Festival

Tusu Carnival: পুজো কার্নিভালের ধাঁচে জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরে অনুষ্ঠিত হল ‘টুসু কার্নিভাল’

সমীরণ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ১৩ জানুয়ারি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের পুজো কার্নিভাল ইতিমধ্যে জগৎজোড়া খ্যাতি অর্জন করেছে। পেয়েছে ইউনেস্কো (UNESCO)’র স্বীকৃতি ও সম্মানও। আর, তারপরই মুখ্যমন্ত্রীর নির্দেশ ও ঐকান্তিক প্রচেষ্টায় ‘পুজো কার্নিভাল ২০২২’ পালিত হয়েছে জেলায় জেলায়। তাই, এবার আর শুধু দুর্গা পুজো নয়, ‘পুজো কার্নিভাল’ ও যেন হয়ে উঠেছে বাঙালির এক সর্বজনীন উৎসব। ঠিক এই পুজো কার্নিভালের ধাঁচেই এবার জঙ্গলমহলে শুরু হল ‘টুসু কার্নিভাল’ (Tusu Carnival)। কুড়মি সেনা (আবগা কুড়মি সেনা)’র উদ্যোগে পশ্চিম মেদিনীপুর জেলার জনজাতি অধ্যুষিত শালবনী ব্লকের ভীমপুর থেকে পিড়াকাটা পর্যন্ত শুক্রবার অনুষ্ঠিত হয়েছে এই ‘টুসু কার্নিভাল’। কুড়মিদের নিজস্ব ভাষায় এর নাম দেওয়া হয়েছে- ‘ডহরে টুসু বেঢ়া’। শুক্রবার বেলা ১ টা নাগাদ শালবনী ব্লকের ভীমপুর থেকে শুরু হয় এই কার্নিভাল। লালগড়-পিড়াকাটা রাজ্য সড়ক দিয়ে এগিয়ে চলে এই কার্নিভাল বা ডহর টুসু বেঢ়া। বিকেল ৪ টা নাগাদ শেষ হয় পিড়াকাটাতে।

টুসু কার্নিভাল:

প্রসঙ্গত, ‘আবগা কুড়মি সেনা’র শালবনী ব্লক টুসু কমিটির উদ্যোগে এবারই প্রথম এই ধরনের টুসু কার্নিভাল অনুষ্ঠিত হল বলে উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে। তাঁরা এও জানিয়েছেন, মূলত মকর সংক্রান্তির দিনই টুসু পরবে মেতে ওঠেন জঙ্গলমহলবাসী। তবে, ওই দিন সকলে নানা আচার-অনুষ্ঠান এবং পিঠে পার্বণ নিয়ে মেতে থাকেন বলেই তার ঠিক দু’দিন আগে, আজ (১৩ জানুয়ারি), শুক্রবার এই কার্নিভালের আয়োজন করা হয়েছে। অভিনব এই কার্নিভালে উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করেন আদিবাসী কুড়মি সমাজের কয়েকশো আবালবৃদ্ধবনিতা। জঙ্গলমহলের প্রিয় ‘টুসু ঠাকুর’কে নিয়ে আয়োজিত গানে গানে রঙিন এই কার্নিভাল দেখতে রাজ্য সড়কের পাশে ভিড় জমিয়েছিলেন শয়ে শয়ে সাধারণ মানুষ। কার্নিভাল ঘিরে পিড়াকাটা পুলিশ পোস্টের তরফেও যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। উল্লেখ্য যে, টুসু উৎসব বা মকর পরব একটি লোক উৎসব, যা বাংলা অগ্রহায়ণ মাসের শেষ দিনে বা অগ্রহায়ণ সংক্রান্তির দিনে শুরু হয়, আর শেষ হয় পৌষ সংক্রান্তি বা মকর-সংক্রান্তির পুণ্য লগ্নে। টুসু এক লৌকিক দেবী। ‘কুমারী’ হিসেবে তাঁকে কল্পনা করা হয় বলে, প্রধানত কুমারী মেয়েরাই টুসু পূজার প্রধান ব্রতী ও উদ্যোগী হয়ে থাকে। যদিও, ব্যাপক অর্থে টুসু পরব বা টুসু উৎসব (Tusu Festival) হল বাংলার পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর থেকে শুরু করে ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম, পশ্চিম সিংভূম, সাঁওতাল পরগনা, ধানবাদ, সরাইকেল্লা খরসোয়া, রাঁচি ও হাজারিবাগ এবং ওড়িশার ময়ূরভঞ্জ, সুন্দরগড়, কেন্দুঝর জেলার অন্যতম এক কৃষিভিত্তিক লোক উৎসব।

জঙ্গলমহলে টুসু কার্নিভাল:

News Desk

Recent Posts

Medinipur: গড়বেতার নির্জন এলাকায় রেললাইনে হঠাৎ বিকট ‘শব্দ’, থমকালো রাজধানী! নমুনা সংগ্রহের পর ফরেন্সিক দল যা জানাল…

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: শিলাবতী নদীর উপর রেলওয়ে ব্রিজ। তার উপরই…

14 hours ago

Midnapore: একদিকে চন্দ্রযান, অন্যদিকে হরিনাম; শিক্ষা-সংস্কৃতি-বিজ্ঞান-ক্রীড়া ও পরিবেশের অভূতপূর্ব মেলবন্ধন বিদ্যাসাগর শিশু নিকেতনের বার্ষিক প্রদর্শনীতে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: আধুনিক যুগের বিজ্ঞান থেকে সনাতন সংস্কৃতি, যোগব্যয়াম-খেলাধুলার…

2 days ago

Kharagpur: নতুন কারখানায় কাজ শুরু করবে রশ্মি মেটালিক্স, বাধা সৃষ্টি হলে পুলিশের পদক্ষেপ; নির্দেশ আদালতের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: নতুন কারখানায় অবিলম্বে কাজ শুরু করতে পারবেন…

3 days ago

Midnapore: মেদিনীপুরের একটি বুথেই ৪৯ জন ‘মৃত’ ভোটার, মৃত্যুর ৭ বছর পরও বাদ পড়েনি নাম! প্রশাসনের ঘাড়েই দায় চাপালেন BLO

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ আগস্ট: SIR-এর নিয়ে ইতিমধ্যেই রাজ্য-রাজনীতি উত্তাল। এই ইস্যুতে…

3 days ago

Midnapore: মেদিনীপুরের মেয়ের ইংলিশ চ্যানেল জয়! নতুন ইতিহাস সৃষ্টি করলেন আফরিন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ২৯ জুলাই: মঙ্গলবার (২৯ জুলাই) রাত্রি ঠিক ৯টা ৩১ মিনিট…

7 days ago

Midnapore: স্কুল-টাইমে ঘুরতে ঘিয়ে বিপত্তি, আমড়াতলা ড্যামে তলিয়ে মৃত্যু মেদিনীপুর কলেজিয়েট স্কুলের ছাত্রের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৯ জুলাই: স্কুল ড্রেস পরেই বেরিয়েছিল বাড়ি থেকে। তবে,…

1 week ago