Election

Midnapore: কোম্পানি NOC দিলনা তৃণমূল প্রার্থীকে, শিকে ছিঁড়ল পশ্চিম মেদিনীপুরের ৩৫ বছরের চেয়ারম্যানের

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ৯ ফেব্রুয়ারি: দল প্রার্থী করেনি তাঁকে। হতাশ হয়েছিলেন অবশ্যই। দীর্ঘ ৩৫ বছর ধরে পৌরসভা চালানোর অভিজ্ঞতা ছিল তাঁর! অবশেষে, কপাল ফিরল প্রাক্তন চেয়ারম্যানের। পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাই পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান দুর্গাশংকর পান ৫ নম্বর ওয়ার্ড থেকে তৃণমূলের টিকিট পেলেন মনোনয়নপত্র জমা দেওয়ার আগের দিন রাতে! উল্লেখ্য, এবারের নির্বাচনে ক্ষীরপাই পৌরসভার পুরানো তৃণমূল কাউন্সিলররা কেউই টিকিট পাননি! নতুন মুখকেই প্রাধান্য দেওয়া হয়েছে। ক্ষীরপাই পৌরসভার দশটি ওয়ার্ডেই প্রার্থী হিসেবে যাঁদের নাম ঘোষণা করা হয়েছিল, তাঁরা নির্বাচনে প্রথমবার প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। এবার, তাঁদের মধ্যেই একমাত্র ব্যতিক্রম হয়ে গেলেন দুর্গাশঙ্কর পান। সেটাও আবার বরাত জোরে!

দুর্গাশঙ্কর পান :

প্রসঙ্গত, এবারের ক্ষীরপাই পৌরসভার ৫, ৭ এবং ৩- এই তিনটি ওয়ার্ড জেনারেল হয়েছে। ক্ষীরপাই পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে টিকিট পেতে পারেন বলে সম্ভাবনা ছিল দুর্গাশঙ্কর পানের। দুর্গাবাবু নিজেও ৭ নম্বর ওয়ার্ডে প্রচার শুরু করে দিয়েছিলে। কিন্তু, দল প্রার্থী তালিকা ঘোষণা করতেই মাথায় হাত পড়ল দুর্গাশঙ্করের! তাঁর নাম ছিলনা কোনো ওয়ার্ডেই। অন্যদিকে, ৫ নম্বর ওয়ার্ডের একেবারে নতুন মুখ ছিল বিশিষ্ট উদ্যোগপতি মানস অধিকারীর। মনোনয়নও জমা দিয়েছিলেন তৃণমূল প্রার্থী হিসেবে। হয়েছিল দেওয়াল লিখনও। কিন্তু, মানস বাবু ইন্ডিয়ান অয়েলের ডিস্ট্রিবিউটর হওয়ায়, তিনি ইন্ডিয়ান ওয়েল থেকে শেষ মুহূর্তে এনওসি (No Objection Certificate) বের করতে পারেননি! যার ফলে, শেষ মুহূর্তে তৃণমূল দলের উচ্চ নেতৃত্ব দীর্ঘদিনের রাজনীতিবিদ দুর্গাসংকর পানকে মনোনয়ন দেন। দুর্গাশঙ্কর ১৯৮১ সালে বাম জমানায় কংগ্রেসের সমর্থনে নির্দল প্রার্থী হিসেবে ভাইস চেয়ারম্যান হন। ‘৮৬ তে হন চেয়ারম্যান। ১৯৯১ সাল থেকে তিনি সিপিএমের সমর্থনে টানা চেয়ারম্যান ছিলেন। ফের ২০১২ সাল থেকে তিনি তৃণমূলের সমর্থনে চেয়ারম্যান হন ২০২১ অবধি। অবশেষে, ২০২১ এর ১৬ আগস্ট দুর্গাশঙ্করকে পৌরপ্রশাসক থেকে সরিয়ে বীরেশ্বর পাহাড়িকে ক্ষীরপাই পৌরসভার পৌর প্রশাসক করা হয়। তারপরও, দুর্গাশঙ্কর তৃণমূল দলের একনিষ্ঠ কর্মী হিসেবে কাজ করে গেছেন ।তা সত্ত্বেও দল এবারের নির্বাচনে তাঁকে টিকিট দেয়নি। এদিকে, ক্ষীরপাই পৌরসভার ১০ নং ওয়ার্ড সহ বিভিন্ন জায়গায় প্রার্থী নিয়ে তৃণমূল কর্মীদের মধ্যে যথেষ্ট ক্ষোভ-বিক্ষোভ ছিল। তবে, অভিজ্ঞ রাজনীতিবিদ দুর্গাশঙ্কর টিকিট না পেলেও, কোথাও দলের বিরুদ্ধে কথা বলেননি! সেজন্যই, শেষ মুহূর্তে সেই দুর্গার কপালেই টিকিট জুটলো বলে রাজনৈতিক মহল মনে করছে। আজ তিনি মনোনয়নপত্র জমা দেবেন বলে জানা গেছে।

News Desk

Recent Posts

Medinipur: অপেক্ষাই সার, কথা দিয়েও এলোনা প্রেমিকা; সুদূর বাগনান থেকে সবংয়ে এসে শেষমেশ হাজত-বাস যুবকের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ জানুয়ারি: একটা সময় অবধি বাঙালির 'ভ্যালেন্টাইনস ডে' মানেই…

2 days ago

Kharagpur: খড়্গপুরে তৃণমূল পরিচালিত পুরবোর্ড ভেঙে দিল রাজ্য সরকার, দায়িত্ব সামলাবেন মহকুমাশাসক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ জানুয়ারি: তৃণমূল পরিচালিত খড়্গপুর পুরসভার বোর্ড ভেঙে দেওয়া…

4 days ago

Midnapore: দুই মেদিনীপুর সহ পাঁচ জেলার পড়ুয়াদের নিয়ে অষ্টম আঞ্চলিক বিজ্ঞান ও প্রযুক্তি কংগ্রেস অনুষ্ঠিত ডেবরা কলেজে, দিশা দেখালেন IIT-র ডিরেক্টর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ জানুয়ারি: জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানা শহীদ ক্ষুদিরাম…

5 days ago

IIT Kharagpur: বার্ষিক ২ কোটি টাকা বেতনের চাকরির অফার ৫ জনকে, কোটি টাকার চাকরি ১০ জনের! অতীতের সমস্ত রেকর্ড ভাঙল IIT খড়্গপুরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ জানুয়ারি: অতীতের সমস্ত 'রেকর্ড' ভেঙে গেল আইআইটি খড়গপুরের…

5 days ago

Midnapore: ভাইপোর হাতে খুন পিসি! নৃশংস ঘটনায় কড়া পদক্ষেপ পুলিশের…

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ জানুয়ারি: নাবালক ভাইপোর হাতে খুন হলেন পিসি! রবিবার…

7 days ago

Medinipur: কেশিয়াড়িতে গৃহস্থের বাড়িতে ভয়াবহ আগুন, শীতের রাতে বুকফাটা আর্তনাদ; পাশে থাকার আশ্বাস প্রশাসনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ জানুয়ারি: ভয়াবহ আগুনে ভস্মীভূত গৃহস্থের বাড়ি। শীতের রাতে…

1 week ago