Festival

Midnapore: পঞ্চমী থেকে দশমী মেদিনীপুর শহরে টোটো-অটো-চারচাকা চলবে ভোর ৩টা থেকে দুপুর ১ টা অবধি! খড়্গপুরে চলবে দুপর ২টো পর্যন্ত

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ অক্টোবর: পঞ্চমী থেকে দশমী অবধি অর্থাৎ ১৯ অক্টোবর (বৃহস্পতিবার) থেকে ২৪ অক্টোবর (মঙ্গলবার) অবধি পশ্চিম মেদিনীপুরের জেলা শহর মেদিনীপুর এবং ‘রেল শহর’ খড়্গপুরে টোটো-অটো-রিক্সো এবং চার চাকার চলাচল নিয়ন্ত্রণ করা হল পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের তরফে। বিগত বছরগুলির মতো এবারও পুজোর ক’দিন শহরের মধ্যে বাস, ট্রাক সহ ভারি যানবাহন প্রবেশের উপরও যথারীতি বিধিনিষেধ আরোপ করা হয়েছে। গত মঙ্গলবার ও বুধবার এই সংক্রান্ত কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক শেষে জেলা প্রশাসনের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দেওয়া হয়েছে, ১৯ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত মেদিনীপুর শহরে দুপুর ১টা থেকে ভোর ৩টা পর্যন্ত চলবেনা কোনো টোটো, আটো, রিক্সা, চার চাকা (ফোর হুইলার) প্রভৃতি। খড়্গপুর শহরের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে দুপুর ২টো থেকে ভোর ৩টা অবধি।

উৎসবের দিনগুলিতে যান চলাচলে বিধিনিষেধ :

সেই হিসেবে শহরের মধ্যে এই সমস্ত ছোটো গাড়ি চলাচল করতে পারবে যথাক্রমে, মেদিনীপুর শহরের ক্ষেত্রে ভোর ৩টা থেকে দুপুর ১টা পর্যন্ত এবং খড়্গপুর শহরের ক্ষেত্রে ভোর ৩টা থেকে দুপুর ২টো পর্যন্ত। অন্যদিকে, দুর্গাপুজো সহ উৎসবের দিন গুলিতে দুই শহরেই বাস, ট্রাক সহ ভারী যানবাহন চলাচলের উপরও অন্যান্য বছরের মতোই বিধিনিষেধ আরোপ করা হয়েছে জেলাশাসক খুরশিদ আলী কাদরী-র জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী। মেদিনীপুর শহরে বিকেল ৩টা থেকে রাত্রি ২টো পর্যন্ত এবং খড়্গপুর শহরে দুপুর ২টো থেকে ভোর ৩টা পর্যন্ত ভারী যানবাহন প্রবেশ করতে পারবেনা। তবে, জরুরি পরিষেবার (অ্যাম্বুল্যান্স, ওষুধপত্র, পুলিশ, দমকল প্রভৃতি) যানবাহন সহ অত্যাবশ্যকীয় পণ্যের ক্ষেত্রে বিশেষ ছাড় ঘোষণা করা হয়েছে। জাতীয় সড়ক সহ জেলার গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতেও ভারী যানবাহন চলাচলে নির্দিষ্ট বিধিনিষেধ আরোপ করা হয়েছে এবং এই বিষয়ে সংশ্লিষ্ট প্রতিটি থানাকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন (হোটেল অন্নপূর্ণা, রবীন্দ্রনগর, মেদিনীপুর শহর):

News Desk

Recent Posts

Midnapore: শিক্ষা, সাহিত্য, সঙ্গীতের সাথেই মিশে গেল বিজ্ঞান ও প্রযুক্তির ছটা; ঈশ্বরের আলোয় আলোকিত ‘বিদ্যাসাগর পুরস্কার’-এর মঞ্চ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: শিক্ষা, সাহিত্য, সঙ্গীত ও সমাজজীবনে উল্লেখযোগ্য অবদানের…

7 hours ago

Midnapore: সকাল থেকেই চলছিল অভিযান, পুজোর আগেই কেশিয়াড়ি থেকে পাকড়াও মহারাষ্ট্রের দুই কুখ্যাত দুষ্কৃতী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ সেপ্টেম্বর: গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার সকাল থেকেই…

1 day ago

IIT Kharagpur: শত চেষ্টাও বিফলে, ন’মাসে ছয় পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু IIT খড়্গপুরে; ঝুলন্ত মৃতদেহ উদ্ধার গবেষকের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ সেপ্টেম্বর: ফের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার আইআইটি খড়্গপুরে! শনিবার…

4 days ago

Midnapore: দুর্ভেদ্য নাকা পয়েন্ট, স্টেশন চত্বরে বসছে CCTV; মেদিনীপুরে কুড়মি আন্দোলন ঠেকাতে কড়া জেলা পুলিশ ও রেল

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ সেপ্টেম্বর: 'কেউ কথা রাখেনি..!' না রাজ্য সরকার না…

6 days ago

IIT Kharagpur: বিশ্ব উষ্ণায়ন আর মানব সভ্যতার বিবর্তন, বনাঞ্চলে ব্যাহত সালোকসংশ্লেষ প্রক্রিয়া; IIT খড়্গপুরের গবেষণায় উঠে এলো চমকপ্রদ তথ্য

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৯ সেপ্টেম্বর: গত কয়েক বছরে সবুজায়নে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে ভারত।…

6 days ago

Midnapore: বাড়ি নয় যেন ‘হাজারদুয়ারি’! কোটি কোটি টাকা প্রতারণা করে সপরিবারে ‘ফেরার’ বেলদার স্বর্ণ ব্যবসায়ী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: বিশাল জায়গার উপর প্রাসাদোপম বাড়ি। উঁচু পাঁচিল…

1 week ago