Flood

“প্রধানমন্ত্রী মমতা ছাড়া বন্যা-মুক্তি নেই”, বুধবার ঘাটালে ‘দৈব-বাণী’র পর দিদি নিজেই আসতে চলেছেন রবিবার

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: “বন্যা নিয়ন্ত্রণে ঘাটাল মাস্টার প্ল্যান জরুরি। অনেকদিন আগেই ঘাটাল মাস্টার প্ল্যান হওয়া দরকার ছিল। যতদিন না দিদি ‘প্রধানমন্ত্রী’ হচ্ছেন, ততদিন ঘাটাল মাস্টার প্ল্যান হওয়া সম্ভব নয়! তাই, আমাদের ‘দিদি’ কে প্রধানমন্ত্রী করতেই হবে।” পরোক্ষে এভাবেই ঘাটাল তথা অবিভক্ত মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকাজুড়ে বন্যা-নিয়ন্ত্রণের পথ বাতলে দিয়েছিলেন ঘাটালের জনদরদী সাংসদ দীপক অধিকারী ওরফে দেব। বুধবার, বানভাসি ঘাটাল পরিদর্শনে এসে নৌকায় করে প্লাবিত এলাকা পরিদর্শনের সাথে সাথেই, খালি পায়ে হেঁটেই কর্দমাক্ত ও জলমগ্ন ওলিতে-গলিতে পৌঁছে যান ঘাটাল বাসীর প্রিয় দেব। ঘাটালের মাটিতে দাঁড়িয়ে ‘দিদি’কে প্রধানমন্ত্রী করার আহ্বান জানানোর একদিনের মধ্যেই, স্বয়ং দিদি’র ঘাটাল সফরের সম্ভাবনা দেখা দিয়েছে! আগামী সোমবার “বিশ্ব আদিবাসী দিবস” (৯ আগস্ট) দিবস উপলক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঝাড়গ্রামে আসার কথা। ঝাড়গ্রাম জেলা প্রশাসন সেভাবেই প্রস্তুতি শুরু করেছে। ঝাড়গ্রামে পৌঁছানোর আগেই রবিবার (৮ আগস্ট) তাঁর ঘাটাল পরিদর্শনে যাওয়ার সম্ভাবনা বলে প্রশাসনিক সূত্রে ও দলীয় সূত্রে খবর। যদিও, সরকারিভাবে কিছু জানানো হয়নি এখনও, তবে মুখ্যমন্ত্রীর সফর ঘিরে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনও প্রস্তুতি শুরু করেছে।

বুধবার ঘাটালে দেব :

এদিকে, মাত্র দু’মাসের মধ্যেই ঘাটালে ফের ভয়াবহ বন্যা পরিস্থিতিরর কথা শুনেই, সাংসদ দীপক অধিকারী দিল্লি থেকে কলকাতায় ফিরেই বুধবার দুপুরে ঘাটালে পৌঁছে যান। নৌকায় করে অজবনগর হরিদাসপুর এলাকা ঘুরে দেখেন। হরিদাসপুর প্রাথমিক বিদ্যালয়য়ে আশ্রয় নেওয়া মানুষজনের সঙ্গে কথা বলেন। ওই শিবিরে আশ্রয় নেওয়া ১৩ টি পরিবারের হাতে ত্রাণ সামগ্রীর কিট ব্যাগ তুলে দেন। দুর্গত মানুষের পাশে থাকার আশ্বাস দেন। উল্লেখ্য যে, সারা বছর ধরেই ঘাটাল বাসীর সুখে-দুঃখে থাকার চেষ্টা করেন সাংসদ দেব। ঘাটালের বানভাসি মানুষজনও সেকথা স্বীকার করছেন। প্রতিবার বন্যার সময় ঘাটালে আসেন সেলিব্রেটি সাংসদ দেব। দুর্গত মানুষের পাশে থেকে সাহায্য করার চেষ্টা করেন। এবারও তাঁর ব্যতিক্রম হয়নি। ক’দিনের টানা বৃষ্টিতে ভাসছে ঘাটাল। জল কিছুটা কমলেও, এখনও বিস্তৃর্ণ এলাকা জলের তলায়। বিদ্যুৎ হীন, পানীয় জল হীন দুর্দশাগ্রস্ত ঘাটাল বাসীর কাছে পায়ে হেঁটে পৌঁছতেও দেখা যায় তাঁকে। বন্যা কবলিত ঘাটালে দাঁড়িয়েই সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফোনে কথা বলেন দেব। আর, এবার দেব-আহ্বানে সাড়া দিয়েই তাঁর প্রিয় ‘দিদি’ ঘাটাল বাসীর ‘দুর্ভোগ’ স্বচক্ষে প্রত্যক্ষ করতে আসছেন বলেই এখনও পর্যন্ত খবর!

মানুষের পাশে দেব :

News Desk

Recent Posts

Medinipur: খড়্গপুর টাউন থানার আইসি হচ্ছেন পার্থসারথি পাল; বদলি হলেন কেশিয়াড়ি, মোহনপুর, গোয়ালতোড় থানার IC-রাও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ নভেম্বর: রাজ্যজুড়ে ১৭৫ জন ইন্সপেক্টরকে বদলি করা হলো।…

4 hours ago

Midnapore: মেয়ের অন্নপ্রাশন শেষে জ্বর নিয়েই কাজে যোগ দিয়েছিলেন, ‘কফিনবন্দী’ হয়ে ডেবরায় ফিরলেন CRPF জওয়ান

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: শোকসংবাদটা পৌঁছেছিল শুক্রবারই। বুকে পাথর চেপে অপেক্ষা…

4 days ago

Medinipur: মামিমার সাথে ‘অভিসারে’ গিয়ে ফাঁসলেন যুবক? অপহরণ ও ধর্ষণের অভিযোগে কেশিয়াড়িতে গ্রেপ্তার ‘কলির কেষ্ট’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: মামিমাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক।…

5 days ago

Medinipur: প্রায় ৬০ বছর পর রাজ্যের দাপুটে মন্ত্রীর গড়ে ‘পাকা’ হবে মাটির স্কুলবাড়ি, আনন্দে মিষ্টিমুখ পড়ুয়াদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: রাজ্যের দাপুটে মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়ার 'খাসতালুক' সবংয়ে…

7 days ago

Kharagpur: ওড়িশার বেসরকারি কলেজে খড়্গপুরের ছাত্রের রহস্যমৃত্যু! খুনের অভিযোগ পরিবারের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ওড়িশার বেসরকারি কলেজে বাংলার ছাত্রের রহস্যমৃত্যু! খুনের…

1 week ago

Midnapore: জেলার স্বনামধন্য নৃত্যশিল্পী রাজীব খানের অকাল প্রয়াণে শোকস্তব্ধ মেদিনীপুর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ নভেম্বর: হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো মেদিনীপুর শহর…

2 weeks ago