দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ মে: সকাল সকাল গণতন্ত্রের উৎসবে সামিল হতে গিয়েছিলেন। শুনলেন ভোটার লিস্টে তাঁর নামই নেই! কারণ? তিনি নাকি মারা গেছেন! মেদিনীপুর লোকসভার অধীন খড়্গপুর সদর বিধানসভার ২৬০নং বুথে (শেরশা স্টেডিয়ামের) ঠিক এমনটাই ঘটলো ৭৭ বছর বয়সী লক্ষ্মী পাত্র-র সাথে। বেরিয়ে এসে লক্ষ্মী দেবী জানান, “প্রতিবারে এই বুথেই ভোট দিতে আসি। এবারও এখানে ভোট দিতে এসেছিলাম। কিন্তু, এসে দেখি লিস্টে আমার নাম নেই। ভিতরে জিজ্ঞাসা করলাম, ওঁরা বললেন, ‘আপনি মারা গেছেন’! তাই আপনার নাম ডিলিট হয়ে গেছে।”

thebengalpost.net
লক্ষ্মী পাত্র:

এদিকে, শনিবার সকাল থেকেই নির্বাচন কমিশন আর কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে খুব উগরে দিয়ে ঘাটাল লোকসভা আসনের বিজেপি প্রার্থী হিরণ কেশপুরে জানান, “নির্বাচনের নামে প্রহসন করাচ্ছে নির্বাচন কমিশন। কেন্দ্রীয় বাহিনীর দেখা নেই! ওদের ডিআইজি আমার সাথে খুব খারাপ ব্যবহার করেছে। কেশপুর বিধানসভার ২৮০-টা বুথের ১৮০ টাতে আমাদের এজেন্টকে বসতে দেয়নি!” আনন্দপুর সহ বিভিন্ন এলাকায় হিরণকে বিক্ষোভ দেখিয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। তাঁর গাড়িতে ঢিল পড়েছে। আর, তাতে এক সাংবাদিক সহ অনেকেই অল্পবিস্তর আহত হয়েছেন। খড়্গপুর গ্রামীণের কিসমত আঙুয়া সহ একাধিক এলাকায় তাঁর গাড়ি আটকে তৃণমূল কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখায়, গো ব্যাক স্লোগান দেয়। সাংবাদিকদের গাড়িও আটকে দেওয়া হয়। আবার, কেশিয়াড়িতে সাদা পোশাকের কলকাতা পুলিশের এক কর্মীকে বুথের আশেপাশে দেখে অগ্নিমিত্রা পাল তীব্র ভর্ৎসনা করেন তাঁকে। তাঁদের এক এজেন্টকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ। পরে প্রার্থী অগ্নিমিত্রা তাঁকে ফের বুথে বসান।

thebengalpost.net
হিরণ-কে ঘিরে বিক্ষোভ: