Ghatal

Midnapore: ‘সুস্মিতা’ সেজে যুবকের ৯০ হাজার হাতাল শঙ্খ! আবাসের টাকা ঢোকানোর নামে ৫১ হাজার গায়েব করল প্রতারক, যত কাণ্ড পশ্চিম মেদিনীপুরে

তনুপ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ১২ ফেব্রুয়ারি: প্রেম সপ্তাহেই প্রেমে ছ্যাঁকা খেয়ে ৯০ হাজার টাকা খোয়ালেন পশ্চিম মেদিনীপুর ঘাটাল মহকুমার দাসপুর থানা এলাকার এক যুবক! জানা যায়, ঘাটাল মহকুমারই চন্দ্রকোনা থানার কদমতলা এলাকার যুবক শঙ্খ মন্ডল ‘সুস্মিতা সুস্মিতা’ নামে একটি ফেক ফেসবুক অ্যাকাউন্ট খোলেন। আর, সেই ফেক ফেসবুক অ্যাকাউন্ট থেকেই দাসপুরের গোপালপুরের এক যুবককে প্রথমে মেসেজ এবং পরে নম্বর দেওয়া নেওয়া হয়। চন্দ্রকোনার যুবক শঙ্খ মহিলা কন্ঠস্বর নকল করে দাসপুরের ওই যুবকের সাথে ফোনে কথা বার্তা শুরু করেন। বুঝে উঠতে না পেরে দাসপুরের যুবকও প্রেমে গদগদ হয়ে কথাবার্তা চালিয়ে যান। এরপরই, প্রেমে মজে গিয়ে শঙ্খ-কে ৯০ হাজার টাকা দিয়ে দেন দাসপুরের ওই প্রেমিক যুবক। পরে আসল ঘটনা বুঝতে পারেন দাসপুরের যুবকটি। তারপর, শঙ্খ’কেও পাল্টা মহিলা কন্ঠে ফোন করে বিউটি পার্লারের অর্ডার দেওয়ার নাম করে হাতেনাতে পাকড়াও করে প্রতারিত যুবক ও তার বন্ধুরা। শুক্রবার দাসপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করলে শঙ্খ মন্ডল নামে ওই প্রতারককে গ্রেফতার করে পুলিশ। জেরায় প্রাথমিকভাবে নিজের অপরাধ স্বীকারও করেছে শঙ্খ। ঘটনা ঘিরে শোরগোল পড়ে গিয়েছে জেলায়।

শঙ্খ মন্ডল:

“BDO অফিস থেকে বলছি। আবাস যোজনার প্রথম কিস্তির টাকা ঢুকবে আপনার অ্যাকাউন্টে।” শনিবার দুপুরে মহিলার কাছে এমনই এক ফোন আসে। চাওয়া হয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর এবং তারপর মোবাইলে যাওয়া ওটিপি নম্বর (OTP No.)। বেশ ওটিপি নম্বর দেওয়ার সাথে সাথেই তিন দফায় ওই মহিলার ব্যাংক অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যায় ৫১ হাজার টাকা! এই ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার সেই ঘাটাল মহকুমারই ক্ষীরপাই পৌরসভার অন্তর্গত কাশিগঞ্জ এলাকার। কাশিগঞ্জের বাসিন্দা মৌসুমী মণ্ডলের অভিযোগ, শনিবার (১১ ফেব্রুয়ারি) তাঁর মোবাইলে একটি ফোন আসে। তাঁকে ফোনে বলা হয়, আবাস প্রকল্পে আপনার বাড়ির প্রথম কিস্তির টাকা আপনার অ্যাকাউন্টে আজ পাঠানো হবে। আপনার ব্যাংক একাউন্ট নম্বর বলুন। অ্যাকাউন্ট নম্বর দেওয়ার পরই মোবাইলে একটি ওটিপি আসে। সেটি ওই মহিলার কাছ থেকে জানতে চাওয়া হয়। তারপরে তিন দফায় মহিলার একাউন্ট থেকে ৫১ হাজার টাকা কেটে নেওয়া হয় বলে অভিযোগ। ইতিমধ্যে, পুরো বিষয়টি নিয়ে ক্ষীরপাই পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেছেন মৌসুমী। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

মৌসুমী মণ্ডল:

News Desk

Recent Posts

Midnapore: মহুয়া, অরোরার পর স্তব্ধ হলো হরির পথচলা! একমাত্র সিনেমা হল হারিয়ে হতাশ মেদিনীপুরবাসী, আশ্বাস সাংসদ জুনের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ১৭ অক্টোবর: জেলা শহর মেদিনীপুরের 'সবেধন নীলমণি' সিনেমা হল ছিল…

2 days ago

Midnapore: হাঁটলেন সেলিম-সূর্যরা, সামনের সারিতে ‘শিষ্য’ সুশান্তও; দীপকের ‘দেহদান’ মেদিনীপুর মেডিক্যালে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ অক্টোবর: দলীয় রাজনীতিতে দীপক সরকারের অনুগামী হিসেবেই পরিচিত…

5 days ago

Midnapore: প্রয়াত সিপিআইএম-এর প্রাক্তন জেলা সম্পাদক দীপক সরকার! স্পোর্টস কমপ্লেক্স থেকে মেডিক্যাল কলেজ, মেদিনীপুরের জন্য অবদান অনেক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৪ অক্টোবর: প্রয়াত হলেন সিপিআই(এম)-এর পশ্চিম মেদিনীপুর জেলার প্রাক্তন…

5 days ago

Midnapore: চিকিৎসার গাফিলতিতে ৯ মাসের অন্তঃসত্ত্বার মৃত্যু মেদিনীপুর মেডিক্যালে! তদন্ত-কমিটির মুখোমুখি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ অক্টোবর: সোমবার ভোরে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের…

6 days ago

Midnapore: ‘স্থগিত’ করা হলো মুখ্যমন্ত্রীর কারখানা উদ্বোধনের অনুষ্ঠান; কারণ নিয়ে ধোঁয়াশা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ অক্টোবর: খড়্গপুর গ্রামীণের বিদ্যাসাগর শিল্পতালুক সংলগ্ন এলাকায় (জাতীয়…

2 weeks ago

Uttarbanga: উত্তরবঙ্গের বন্যাকবলিত এলাকায় গিয়ে আক্রান্ত বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষ

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, নাগরাকাটা, ৬ অক্টোবর: বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে গিয়ে আক্রান্ত বিজেপি সাংসদ খগেন…

2 weeks ago