দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ অক্টোবর: মেদিনীপুর শহরের সুপ্রাচীন ও ঐতিহ্যমণ্ডিত কালীপুজোগুলির মধ্যে অন্যতম হবিবপুরের সিদ্ধেশ্বরী কালীমন্দিরের পুজো। সোমবার ও মঙ্গলবার মন্দিরে তিল ধরানোর জায়গা নেই! দীপান্বিতা অমাবস্যায় সিদ্ধেশ্বরী কালীমাতার পুজো দেখার জন্য দূরদূরান্ত থেকে ছুটে এসেছেন দর্শনার্থীরা। এই মন্দিরের ঠিক উল্টোদিকেই আবার মেদিনীপুরের বীর স্বাধীনতা সংগ্রামী শহীদ ক্ষুদিরাম বসুর জন্মভিটে। স্বাভাবিকভাবেই মন্দির ঘিরে অখন্ড জেলাবাসীর মধ্যে এক অন্য আকর্ষণ কাজ করে।
এই মন্দির প্রতিষ্ঠার ইতিহাসও বেশ রোমহর্ষক। মন্দিরের বর্তমান সেবাইত ও এলাকাবাসীদের মাধ্যমে জানা যায়, প্রায় পাঁচশো বছর আগে মন্দির প্রতিষ্ঠা করেছিলেন এক বৈষ্ণব সাধু। তখন এই এলাকা ছিল শ্মশান ও ঝোপজঙ্গলে পূর্ণ। দেবীর স্বপাদেশ পেয়ে রঘুনন্দন দীর্ঘাঙ্গি নামে ওই বৈষ্ণব সাধু শ্মশান সংলগ্ন পুকুর থেকে অষ্টধাতুর বামাকালীর বিগ্রহ তুলে এনে প্রতিষ্ঠা করেছিলেন। তিনি বৈষ্ণব হওয়ায় মায়ের বিগ্রহ পুজোর জন্য কালিকারঞ্জন মহারাজ নামে একজনকে পুরোহিত হিসাবে নিযুক্ত করেছিলেন। আনুমানিক ৫৪০ বছর আগে এই বিগ্রহ প্রতিষ্ঠা করা হয়েছিল বলে দাবি বর্তমান সেবাইতদের। প্রতি ১২ বছর অন্তর মায়ের বিগ্রহ নবরূপে প্রতিষ্ঠা করা হয় বলেও জানান তাঁরা। পুরানো ঐতিহ্য মেনেই মেদিনীপুরের সুপ্রসিদ্ধ সিদ্ধেশ্বরী কালীমন্দিরে পুজো হয়ে আসছে আজও।
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ অক্টোবর: রাজ্য জুড়ে আমলা, আধিকারিকদের বদলির নির্দেশ। সর্বশেষ…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ অক্টোবর: 'সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি...'। 'স্বাধীনতা সংগ্রামের আঁতুড়ঘর'…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ অক্টোবর: পশ্চিম মেদিনীপুর ও হুগলি সীমান্ত দিয়ে মাদকদ্রব্য…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ২৫ অক্টোবর: আইআইটি খড়্গপুরের ডিরেক্টর তথা বিশ্বখ্যাত বিজ্ঞানী অধ্যাপক সুমন…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ অক্টোবর: সম্পূর্ণভাবে দেশীয় প্রযুক্তি ব্যবহার করে এবার লো-ফিল্ড…
দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ অক্টোবর: রাত পোহালেই ভাইফোঁটা (ভ্রাতৃদ্বিতীয়া)। বাঙালির আরেক প্রাণের…