দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ অক্টোবর: প্রতিবছরের মতো এবারও পুজোর সময় জেলা শহর মেদিনীপুর-কে যানজটমুক্ত রাখতে বদ্ধপরিকর পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। আগামীকাল অর্থাৎ মহাষষ্ঠী (১১ অক্টোবর)’র দিন থেকে আগামী ১৯ অক্টোবর পর্যন্ত তাই শহরের মধ্যে ভারী যানবাহন চলাচল প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যাত্রীবাহী শহরের উপকণ্ঠে বা আশেপাশে পার্কিং করতে হবে এবং সেখান থেকেই যাত্রী তুলতে হবে। অন্যদিকে, ট্রাক বা ভারী যানবাহন শহরের রাস্তায় প্রবেশ করবেনা, বাইপাস দিয়ে জাতীয় সড়কে উঠে যাবে। অন্যদিকে, শহরের রাস্তা এবং পুজো মণ্ডপে ভিড়ভাট্টা রুখতে, টোটো-অটো-লোটো এবং ফোর হুইলার বা প্রাইভেট কার বন্ধ থাকবে দুপুর ২ টো থেকে রাত্রি (ভোর) ৩ টা অবধি। এমনটাই জানানো হয়েছে জেলা পুলিশের তরফে।

thebengalpost.net
জেলা পুলিশের নির্দেশিকা :

পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সকাল থেকে দুপুর ৩ টা অবধি খড়্গপুর থেকে আসা বাস যথারীতি কেরানীচটি, এল আই সি দিয়ে বাস স্ট্যান্ডে প্রবেশ করবে, কিন্তু দুপুর ৩ টের পর বাস কুইকোটা দিয়ে জামবাগানে (বি এল আর ও অফিস) নিয়ে গিয়ে পার্ক করতে হবে এবং সেখান থেকেই যাত্রী তুলতে হবে। লালগড়, শালবনী, আনন্দপুর, কেশপুর থেকে আসা বাসের ক্ষেত্রেও একই নিয়ম। ঝাড়গ্রাম-ধেড়ুয়া’র দিক থেকে আসা বাসের ক্ষেত্রে দুপুর ৩ টা অবধি কেরানীটোলা দিয়ে সেন্ট্রাল বাস স্ট্যান্ডে বাস প্রবেশ-প্রস্থান করবে। কিন্তু, দুপুর ৩ টার পর তাম্রলিপ্ত স্পিনিং মিলের কাছেই বাস থেমে যাবে অর্থাৎ রাঙামাটির আগেই। সেখান থেকেই ফিরে যাওয়ার বাস ধরতে হবে। তবে, ট্রাক বা ভারী যানবাহনের ক্ষেত্রে, এই ৯ দিন চব্বিশ ঘণ্টার জন্যই জেলা শহরে প্রবেশ নিষেধ। অন্যদিকে, টোটো-অটো-চারচাকায় ঘোরাঘুরির জন্য সকাল থেকে (ভোর ৩ টা থেকে) দুপুর ২ টো পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে।