দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ৪ অক্টোবর: ফের ভয়াবহ অগ্নিকাণ্ড কলকাতায়! সপ্তাহের শুরুতেই কলুটোলা স্ট্রিটের এক চারতলা বাড়ির দোতলায় সকাল এগারোটা নাগাদ আগুন লেগে যায়। আগুনের তীব্রতা বেশি থাকায় তা দ্রুত ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে দমকলের ২০ টি ইঞ্জিন পৌঁছেছে। হাইড্রোলিক ল্যাডারের সাহায্যে জল ছুঁড়ে আগুন নেভানোর কাজ চালানো হলেও ঘিঞ্জি এলাকার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে দমকলকর্মীদের।
এদিকে, কিভাবে আগুন লাগলো সেই প্রসঙ্গে দমকলকর্মীরা প্রাথমিকভাবে অনুমান করেছেন যে, শর্ট সার্কিট থেকেই এই ঘটনা ঘটেছে। ঘিঞ্জি এলাকার কারণে আগুন সহজেই ছড়িয়ে পড়েছে বলেও জানা গিয়েছে। পুজোর আগে প্রচুর পরিমাণ বস্ত্র ও অন্যান্য সামগ্রী মজুত করা ছিল এই বাড়িটিতে। তবে, এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির নির্দিষ্ট পরিমান জানা না গেলেও মজুত করে রাখা সামগ্রীর অধিকাংশই আগুনে পুড়ে গিয়েছে বলে মনে করা হচ্ছে। এখনও পর্যন্ত এই ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।