Festival

Biswa Bangla Sarad Samman: জল সংরক্ষণের বার্তা দিয়ে পশ্চিম মেদিনীপুরের ‘সেরা পুজো’ রাঙমাটি, পুরস্কৃত ধাদিকাও!’সেরা প্রতিমা’ পিড়াকাটা, হুমগড়, বিবিগঞ্জের; মণ্ডপে সেরা প্রেমবাজার, আমলাশুলি

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ অক্টোবর: জল সংরক্ষণের বার্তা দিয়ে এবার “বিশ্ব বাংলা শারদ সম্মান- ২০২৩”- এ পশ্চিম মেদিনীপুর জেলার সেরা পুজো হিসেবে মনোনীত হলো মেদনীপুর শহরের রাঙামাটি সর্বজনীন দুর্গোৎসব কমিটি। এছাড়াও, সেরা পুজো মনোনীত হয়েছে- গড়বেতার ধাদিকা সর্বজনীন দুর্গোৎসব (যুব গোষ্ঠী), দাসপুরের সোনাখালি স্কুলপাড়া সর্বজনীন দুর্গোৎসব সংঘ এবং খড়্গপুরের পল্লীশ্রী সর্বজনীন দুর্গাপূজা কমিটি। অপরদিকে, জেলা প্রশাসনের বিচারে সেরা মণ্ডপ হিসেবে যে ৪টি পুজো মনোনীত হয়েছে, সেগুলি হল- প্রেমবাজার সর্বজনীন দুর্গাপূজা কমিটি (খড়্গপুর), নেতাজি ব্যায়ামাগার সর্বজনীন দুর্গাপূজা কমিটি (খড়্গপুর), কলাইকুন্ড চতুর্মুখ সর্বজনীন দুর্গোৎসব কমিটি (ঘাটাল) এবং আমলাশুলি সর্বজনীন দুর্গোৎসব কমিটি (গড়বেতা)।

প্রেমবাজার:

অন্যদিকে, ‘বিশ্ব বাংলা শারদ সম্মান’ এর ‘সেরা প্রতিমা’ বিভাগে এবার যে ৪টি পুজো মনোনীত হয়েছে, সেগুলি হল- জঙ্গলমহল শালবনী ব্লকের পিড়াকাটা বাজার দুর্গাপূজা কমিটি, হুমগড় সর্বজনীন দুর্গাপূজা কমিটি (গড়বেতা), বিবিগঞ্জ সর্বজনীন দুর্গোৎসব কমিটি (মেদিনীপুর শহর) এবং গোপসাই লালসাগর সর্বজনীন দুর্গাপূজা কমিটি। এছাড়াও, পরিবেশ ও সমাজ সচেতনতা বিভাগে জেলার যে সেরা ৩টি পুজো কমিটিকে বেছে নেওয়া হয়েছে, সেগুলি হল- পুলিশ লাইন হাউসিং দুর্গোৎসব সমিতি (মেদিনীপুর শহর), নজরগঞ্জ সমাজবাড়ি দুর্গোৎসব কমিটি (মেদিনীপুর শহর) এবং বারুনীঘাট সর্বজনীন দুর্গোৎসব কমিটি (ঘাটাল)। মোট ৪-টি বিভাগে এবার জেলার সেরা পুজো হিসেবে ১৫-টি পুজো কমিটিকে বেছে নেওয়া হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের তরফে। শুক্রবার, মহা ষষ্ঠীর সন্ধ্যায় জেলাশাসকের কার্যালয়ে স্বয়ং জেলাশাসক খুরশিদ আলি কাদরী এই পুজো কমিটিগুলির সদস্যদের হাতে উপহারস্বরূপ স্মারক এবং পুরস্কার মূল্যের চেক (যথাক্রমে- ৫০ হাজার, ৩০ হাজার ও ২০ হাজার) তুলে দেন।

ধাদিকা:

উল্লেখ্য যে, পশ্চিম মেদিনীপুর জেলার এবার অন্যতম সেরা পুজো হিসেবে রাঙমাটি সর্বজনীন দুর্গোৎসব নিজেদের থিমে ‘জল সংরক্ষণ’ এর বার্তা দিয়েছে। মন্ডপ শয্যায় সমুদ্রস্তর দেখানো হয়েছে। তাঁদের প্রতিমা সাবেকি ঘরানার। প্রায় কুড়ি লক্ষ টাকা বাজেটের এই পুজো এবার জেলাবাসীর নজর কেড়েছে। বরাবরের মতোই নজর কেড়েছে প্রেমবাজারের পুজোও। রাজস্থানের ‘ঘুঙ্গুরের ঘটা’ থিমে হাওয়া মহলের সৌন্দর্য ধরা পড়েছে প্রেমবাজারে। প্রায় কুড়ি লক্ষ টাকার বাজেট এবার গড়বেতার ধাদিকার পুজোতেও। তাঁদের মন্ডপ হয়েছে বৃন্দাবনের প্রেমকুঞ্জের আদলে। জেলাবাসীর নজর কেটেছে জঙ্গলমহল পিড়াকাটার পুজোও। প্রায় ২২ লক্ষ টাকা বাজেটের এই পুজোতে এবার রোমের ভ্যাটিকান সিটির চার্চের সৌন্দর্য ধরা পড়েছে। অসাধারণ আলোকসজ্জা আর পরিবেশও নজরকাড়া। সাবেকি প্রতিমা-র সৌন্দর্য মুগ্ধ করেছে জেলাবাসী তথা জেলা প্রশাসনকেও।

পিড়াকাটার প্রতিমা :

পিড়াকাটার মণ্ডপ:

বিজ্ঞাপন (হোটেল অন্নপূর্ণা, রবীন্দ্রনগর, মেদিনীপুর শহর):

News Desk

Recent Posts

Medinipur: অপেক্ষাই সার, কথা দিয়েও এলোনা প্রেমিকা; সুদূর বাগনান থেকে সবংয়ে এসে শেষমেশ হাজত-বাস যুবকের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ জানুয়ারি: একটা সময় অবধি বাঙালির 'ভ্যালেন্টাইনস ডে' মানেই…

2 days ago

Kharagpur: খড়্গপুরে তৃণমূল পরিচালিত পুরবোর্ড ভেঙে দিল রাজ্য সরকার, দায়িত্ব সামলাবেন মহকুমাশাসক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ জানুয়ারি: তৃণমূল পরিচালিত খড়্গপুর পুরসভার বোর্ড ভেঙে দেওয়া…

4 days ago

Midnapore: দুই মেদিনীপুর সহ পাঁচ জেলার পড়ুয়াদের নিয়ে অষ্টম আঞ্চলিক বিজ্ঞান ও প্রযুক্তি কংগ্রেস অনুষ্ঠিত ডেবরা কলেজে, দিশা দেখালেন IIT-র ডিরেক্টর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ জানুয়ারি: জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানা শহীদ ক্ষুদিরাম…

5 days ago

IIT Kharagpur: বার্ষিক ২ কোটি টাকা বেতনের চাকরির অফার ৫ জনকে, কোটি টাকার চাকরি ১০ জনের! অতীতের সমস্ত রেকর্ড ভাঙল IIT খড়্গপুরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ জানুয়ারি: অতীতের সমস্ত 'রেকর্ড' ভেঙে গেল আইআইটি খড়গপুরের…

6 days ago

Midnapore: ভাইপোর হাতে খুন পিসি! নৃশংস ঘটনায় কড়া পদক্ষেপ পুলিশের…

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ জানুয়ারি: নাবালক ভাইপোর হাতে খুন হলেন পিসি! রবিবার…

7 days ago

Medinipur: কেশিয়াড়িতে গৃহস্থের বাড়িতে ভয়াবহ আগুন, শীতের রাতে বুকফাটা আর্তনাদ; পাশে থাকার আশ্বাস প্রশাসনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ জানুয়ারি: ভয়াবহ আগুনে ভস্মীভূত গৃহস্থের বাড়ি। শীতের রাতে…

1 week ago