IIT KHARAGPUR

IIT Kharagpur: খড়্গপুর আইআইটি’র ঐতিহ্যবাহী ‘ইলুমিনেশন’ অনুষ্ঠানেও AI বার্তা, প্রযুক্তি ও মানবতার মেলবন্ধনে অভিভূত মহকুমাশাসক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ২২ অক্টোবর: আইআইটি খড়্গপুরের ঐতিহ্যমণ্ডিত ‘ইলুমিনেশন’ (সংক্ষেপে ‘ইলু’) উৎসবে ভারতীয় সংস্কৃতি ও কৃত্রিম বুদ্ধিমত্তার মেলবন্ধন! রীতি ও ঐতিহ্য বজায় রেখে সোমবার সন্ধ্যায় আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে অনুষ্ঠিত হলো ‘ইলুমিনেশন ও রঙ্গোলি-২০২৫’ (Illumination and Rangoli-2025) অনুষ্ঠান।

IIT খড়্গপুরের ইলুমিনেশন:

ভারতের প্রাচীনতম প্রযুক্তি বিদ্যার প্রতিষ্ঠান (আইআইটি), খড়্গপুর আইআইটি-তে ১৯৭৭ সাল থেকে দীপাবলি উপলক্ষে এই ‘ইলুমিনেশন’ বা আলোকসজ্জার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আসছে। ঐতিহ্য ও সৃজনশীলতা সমৃদ্ধ এই ধরনের অনুষ্ঠান ভারতের অন্য কোনও আইআইটি বা শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজিত হয়না। প্রায় পাঁচ দশক ধরে দীপাবলির রাতে আইআইটি খড়্গপুর ক্যাম্পাস অভিনব আলোকসজ্জা ও রঙ্গোলির মধ্য দিয়ে সেজে ওঠে। প্রযুক্তি ও সাবেকিয়ানার উপর নির্ভর করে প্রতিষ্ঠানের তৃতীয় ও চতুর্থ বর্ষের আবাসিক পড়ুয়ারা আলোকসজ্জজা ও রঙ্গোলি তৈরি করেন। এবার সেই প্রযুক্তির ধারাতেই নবতম সংযোজন এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)। একদিকে পৌরাণিক কাহিনীর উপর আলোকপাত, অন্যদিকে ভবিষ্যত চালিকাশক্তি রূপে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব- এমনই নানা থিমের মেলবন্ধন ঘটেছে সোমবারের ইলুমিনেশন ও রঙ্গোলি প্রদর্শনীতে। এক পড়ুয়া বলেন, “এআই যেভাবে ধীরে ধীরে মানব-মস্তিষ্ক তথা সমগ্র মানবজীবনের উপরই প্রভাব বিস্তার করছে, তার ভালো ও মন্দ দু’টো দিকই আছে। সেটাই তুলে ধরতে চেয়েছি।” এবারের ইলুমিনেশনে কোন প্রতিযোগিতা হয়নি। সকলকেই আইআইটি খড়্গপুর কর্তৃপক্ষের তরফে মিষ্টি ও উপহার তুলে দেওয়া হয়েছে। এবারের এই ইলুমিনেশন (আলোকসজ্জা) দেখতে হাজির হয়েছিলেন খড়্গপুরের মহকুমাশাসক শ্রী পাটিল যোগেশ অশোক রাও। তিনি বলেন, “অভূতপূর্ব সব আলোকসজ্জা দেখলাম। প্রতিটি হল (হোস্টেল) নানা থিম তুলে ধরেছে। প্রযুক্তি ও মানবতার মেলবন্ধনের বিষয়টি তুলে ধরতে চেয়েছেন ওঁরা।”

প্রদীপ দিয়ে আলোকসজ্জা:

আইআইটি খড়্গপুরের ডিরেক্টর অধ্যাপক সুমন চক্রবর্তী বলেন, “ঐতিহ্য বজায় রেখে দীপাবলির আলোকোজ্জ্বল সন্ধ্যায় আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে ‘ইলুমিনেশন ও রঙ্গোলি’ (ইলু) অনুষ্ঠান আয়োজিত হয়েছে। এই অনুষ্ঠান সৃজনশীলতা, একতা ও আলোকিত পথের বার্তাবহ।” তিনি এত বলেন, “গত কয়েক দশক ধরে আইআইটি খড়্গপুর জ্ঞানের আলো থেকে উদ্ভাবনের দীপ্তি ছড়িয়ে চলেছে। প্রযুক্তি ও সংস্কৃতিকে সঙ্গে নিয়ে, আগামীদিনেও ‘আলোর পথ’ ধরে এগিয়ে যাবেন আমাদের পড়ুয়ারা। এদিনও তাঁরা সেই বার্তাই দিয়েছেন।”

রঙ্গোলিতেও এআই বার্তা:

News Desk

Recent Posts

Medinipur: অপেক্ষাই সার, কথা দিয়েও এলোনা প্রেমিকা; সুদূর বাগনান থেকে সবংয়ে এসে শেষমেশ হাজত-বাস যুবকের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ জানুয়ারি: একটা সময় অবধি বাঙালির 'ভ্যালেন্টাইনস ডে' মানেই…

3 days ago

Kharagpur: খড়্গপুরে তৃণমূল পরিচালিত পুরবোর্ড ভেঙে দিল রাজ্য সরকার, দায়িত্ব সামলাবেন মহকুমাশাসক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ জানুয়ারি: তৃণমূল পরিচালিত খড়্গপুর পুরসভার বোর্ড ভেঙে দেওয়া…

5 days ago

Midnapore: দুই মেদিনীপুর সহ পাঁচ জেলার পড়ুয়াদের নিয়ে অষ্টম আঞ্চলিক বিজ্ঞান ও প্রযুক্তি কংগ্রেস অনুষ্ঠিত ডেবরা কলেজে, দিশা দেখালেন IIT-র ডিরেক্টর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ জানুয়ারি: জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানা শহীদ ক্ষুদিরাম…

5 days ago

IIT Kharagpur: বার্ষিক ২ কোটি টাকা বেতনের চাকরির অফার ৫ জনকে, কোটি টাকার চাকরি ১০ জনের! অতীতের সমস্ত রেকর্ড ভাঙল IIT খড়্গপুরে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ জানুয়ারি: অতীতের সমস্ত 'রেকর্ড' ভেঙে গেল আইআইটি খড়গপুরের…

6 days ago

Midnapore: ভাইপোর হাতে খুন পিসি! নৃশংস ঘটনায় কড়া পদক্ষেপ পুলিশের…

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২০ জানুয়ারি: নাবালক ভাইপোর হাতে খুন হলেন পিসি! রবিবার…

1 week ago

Medinipur: কেশিয়াড়িতে গৃহস্থের বাড়িতে ভয়াবহ আগুন, শীতের রাতে বুকফাটা আর্তনাদ; পাশে থাকার আশ্বাস প্রশাসনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৮ জানুয়ারি: ভয়াবহ আগুনে ভস্মীভূত গৃহস্থের বাড়ি। শীতের রাতে…

1 week ago