দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ মার্চ: মর্মান্তিক পথ দুর্ঘটনায় এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যু থেকে শুরু করে মোবাইল ব্যবহার করার কারণে তিন পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল; পরীক্ষাকেন্দ্র থেকেই প্রেমিকের সঙ্গে উধাও অপর এক পরীক্ষার্থী (ছাত্রী)! সবমিলিয়ে পশ্চিম মেদিনীপুর জেলায় এবারের উচ্চ মাধ্যমিক (HS Examination 2024) পরীক্ষা শেষ হল রীতিমত ঘটনাবহুলভাবে। তবে, সবথেকে মর্মান্তিক হল- পরীক্ষা দিতে যাওয়ার পথে বাইক দুর্ঘটনায় গুরুতর জখম ছাত্রের মৃত্যু! প্রায় ৬ দিন ধরে কলকাতার এসএসকেএম হাসপাতালে মৃত্যুর সঙ্গে যুদ্ধ করার পর, বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) উচ্চ মাধ্যমিকের শেষ পরীক্ষার দিনই জীবন-যুদ্ধের পরীক্ষায় হার মানলেন পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতার ধাদিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্র রাজদীপ ঘোষ!

thebengalpost.net
শুক্রবার দুর্ঘটনার পর রাজদীপ ঘোষ:

গত শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বাইকে করে পরীক্ষা দিতে যাওয়ার পথে কপারখাল সেতুতে পৌঁছনোর সময় একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হন রাজদীপ। হেলমেট না থাকার কারণে, তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে! সঙ্কটজনক অবস্থায় ওই দিন দুপুরেই বিষ্ণুপুর হাসপাতাল থেকে তাঁকে কলকাতার এসএসকেএম হাসপাতালে (পিজি হাসপাতালে) স্থানান্তরিত করা হয়। সেখানেই গত ৬ দিন ধরে মৃত্যুর সঙ্গে লড়াই করার পর বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে রাজদীপের মৃত্যু হয় বলে সংসদের একটি সূত্রে জানা গেছে। ঘটনা ঘিরে সংশ্লিষ্ট বিভিন্ন মহলেই নেমে এসেছে শোকের ছায়া! সংসদের জেলা মনিটরিং কমিটির যুগ্ম আহ্বায়ক রামজীবন মান্ডি বলেন, “অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা! আমরা মর্মাহত।”

অন্যদিকে, জেলায় এবার মোট পরীক্ষার্থী ছিল ৪০,৯৬৯ (৪০৯৪৪ এবং পরে অ্যাডমিট কার্ড আসে আরও ২৫ জনের) জন। এর মধ্যে বাংলা ও ইংরেজি পরীক্ষার দিন অনুপস্থিত ছিল ১৪৩ জন। পরবর্তী সময়ে অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যাটা আরো কিছুটা বেড়েছে বলে সংসদ সূত্রে জানা গেছে। অপরদিকে, পরীক্ষাকেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশ করার কারণে এবার পশ্চিম মেদিনীপুরের ৩ জন পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন জেলা মনিটরিং কমিটির যুগ্ম আহ্বায়ক রামজীবন মান্ডি ও সুদীপ্ত মাইতি। এর মধ্যে, ২ জন ছাত্রীর পরীক্ষাকেন্দ্র ছিল যথাক্রমে- খড়্গপুর শহরের নিমপুরা আর্য বিদ্যাপীঠ এবং সিলভার জুবিলি হাই স্কুল। অপরটি ঘটেছিল কেশিয়াড়ির একটি হাই স্কুলে। এছাড়া, উচ্চ মাধ্যমিকের মাঝপথে কেশপুরের একটি পরীক্ষাকেন্দ্র থেকে এক ছাত্রী উধাও হয়ে যায় তার প্রেমিকের সাথে। পরীক্ষাকেন্দ্রের একটি গেট দিয়ে প্রবেশ করে, অন্য একটি গেট দিয়ে বেরিয়ে প্রেমিকের বাইকে উঠে সে চম্পট দেয় বলেই সূত্রের খবর! বৃহস্পতিবার শেষ পরীক্ষার দিনও কেশিয়াড়ির একটি স্কুলে এমনই একটি ঘটনা ঘটেছে। তবে এক্ষেত্রে ছাত্রীটি দু’ঘণ্টা পরীক্ষা দিয়ে, বাথরুম যাওয়ার নাম করে বেরিয়ে চলে যায় বলে জানা গেছে সংসদ সূত্রে! ইতিমধ্যে ওই নাবালিকাকে পুলিশ উদ্ধার করেছে বলেও সূত্রের খবর। এ প্রসঙ্গে এও উল্লেখ্য যে, আগামী বছর (২০২৫) উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ৩ মার্চ। চলবে ১৮ মার্চ পর্যন্ত। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বৃহস্পতিবার এমনটাই জানিয়েছেন।

thebengalpost.net
শেষ হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা ২০২৪: