Examination

HS Examination: জীবন-যুদ্ধের পরীক্ষায় হার মানলেন পশ্চিম মেদিনীপুরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী! পরীক্ষা বাতিল ৩ জনের, পরীক্ষাকেন্দ্র থেকে প্রেমিকের সঙ্গে উধাও এক ছাত্রী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ মার্চ: মর্মান্তিক পথ দুর্ঘটনায় এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যু থেকে শুরু করে মোবাইল ব্যবহার করার কারণে তিন পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল; পরীক্ষাকেন্দ্র থেকেই প্রেমিকের সঙ্গে উধাও অপর এক পরীক্ষার্থী (ছাত্রী)! সবমিলিয়ে পশ্চিম মেদিনীপুর জেলায় এবারের উচ্চ মাধ্যমিক (HS Examination 2024) পরীক্ষা শেষ হল রীতিমত ঘটনাবহুলভাবে। তবে, সবথেকে মর্মান্তিক হল- পরীক্ষা দিতে যাওয়ার পথে বাইক দুর্ঘটনায় গুরুতর জখম ছাত্রের মৃত্যু! প্রায় ৬ দিন ধরে কলকাতার এসএসকেএম হাসপাতালে মৃত্যুর সঙ্গে যুদ্ধ করার পর, বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) উচ্চ মাধ্যমিকের শেষ পরীক্ষার দিনই জীবন-যুদ্ধের পরীক্ষায় হার মানলেন পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতার ধাদিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্র রাজদীপ ঘোষ!

শুক্রবার দুর্ঘটনার পর রাজদীপ ঘোষ:

গত শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বাইকে করে পরীক্ষা দিতে যাওয়ার পথে কপারখাল সেতুতে পৌঁছনোর সময় একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হন রাজদীপ। হেলমেট না থাকার কারণে, তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে! সঙ্কটজনক অবস্থায় ওই দিন দুপুরেই বিষ্ণুপুর হাসপাতাল থেকে তাঁকে কলকাতার এসএসকেএম হাসপাতালে (পিজি হাসপাতালে) স্থানান্তরিত করা হয়। সেখানেই গত ৬ দিন ধরে মৃত্যুর সঙ্গে লড়াই করার পর বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে রাজদীপের মৃত্যু হয় বলে সংসদের একটি সূত্রে জানা গেছে। ঘটনা ঘিরে সংশ্লিষ্ট বিভিন্ন মহলেই নেমে এসেছে শোকের ছায়া! সংসদের জেলা মনিটরিং কমিটির যুগ্ম আহ্বায়ক রামজীবন মান্ডি বলেন, “অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা! আমরা মর্মাহত।”

অন্যদিকে, জেলায় এবার মোট পরীক্ষার্থী ছিল ৪০,৯৬৯ (৪০৯৪৪ এবং পরে অ্যাডমিট কার্ড আসে আরও ২৫ জনের) জন। এর মধ্যে বাংলা ও ইংরেজি পরীক্ষার দিন অনুপস্থিত ছিল ১৪৩ জন। পরবর্তী সময়ে অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যাটা আরো কিছুটা বেড়েছে বলে সংসদ সূত্রে জানা গেছে। অপরদিকে, পরীক্ষাকেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশ করার কারণে এবার পশ্চিম মেদিনীপুরের ৩ জন পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন জেলা মনিটরিং কমিটির যুগ্ম আহ্বায়ক রামজীবন মান্ডি ও সুদীপ্ত মাইতি। এর মধ্যে, ২ জন ছাত্রীর পরীক্ষাকেন্দ্র ছিল যথাক্রমে- খড়্গপুর শহরের নিমপুরা আর্য বিদ্যাপীঠ এবং সিলভার জুবিলি হাই স্কুল। অপরটি ঘটেছিল কেশিয়াড়ির একটি হাই স্কুলে। এছাড়া, উচ্চ মাধ্যমিকের মাঝপথে কেশপুরের একটি পরীক্ষাকেন্দ্র থেকে এক ছাত্রী উধাও হয়ে যায় তার প্রেমিকের সাথে। পরীক্ষাকেন্দ্রের একটি গেট দিয়ে প্রবেশ করে, অন্য একটি গেট দিয়ে বেরিয়ে প্রেমিকের বাইকে উঠে সে চম্পট দেয় বলেই সূত্রের খবর! বৃহস্পতিবার শেষ পরীক্ষার দিনও কেশিয়াড়ির একটি স্কুলে এমনই একটি ঘটনা ঘটেছে। তবে এক্ষেত্রে ছাত্রীটি দু’ঘণ্টা পরীক্ষা দিয়ে, বাথরুম যাওয়ার নাম করে বেরিয়ে চলে যায় বলে জানা গেছে সংসদ সূত্রে! ইতিমধ্যে ওই নাবালিকাকে পুলিশ উদ্ধার করেছে বলেও সূত্রের খবর। এ প্রসঙ্গে এও উল্লেখ্য যে, আগামী বছর (২০২৫) উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ৩ মার্চ। চলবে ১৮ মার্চ পর্যন্ত। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বৃহস্পতিবার এমনটাই জানিয়েছেন।

শেষ হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা ২০২৪:

News Desk

Recent Posts

Medinipur: খড়্গপুর টাউন থানার আইসি হচ্ছেন পার্থসারথি পাল; বদলি হলেন কেশিয়াড়ি, মোহনপুর, গোয়ালতোড় থানার IC-রাও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ নভেম্বর: রাজ্যজুড়ে ১৭৫ জন ইন্সপেক্টরকে বদলি করা হলো।…

3 hours ago

Midnapore: মেয়ের অন্নপ্রাশন শেষে জ্বর নিয়েই কাজে যোগ দিয়েছিলেন, ‘কফিনবন্দী’ হয়ে ডেবরায় ফিরলেন CRPF জওয়ান

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: শোকসংবাদটা পৌঁছেছিল শুক্রবারই। বুকে পাথর চেপে অপেক্ষা…

4 days ago

Medinipur: মামিমার সাথে ‘অভিসারে’ গিয়ে ফাঁসলেন যুবক? অপহরণ ও ধর্ষণের অভিযোগে কেশিয়াড়িতে গ্রেপ্তার ‘কলির কেষ্ট’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: মামিমাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক।…

5 days ago

Medinipur: প্রায় ৬০ বছর পর রাজ্যের দাপুটে মন্ত্রীর গড়ে ‘পাকা’ হবে মাটির স্কুলবাড়ি, আনন্দে মিষ্টিমুখ পড়ুয়াদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: রাজ্যের দাপুটে মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়ার 'খাসতালুক' সবংয়ে…

7 days ago

Kharagpur: ওড়িশার বেসরকারি কলেজে খড়্গপুরের ছাত্রের রহস্যমৃত্যু! খুনের অভিযোগ পরিবারের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ওড়িশার বেসরকারি কলেজে বাংলার ছাত্রের রহস্যমৃত্যু! খুনের…

1 week ago

Midnapore: জেলার স্বনামধন্য নৃত্যশিল্পী রাজীব খানের অকাল প্রয়াণে শোকস্তব্ধ মেদিনীপুর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ নভেম্বর: হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো মেদিনীপুর শহর…

2 weeks ago