Election

Midnapore: কোম্পানি NOC দিলনা তৃণমূল প্রার্থীকে, শিকে ছিঁড়ল পশ্চিম মেদিনীপুরের ৩৫ বছরের চেয়ারম্যানের

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ৯ ফেব্রুয়ারি: দল প্রার্থী করেনি তাঁকে। হতাশ হয়েছিলেন অবশ্যই। দীর্ঘ ৩৫ বছর ধরে পৌরসভা চালানোর অভিজ্ঞতা ছিল তাঁর! অবশেষে, কপাল ফিরল প্রাক্তন চেয়ারম্যানের। পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাই পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান দুর্গাশংকর পান ৫ নম্বর ওয়ার্ড থেকে তৃণমূলের টিকিট পেলেন মনোনয়নপত্র জমা দেওয়ার আগের দিন রাতে! উল্লেখ্য, এবারের নির্বাচনে ক্ষীরপাই পৌরসভার পুরানো তৃণমূল কাউন্সিলররা কেউই টিকিট পাননি! নতুন মুখকেই প্রাধান্য দেওয়া হয়েছে। ক্ষীরপাই পৌরসভার দশটি ওয়ার্ডেই প্রার্থী হিসেবে যাঁদের নাম ঘোষণা করা হয়েছিল, তাঁরা নির্বাচনে প্রথমবার প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। এবার, তাঁদের মধ্যেই একমাত্র ব্যতিক্রম হয়ে গেলেন দুর্গাশঙ্কর পান। সেটাও আবার বরাত জোরে!

দুর্গাশঙ্কর পান :

প্রসঙ্গত, এবারের ক্ষীরপাই পৌরসভার ৫, ৭ এবং ৩- এই তিনটি ওয়ার্ড জেনারেল হয়েছে। ক্ষীরপাই পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে টিকিট পেতে পারেন বলে সম্ভাবনা ছিল দুর্গাশঙ্কর পানের। দুর্গাবাবু নিজেও ৭ নম্বর ওয়ার্ডে প্রচার শুরু করে দিয়েছিলে। কিন্তু, দল প্রার্থী তালিকা ঘোষণা করতেই মাথায় হাত পড়ল দুর্গাশঙ্করের! তাঁর নাম ছিলনা কোনো ওয়ার্ডেই। অন্যদিকে, ৫ নম্বর ওয়ার্ডের একেবারে নতুন মুখ ছিল বিশিষ্ট উদ্যোগপতি মানস অধিকারীর। মনোনয়নও জমা দিয়েছিলেন তৃণমূল প্রার্থী হিসেবে। হয়েছিল দেওয়াল লিখনও। কিন্তু, মানস বাবু ইন্ডিয়ান অয়েলের ডিস্ট্রিবিউটর হওয়ায়, তিনি ইন্ডিয়ান ওয়েল থেকে শেষ মুহূর্তে এনওসি (No Objection Certificate) বের করতে পারেননি! যার ফলে, শেষ মুহূর্তে তৃণমূল দলের উচ্চ নেতৃত্ব দীর্ঘদিনের রাজনীতিবিদ দুর্গাসংকর পানকে মনোনয়ন দেন। দুর্গাশঙ্কর ১৯৮১ সালে বাম জমানায় কংগ্রেসের সমর্থনে নির্দল প্রার্থী হিসেবে ভাইস চেয়ারম্যান হন। ‘৮৬ তে হন চেয়ারম্যান। ১৯৯১ সাল থেকে তিনি সিপিএমের সমর্থনে টানা চেয়ারম্যান ছিলেন। ফের ২০১২ সাল থেকে তিনি তৃণমূলের সমর্থনে চেয়ারম্যান হন ২০২১ অবধি। অবশেষে, ২০২১ এর ১৬ আগস্ট দুর্গাশঙ্করকে পৌরপ্রশাসক থেকে সরিয়ে বীরেশ্বর পাহাড়িকে ক্ষীরপাই পৌরসভার পৌর প্রশাসক করা হয়। তারপরও, দুর্গাশঙ্কর তৃণমূল দলের একনিষ্ঠ কর্মী হিসেবে কাজ করে গেছেন ।তা সত্ত্বেও দল এবারের নির্বাচনে তাঁকে টিকিট দেয়নি। এদিকে, ক্ষীরপাই পৌরসভার ১০ নং ওয়ার্ড সহ বিভিন্ন জায়গায় প্রার্থী নিয়ে তৃণমূল কর্মীদের মধ্যে যথেষ্ট ক্ষোভ-বিক্ষোভ ছিল। তবে, অভিজ্ঞ রাজনীতিবিদ দুর্গাশঙ্কর টিকিট না পেলেও, কোথাও দলের বিরুদ্ধে কথা বলেননি! সেজন্যই, শেষ মুহূর্তে সেই দুর্গার কপালেই টিকিট জুটলো বলে রাজনৈতিক মহল মনে করছে। আজ তিনি মনোনয়নপত্র জমা দেবেন বলে জানা গেছে।

News Desk

Recent Posts

Midnapore: মহুয়া, অরোরার পর স্তব্ধ হলো হরির পথচলা! একমাত্র সিনেমা হল হারিয়ে হতাশ মেদিনীপুরবাসী, আশ্বাস সাংসদ জুনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ১৭ অক্টোবর: জেলা শহর মেদিনীপুরের 'সবেধন নীলমণি' সিনেমা হল ছিল…

2 days ago

Midnapore: হাঁটলেন সেলিম-সূর্যরা, সামনের সারিতে ‘শিষ্য’ সুশান্তও; দীপকের ‘দেহদান’ মেদিনীপুর মেডিক্যালে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ অক্টোবর: দলীয় রাজনীতিতে দীপক সরকারের অনুগামী হিসেবেই পরিচিত…

4 days ago

Midnapore: প্রয়াত সিপিআইএম-এর প্রাক্তন জেলা সম্পাদক দীপক সরকার! স্পোর্টস কমপ্লেক্স থেকে মেডিক্যাল কলেজ, মেদিনীপুরের জন্য অবদান অনেক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ অক্টোবর: প্রয়াত হলেন সিপিআই(এম)-এর পশ্চিম মেদিনীপুর জেলার প্রাক্তন…

5 days ago

Midnapore: চিকিৎসার গাফিলতিতে ৯ মাসের অন্তঃসত্ত্বার মৃত্যু মেদিনীপুর মেডিক্যালে! তদন্ত-কমিটির মুখোমুখি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ অক্টোবর: সোমবার ভোরে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের…

5 days ago

Midnapore: ‘স্থগিত’ করা হলো মুখ্যমন্ত্রীর কারখানা উদ্বোধনের অনুষ্ঠান; কারণ নিয়ে ধোঁয়াশা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ অক্টোবর: খড়্গপুর গ্রামীণের বিদ্যাসাগর শিল্পতালুক সংলগ্ন এলাকায় (জাতীয়…

2 weeks ago

Uttarbanga: উত্তরবঙ্গের বন্যাকবলিত এলাকায় গিয়ে আক্রান্ত বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, নাগরাকাটা, ৬ অক্টোবর: বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে গিয়ে আক্রান্ত বিজেপি সাংসদ খগেন…

2 weeks ago