Election

Midnapore: কোম্পানি NOC দিলনা তৃণমূল প্রার্থীকে, শিকে ছিঁড়ল পশ্চিম মেদিনীপুরের ৩৫ বছরের চেয়ারম্যানের

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ৯ ফেব্রুয়ারি: দল প্রার্থী করেনি তাঁকে। হতাশ হয়েছিলেন অবশ্যই। দীর্ঘ ৩৫ বছর ধরে পৌরসভা চালানোর অভিজ্ঞতা ছিল তাঁর! অবশেষে, কপাল ফিরল প্রাক্তন চেয়ারম্যানের। পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাই পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান দুর্গাশংকর পান ৫ নম্বর ওয়ার্ড থেকে তৃণমূলের টিকিট পেলেন মনোনয়নপত্র জমা দেওয়ার আগের দিন রাতে! উল্লেখ্য, এবারের নির্বাচনে ক্ষীরপাই পৌরসভার পুরানো তৃণমূল কাউন্সিলররা কেউই টিকিট পাননি! নতুন মুখকেই প্রাধান্য দেওয়া হয়েছে। ক্ষীরপাই পৌরসভার দশটি ওয়ার্ডেই প্রার্থী হিসেবে যাঁদের নাম ঘোষণা করা হয়েছিল, তাঁরা নির্বাচনে প্রথমবার প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। এবার, তাঁদের মধ্যেই একমাত্র ব্যতিক্রম হয়ে গেলেন দুর্গাশঙ্কর পান। সেটাও আবার বরাত জোরে!

দুর্গাশঙ্কর পান :

প্রসঙ্গত, এবারের ক্ষীরপাই পৌরসভার ৫, ৭ এবং ৩- এই তিনটি ওয়ার্ড জেনারেল হয়েছে। ক্ষীরপাই পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে টিকিট পেতে পারেন বলে সম্ভাবনা ছিল দুর্গাশঙ্কর পানের। দুর্গাবাবু নিজেও ৭ নম্বর ওয়ার্ডে প্রচার শুরু করে দিয়েছিলে। কিন্তু, দল প্রার্থী তালিকা ঘোষণা করতেই মাথায় হাত পড়ল দুর্গাশঙ্করের! তাঁর নাম ছিলনা কোনো ওয়ার্ডেই। অন্যদিকে, ৫ নম্বর ওয়ার্ডের একেবারে নতুন মুখ ছিল বিশিষ্ট উদ্যোগপতি মানস অধিকারীর। মনোনয়নও জমা দিয়েছিলেন তৃণমূল প্রার্থী হিসেবে। হয়েছিল দেওয়াল লিখনও। কিন্তু, মানস বাবু ইন্ডিয়ান অয়েলের ডিস্ট্রিবিউটর হওয়ায়, তিনি ইন্ডিয়ান ওয়েল থেকে শেষ মুহূর্তে এনওসি (No Objection Certificate) বের করতে পারেননি! যার ফলে, শেষ মুহূর্তে তৃণমূল দলের উচ্চ নেতৃত্ব দীর্ঘদিনের রাজনীতিবিদ দুর্গাসংকর পানকে মনোনয়ন দেন। দুর্গাশঙ্কর ১৯৮১ সালে বাম জমানায় কংগ্রেসের সমর্থনে নির্দল প্রার্থী হিসেবে ভাইস চেয়ারম্যান হন। ‘৮৬ তে হন চেয়ারম্যান। ১৯৯১ সাল থেকে তিনি সিপিএমের সমর্থনে টানা চেয়ারম্যান ছিলেন। ফের ২০১২ সাল থেকে তিনি তৃণমূলের সমর্থনে চেয়ারম্যান হন ২০২১ অবধি। অবশেষে, ২০২১ এর ১৬ আগস্ট দুর্গাশঙ্করকে পৌরপ্রশাসক থেকে সরিয়ে বীরেশ্বর পাহাড়িকে ক্ষীরপাই পৌরসভার পৌর প্রশাসক করা হয়। তারপরও, দুর্গাশঙ্কর তৃণমূল দলের একনিষ্ঠ কর্মী হিসেবে কাজ করে গেছেন ।তা সত্ত্বেও দল এবারের নির্বাচনে তাঁকে টিকিট দেয়নি। এদিকে, ক্ষীরপাই পৌরসভার ১০ নং ওয়ার্ড সহ বিভিন্ন জায়গায় প্রার্থী নিয়ে তৃণমূল কর্মীদের মধ্যে যথেষ্ট ক্ষোভ-বিক্ষোভ ছিল। তবে, অভিজ্ঞ রাজনীতিবিদ দুর্গাশঙ্কর টিকিট না পেলেও, কোথাও দলের বিরুদ্ধে কথা বলেননি! সেজন্যই, শেষ মুহূর্তে সেই দুর্গার কপালেই টিকিট জুটলো বলে রাজনৈতিক মহল মনে করছে। আজ তিনি মনোনয়নপত্র জমা দেবেন বলে জানা গেছে।

News Desk

Recent Posts

Midnapore: স্ত্রী-র পরকীয়া ধরে ফেলেছিলেন, ভাতের সাথে বিষ মিশিয়ে পুরো পরিবারকেই খুনের ছক, মৃত্যু স্বামীর; সিনেমাকেও হার মানাবে ডেবরার ঘটনা

শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: স্ত্রী-র পরকীয়ার বলি স্বামী! মৃত স্বামীর নাম বুদ্ধদেব দোলাই…

2 days ago

Medinipur: গড়বেতার নির্জন এলাকায় রেললাইনে হঠাৎ বিকট ‘শব্দ’, থমকালো রাজধানী! নমুনা সংগ্রহের পর ফরেন্সিক দল যা জানাল…

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: শিলাবতী নদীর উপর রেলওয়ে ব্রিজ। তার উপরই…

3 days ago

Midnapore: একদিকে চন্দ্রযান, অন্যদিকে হরিনাম; শিক্ষা-সংস্কৃতি-বিজ্ঞান-ক্রীড়া ও পরিবেশের অভূতপূর্ব মেলবন্ধন বিদ্যাসাগর শিশু নিকেতনের বার্ষিক প্রদর্শনীতে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: আধুনিক যুগের বিজ্ঞান থেকে সনাতন সংস্কৃতি, যোগব্যয়াম-খেলাধুলার…

5 days ago

Kharagpur: নতুন কারখানায় কাজ শুরু করবে রশ্মি মেটালিক্স, বাধা সৃষ্টি হলে পুলিশের পদক্ষেপ; নির্দেশ আদালতের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: নতুন কারখানায় অবিলম্বে কাজ শুরু করতে পারবেন…

5 days ago

Midnapore: মেদিনীপুরের একটি বুথেই ৪৯ জন ‘মৃত’ ভোটার, মৃত্যুর ৭ বছর পরও বাদ পড়েনি নাম! প্রশাসনের ঘাড়েই দায় চাপালেন BLO

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ আগস্ট: SIR-এর নিয়ে ইতিমধ্যেই রাজ্য-রাজনীতি উত্তাল। এই ইস্যুতে…

6 days ago

Midnapore: মেদিনীপুরের মেয়ের ইংলিশ চ্যানেল জয়! নতুন ইতিহাস সৃষ্টি করলেন আফরিন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ২৯ জুলাই: মঙ্গলবার (২৯ জুলাই) রাত্রি ঠিক ৯টা ৩১ মিনিট…

1 week ago