি এবং মেদিনীপুরের ২৫-টি ওয়ার্ডেই বিপুল ভোটে জয়ী হবেন।”

প্রচারে জেলা সভাপতি সুজয় হাজরা :

News Desk

Recent Posts

Medinipur: খড়্গপুর টাউন থানার আইসি হচ্ছেন পার্থসারথি পাল; বদলি হলেন কেশিয়াড়ি, মোহনপুর, গোয়ালতোড় থানার IC-রাও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ নভেম্বর: রাজ্যজুড়ে ১৭৫ জন ইন্সপেক্টরকে বদলি করা হলো।…

10 hours ago

Midnapore: মেয়ের অন্নপ্রাশন শেষে জ্বর নিয়েই কাজে যোগ দিয়েছিলেন, ‘কফিনবন্দী’ হয়ে ডেবরায় ফিরলেন CRPF জওয়ান

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: শোকসংবাদটা পৌঁছেছিল শুক্রবারই। বুকে পাথর চেপে অপেক্ষা…

5 days ago

Medinipur: মামিমার সাথে ‘অভিসারে’ গিয়ে ফাঁসলেন যুবক? অপহরণ ও ধর্ষণের অভিযোগে কেশিয়াড়িতে গ্রেপ্তার ‘কলির কেষ্ট’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: মামিমাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক।…

5 days ago

Medinipur: প্রায় ৬০ বছর পর রাজ্যের দাপুটে মন্ত্রীর গড়ে ‘পাকা’ হবে মাটির স্কুলবাড়ি, আনন্দে মিষ্টিমুখ পড়ুয়াদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: রাজ্যের দাপুটে মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়ার 'খাসতালুক' সবংয়ে…

7 days ago

Kharagpur: ওড়িশার বেসরকারি কলেজে খড়্গপুরের ছাত্রের রহস্যমৃত্যু! খুনের অভিযোগ পরিবারের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ওড়িশার বেসরকারি কলেজে বাংলার ছাত্রের রহস্যমৃত্যু! খুনের…

1 week ago

Midnapore: জেলার স্বনামধন্য নৃত্যশিল্পী রাজীব খানের অকাল প্রয়াণে শোকস্তব্ধ মেদিনীপুর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ নভেম্বর: হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো মেদিনীপুর শহর…

3 weeks ago