Election

Midnapore: দশভূজা মমতার হাতে বধ হচ্ছেন মোদী-শাহ! মেদিনীপুরে তৃণমূল প্রার্থীর ব্যানারে বিতর্ক, খুলে নেওয়ার নির্দেশ দলের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৭ ফেব্রুয়ারি:’দশভূজা’ দেবী দুর্গা রূপে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দশ হাতে- কন্যাশ্রী, শিক্ষাশ্রী, রুপশ্রী, স্বাস্থ্য সাথী, সবুজ সাথী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রভৃতি। আর, তিনি বধ করছেন, মহিষাসুর রূপী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে! অন্যদিকে, ‘দুর্গতিনাশিনী’ তথা ‘সিংহবাহিনী’ রূপী মমতা বন্দ্যোপাধ্যায়ের আরেক রূপ হিসেবে দেখানো হয়েছে মেদিনীপুর পৌরসভার ১ নং ওয়ার্ডের তৃণমূল প্রার্থী অনিমা সাহা-কে! ব্যানারে তিনি ব্যাঘ্রবাহিনী। এমনই বিতর্কিত ব্যানার ঘিরে তোলপাড় হল মেদিনীপুর শহর। বিতর্কের জেরে শেষমেষ ওই ব্যানার খুলে ফেলার নির্দেশ দিলেন স্বয়ং প্রার্থী অনিমা সাহা। দলের তরফেও সেই নির্দেশ দেওয়া হয়েছে। প্রার্থী জানিয়েছেন, “আমি সত্যিই জানতাম না এরকম কোনো ব্যানার করেছে আমাদের সর্মথকরা। প্রচারের চাপে সবদিক দেখা সম্ভবও নয়। আপনাদের মাধ্যমে জানতে পারলাম, কিছু উৎসাহী সমর্থক এরকম করে ফেলেছিল। দেবদেবীকে নিয়ে এই ধরনের ব্যানার না করাই উচিত। আমি তা খুলে ফেলার নির্দেশ দিয়েছি অবিলম্বে।”

অনিমা সাহা’র প্রচার:

Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন) :

Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন) :

Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন):

Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন) :

প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে দুর্গা পূজা সহ বিভিন্ন সময়ে দেখা গেছে বিভিন্ন ক্লাবের উদ্যোক্তারা মমতা বন্দ্যোপাধ্যায়-এর রূপেই সাজিয়েছেন মা দুর্গার মূর্তি। কিন্তু, এবার মেদিনীপুর পৌরসভাতেও প্রার্থীর প্রচারে দেবী দুর্গা রূপে আবির্ভূত মমতা বন্দ্যোপাধ্যায়। ত্রিশুল দিয়ে বধ করছেন, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে! মেদিনীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডেথ ভাঙিপুকুর এলাকায় এরকমই একটি চল্লিশ ফুট বাই কুড়ি ফুটের বড় পোস্টার ঘিরে শুরু হয় বিতর্ক। বিজেপির জেলা সহ-সভাপতি অরূপ দাসের অভিযোগ, “এ আর অবাক কিসের! রাজনীতিতে তৃণমূল সবকিছু করতে পারে। বিজেপি দেব-দেবীর নামে স্লোগান দিলে দোষ, আর এখানে ওনাদের নেত্রী থেকে প্রার্থী সবাই দেবী রূপে আবির্ভূত হয়ে গেছেন!” তবে, বিষয়টিকে একেবারে উড়িয়ে দিয়েছেন জেলা তৃণমূলের সভাপতি সুজয় হাজরা। তিনি জানিয়েছেন, “হাজার হাজার সমর্থকদের মাঝে কেউ কেউ অত্যুৎসাহী হয়ে হয়তো কিছু করে ফেলেছেন! তা হয়তো খুলে ফেলাও হয়েছে ইতিমধ্যে। তবে দল এই ধরনের ব্যানার অনুমোদন করে না। আর, ‘বাংলার মা’ রূপে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্থান তো মানুষের মনে, তা ব্যানার আকারে তুলে ধরার প্রয়োজন নেই!”

Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন) :

Advertisement (নির্বাচনী প্রচার) :

Advertisement (বিজ্ঞাপন) :

প্রসঙ্গত উল্লেখ্য, ১ নং ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর অনিমা সাহা। এলাকায় তিনি কাজের মানুষ হিসেবেই পরিচিত। এমনিতে তিন প্রচার বিমুখও। কাজ করতেই ভালোবাসেন। নিজের মোবাইলেও নিজের প্রচারের ছবি খুঁজে পাওয়া যায় না! তবে, পৌরসভার নির্বাচনে কিছু অত্যুৎসাহী কর্মী-সমর্থক ‘অপ্রতিদ্বন্দ্বী’ অনিমা’র নামে এরকম ব্যানার টাঙানোয় বিতর্ক তৈরি হয়েছে। তা অনিমা সাহা’র কানে যাওয়া মাত্রই তা খুলে ফেলার নির্দেশ দিয়েছেন তিনি। উল্লেখ্য এই ওয়ার্ডের (১ নং) বিজেপি প্রার্থী স্বাতীলেখা দাস, কংগ্রেস প্রার্থী বেনজির হোসেন এবং বাম প্রার্থী ক্ষমা ভৌমিক। তবে, তৃণমূল প্রার্থী অনিমা সাহা’ই এখানে এগিয়ে আছেন বলে অধিকাংশ ওয়ার্ডবাসীর মত।

Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন) :

Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন) :

Advertisement (নির্বাচনী বিজ্ঞাপন):

News Desk

Recent Posts

Midnapore: শিক্ষা, সাহিত্য, সঙ্গীতের সাথেই মিশে গেল বিজ্ঞান ও প্রযুক্তির ছটা; ঈশ্বরের আলোয় আলোকিত ‘বিদ্যাসাগর পুরস্কার’-এর মঞ্চ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শিক্ষা, সাহিত্য, সঙ্গীত ও সমাজজীবনে উল্লেখযোগ্য অবদানের…

13 hours ago

Midnapore: সকাল থেকেই চলছিল অভিযান, পুজোর আগেই কেশিয়াড়ি থেকে পাকড়াও মহারাষ্ট্রের দুই কুখ্যাত দুষ্কৃতী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ সেপ্টেম্বর: গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার সকাল থেকেই…

2 days ago

IIT Kharagpur: শত চেষ্টাও বিফলে, ন’মাসে ছয় পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু IIT খড়্গপুরে; ঝুলন্ত মৃতদেহ উদ্ধার গবেষকের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ সেপ্টেম্বর: ফের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার আইআইটি খড়্গপুরে! শনিবার…

4 days ago

Midnapore: দুর্ভেদ্য নাকা পয়েন্ট, স্টেশন চত্বরে বসছে CCTV; মেদিনীপুরে কুড়মি আন্দোলন ঠেকাতে কড়া জেলা পুলিশ ও রেল

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ সেপ্টেম্বর: 'কেউ কথা রাখেনি..!' না রাজ্য সরকার না…

7 days ago

IIT Kharagpur: বিশ্ব উষ্ণায়ন আর মানব সভ্যতার বিবর্তন, বনাঞ্চলে ব্যাহত সালোকসংশ্লেষ প্রক্রিয়া; IIT খড়্গপুরের গবেষণায় উঠে এলো চমকপ্রদ তথ্য

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ সেপ্টেম্বর: গত কয়েক বছরে সবুজায়নে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে ভারত।…

7 days ago

Midnapore: বাড়ি নয় যেন ‘হাজারদুয়ারি’! কোটি কোটি টাকা প্রতারণা করে সপরিবারে ‘ফেরার’ বেলদার স্বর্ণ ব্যবসায়ী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: বিশাল জায়গার উপর প্রাসাদোপম বাড়ি। উঁচু পাঁচিল…

1 week ago