IIT KHARAGPUR

IIT Kharagpur: খড়্গপুর আইআইটি’র ঐতিহ্যবাহী ‘ইলুমিনেশন’ অনুষ্ঠানেও AI বার্তা, প্রযুক্তি ও মানবতার মেলবন্ধনে অভিভূত মহকুমাশাসক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ২২ অক্টোবর: আইআইটি খড়্গপুরের ঐতিহ্যমণ্ডিত ‘ইলুমিনেশন’ (সংক্ষেপে ‘ইলু’) উৎসবে ভারতীয় সংস্কৃতি ও কৃত্রিম বুদ্ধিমত্তার মেলবন্ধন! রীতি ও ঐতিহ্য বজায় রেখে সোমবার সন্ধ্যায় আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে অনুষ্ঠিত হলো ‘ইলুমিনেশন ও রঙ্গোলি-২০২৫’ (Illumination and Rangoli-2025) অনুষ্ঠান।

IIT খড়্গপুরের ইলুমিনেশন:

ভারতের প্রাচীনতম প্রযুক্তি বিদ্যার প্রতিষ্ঠান (আইআইটি), খড়্গপুর আইআইটি-তে ১৯৭৭ সাল থেকে দীপাবলি উপলক্ষে এই ‘ইলুমিনেশন’ বা আলোকসজ্জার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আসছে। ঐতিহ্য ও সৃজনশীলতা সমৃদ্ধ এই ধরনের অনুষ্ঠান ভারতের অন্য কোনও আইআইটি বা শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজিত হয়না। প্রায় পাঁচ দশক ধরে দীপাবলির রাতে আইআইটি খড়্গপুর ক্যাম্পাস অভিনব আলোকসজ্জা ও রঙ্গোলির মধ্য দিয়ে সেজে ওঠে। প্রযুক্তি ও সাবেকিয়ানার উপর নির্ভর করে প্রতিষ্ঠানের তৃতীয় ও চতুর্থ বর্ষের আবাসিক পড়ুয়ারা আলোকসজ্জজা ও রঙ্গোলি তৈরি করেন। এবার সেই প্রযুক্তির ধারাতেই নবতম সংযোজন এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)। একদিকে পৌরাণিক কাহিনীর উপর আলোকপাত, অন্যদিকে ভবিষ্যত চালিকাশক্তি রূপে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব- এমনই নানা থিমের মেলবন্ধন ঘটেছে সোমবারের ইলুমিনেশন ও রঙ্গোলি প্রদর্শনীতে। এক পড়ুয়া বলেন, “এআই যেভাবে ধীরে ধীরে মানব-মস্তিষ্ক তথা সমগ্র মানবজীবনের উপরই প্রভাব বিস্তার করছে, তার ভালো ও মন্দ দু’টো দিকই আছে। সেটাই তুলে ধরতে চেয়েছি।” এবারের ইলুমিনেশনে কোন প্রতিযোগিতা হয়নি। সকলকেই আইআইটি খড়্গপুর কর্তৃপক্ষের তরফে মিষ্টি ও উপহার তুলে দেওয়া হয়েছে। এবারের এই ইলুমিনেশন (আলোকসজ্জা) দেখতে হাজির হয়েছিলেন খড়্গপুরের মহকুমাশাসক শ্রী পাটিল যোগেশ অশোক রাও। তিনি বলেন, “অভূতপূর্ব সব আলোকসজ্জা দেখলাম। প্রতিটি হল (হোস্টেল) নানা থিম তুলে ধরেছে। প্রযুক্তি ও মানবতার মেলবন্ধনের বিষয়টি তুলে ধরতে চেয়েছেন ওঁরা।”

প্রদীপ দিয়ে আলোকসজ্জা:

আইআইটি খড়্গপুরের ডিরেক্টর অধ্যাপক সুমন চক্রবর্তী বলেন, “ঐতিহ্য বজায় রেখে দীপাবলির আলোকোজ্জ্বল সন্ধ্যায় আইআইটি খড়্গপুর ক্যাম্পাসে ‘ইলুমিনেশন ও রঙ্গোলি’ (ইলু) অনুষ্ঠান আয়োজিত হয়েছে। এই অনুষ্ঠান সৃজনশীলতা, একতা ও আলোকিত পথের বার্তাবহ।” তিনি এত বলেন, “গত কয়েক দশক ধরে আইআইটি খড়্গপুর জ্ঞানের আলো থেকে উদ্ভাবনের দীপ্তি ছড়িয়ে চলেছে। প্রযুক্তি ও সংস্কৃতিকে সঙ্গে নিয়ে, আগামীদিনেও ‘আলোর পথ’ ধরে এগিয়ে যাবেন আমাদের পড়ুয়ারা। এদিনও তাঁরা সেই বার্তাই দিয়েছেন।”

রঙ্গোলিতেও এআই বার্তা:

News Desk

Recent Posts

Midnapore: ভোটার-আধার-প্যান কার্ডে বন্ধুর বাবাই ‘নিজের বাবা’, SIR-এর ফর্মেও তাই; সেখ তাজউদ্দিন থেকে বাবলু সিংহ হলেন পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ ডিসেম্বর: পারিবারিক বন্ধুত্বের সুযোগ নিয়ে, বন্ধুর বাবাকে 'নিজের…

1 week ago

Recruitment Scam: ‘একযাত্রায় পৃথক ফল! আমাদের কি পরিবার নেই?’, প্রাথমিকের রায়ের পরই গর্জে উঠলেন SSC-র ‘যোগ্য’ শিক্ষকরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৪ ডিসেম্বর: ৩ এপ্রিলের পর ৩ ডিসেম্বর। এ রাজ্যের…

1 week ago

Midnapore: এবার শিক্ষা দপ্তরে বদলির নির্দেশিকা, পশ্চিম মেদিনীপুরের মাধ্যমিক শিক্ষা বিভাগে নতুন DI হচ্ছেন অমিত রায়

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৮ নভেম্বর: এবার শিক্ষা দপ্তরের একঝাঁক আধিকারিকের বদলির নির্দেশিকা…

2 weeks ago

SP Transfer: পশ্চিম মেদিনীপুরের এসপি হচ্ছেন পলাশচন্দ্র ঢালি, পূর্ব মেদিনীপুর নিয়ে জল্পনা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৮ নভেম্বর: SIR আবহের মাঝেই রাজ্যের প্রায় ১০টি জেলার…

2 weeks ago

Medinipur: খড়্গপুর টাউন থানার আইসি হচ্ছেন পার্থসারথি পাল; বদলি হলেন কেশিয়াড়ি, মোহনপুর, গোয়ালতোড় থানার IC-রাও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ নভেম্বর: রাজ্যজুড়ে ১৭৫ জন ইন্সপেক্টরকে বদলি করা হলো।…

2 weeks ago

Midnapore: মেয়ের অন্নপ্রাশন শেষে জ্বর নিয়েই কাজে যোগ দিয়েছিলেন, ‘কফিনবন্দী’ হয়ে ডেবরায় ফিরলেন CRPF জওয়ান

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: শোকসংবাদটা পৌঁছেছিল শুক্রবারই। বুকে পাথর চেপে অপেক্ষা…

3 weeks ago