Entertainment

Midnapore: ‘এই সময় দীপ্তি’-র অডিশন হয়ে গেল মেদিনীপুর শহরেও

পশ্চিম মেদিনীপুর, ১ এপ্রিল: বহু প্রতীক্ষিত “এই সময় দীপ্তি ২০২৫” আবার ফিরে এসেছে। এবারের আয়োজন আরও বড় এবং আরও অনুপ্রেরণামূলক। এটি শুধুমাত্র একটি সৌন্দর্য প্রতিযোগিতা নয়, বরং সৌন্দর্য, বুদ্ধিমত্তা ও আত্মপ্রকাশের এক অনন্য মঞ্চ। ২০১৪ সালে শুরু হওয়ার পর থেকে, দীপ্তি তরুণীদের প্রতিভার বিকাশ, আত্মবিশ্বাস গঠন এবং নতুন উচ্চতায় পৌঁছানোর সুযোগ করে দিয়েছে। এই প্রথমবার কলকাতার গণ্ডি পেরিয়ে দীপ্তি পৌঁছেছে জেলার প্রতিভাবান নারীদের কাছে। ১৮ থেকে ৩৫ বছর বয়সী শিক্ষার্থী, চাকরিজীবী, গৃহবধূ এবং উদ্যোক্তাদের জন্য এটি এক স্বপ্নের সুযোগ, যেখানে তাঁরা তাঁদের সৌন্দর্য, বুদ্ধিমত্তা এবং আত্মবিশ্বাস প্রকাশ করতে পারবেন। এবারের প্রতিযোগিতার জন্য চারটি অঞ্চলভিত্তিক অডিশনের আয়োজন করা হয়—উত্তরবঙ্গ, বর্ধমান, মেদিনীপুর এবং অবশেষে কলকাতা।

মেদিনীপুর শহরে:

বিজ্ঞাপন (Advertisement):

অডিশন পর্বে ৩,০০০-এরও বেশি প্রতিযোগী অংশগ্রহণ করেছেন, যাঁদের মধ্য থেকে শীর্ষ ২০ জন প্রতিযোগী ৫ এপ্রিল কলকাতায় গ্র্যান্ড ফিনালে-তে প্রতিযোগিতা করবেন। “দীপ্তি” শুধুমাত্র প্রতিযোগিতা নয়, এটি আত্মবিকাশ ও উচ্চাকাঙ্ক্ষার মঞ্চ। বিজয়ীরা পাবেন হইচই, এসভিএফ মিউজিক অথবা এসভিএফ ট্যালেন্ট-এ কাজ করার সুবর্ণ সুযোগ, যা তাঁদের বিনোদন জগতে পথ খুলে দেবে। গত ২৯ মার্চ মেদিনীপুরে অনুষ্ঠিত অডিশনে অন-স্পট রেজিস্ট্রেশনের মাধ্যমে প্রতিযোগীরা অংশ নেন। বিচারকমণ্ডলীতে ছিলেন—অভিনেত্রী পায়ান সরকার, ডিজাইনার ও স্টাইলিস্ট সন্দীপ জয়সওয়াল এবং কাস্টিং ডিরেক্টর সন্দীপ চ্যাটার্জী। প্রতিযোগীরা তাঁদের বুদ্ধিদীপ্ত উত্তর এবং দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে বিচারকদের মুগ্ধ করেন।

এই বছর “এই সময় দীপ্তি”-র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে রয়েছেন বাংলার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। বর্ধমানের ছোট শহর থেকে তাঁর উত্থানের গল্প দীপ্তি-র মূল ভাবনাকে প্রতিফলিত করে। কেবলমাত্র মুখপাত্র হিসেবে নয়, তিনি প্রতিযোগীদের মেন্টর হিসেবেও তাঁদের আত্মবিশ্বাস বাড়াতে এবং নিজেদের সেরা করে তোলার জন্য পাশে থাকবেন। ৩১ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত নির্বাচিত প্রতিযোগীদের জন্য কলকাতায় বিশেষ গ্রুমিং সেশন অনুষ্ঠিত হবে। এখানে প্রশিক্ষণ দেবেন—ফেমিনা মিস ইন্ডিয়া ইউনিভার্স ২০১০ উষসী সেনগুপ্ত, ফ্যাশন ডিজাইনার সন্দীপ জয়সওয়াল, কাস্টিং ডিরেক্টর সন্দীপ চ্যাটার্জী এবং অভিনেত্রী সুদীপ্তা ব্যানার্জী। তাঁরা প্রতিযোগীদের র‍্যাম্প ওয়াক, পার্সোনালিটি ডেভেলপমেন্ট এবং সৌন্দর্য চর্চার বিভিন্ন দিক শেখাবেন। ৫ এপ্রিল, ২০২৫-এ কলকাতার গ্র্যান্ড ফিনালে-তে শীর্ষ ২০ প্রতিযোগী-র মধ্য থেকে নির্বাচিত হবেন এবারের “দীপ্তি”।

বিজ্ঞাপন (Advertisement):

News Desk

Recent Posts

Midnapore: শিক্ষা, সাহিত্য, সঙ্গীতের সাথেই মিশে গেল বিজ্ঞান ও প্রযুক্তির ছটা; ঈশ্বরের আলোয় আলোকিত ‘বিদ্যাসাগর পুরস্কার’-এর মঞ্চ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শিক্ষা, সাহিত্য, সঙ্গীত ও সমাজজীবনে উল্লেখযোগ্য অবদানের…

3 hours ago

Midnapore: সকাল থেকেই চলছিল অভিযান, পুজোর আগেই কেশিয়াড়ি থেকে পাকড়াও মহারাষ্ট্রের দুই কুখ্যাত দুষ্কৃতী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ সেপ্টেম্বর: গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার সকাল থেকেই…

1 day ago

IIT Kharagpur: শত চেষ্টাও বিফলে, ন’মাসে ছয় পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু IIT খড়্গপুরে; ঝুলন্ত মৃতদেহ উদ্ধার গবেষকের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ সেপ্টেম্বর: ফের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার আইআইটি খড়্গপুরে! শনিবার…

4 days ago

Midnapore: দুর্ভেদ্য নাকা পয়েন্ট, স্টেশন চত্বরে বসছে CCTV; মেদিনীপুরে কুড়মি আন্দোলন ঠেকাতে কড়া জেলা পুলিশ ও রেল

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ সেপ্টেম্বর: 'কেউ কথা রাখেনি..!' না রাজ্য সরকার না…

6 days ago

IIT Kharagpur: বিশ্ব উষ্ণায়ন আর মানব সভ্যতার বিবর্তন, বনাঞ্চলে ব্যাহত সালোকসংশ্লেষ প্রক্রিয়া; IIT খড়্গপুরের গবেষণায় উঠে এলো চমকপ্রদ তথ্য

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ সেপ্টেম্বর: গত কয়েক বছরে সবুজায়নে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে ভারত।…

6 days ago

Midnapore: বাড়ি নয় যেন ‘হাজারদুয়ারি’! কোটি কোটি টাকা প্রতারণা করে সপরিবারে ‘ফেরার’ বেলদার স্বর্ণ ব্যবসায়ী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: বিশাল জায়গার উপর প্রাসাদোপম বাড়ি। উঁচু পাঁচিল…

1 week ago