Health

Dengue: এবার ডেঙ্গু প্রাণ কাড়ল খড়্গপুরের এক গৃহবধূর, জেলায় মৃত্যু বেড়ে ৪! পশ্চিম মেদিনীপুরে আক্রান্তের সংখ্যা প্রায় ১ হাজার; শহর মেদিনীপুরে শতাধিক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২২ সেপ্টেম্বর: চলতি মরশুমে পশ্চিম মেদিনীপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হল ৪ জনের। তাৎপর্যপূর্ণভাবে এই চার জনেরই মৃত্যু হয়েছে চলতি মাসে অর্থাৎ সেপ্টেম্বর মাসেই। যথাক্রমে গত ২ সেপ্টেম্বর ও ১৫ সেপ্টেম্বর মেদিনীপুর শহরের দুই বাসিন্দার (বছর ৭৩’র ঊষা রানি দাস এবং বছর ২৭’র তীর্থঙ্কর বেরা-র) মৃত্যু হয়। বুধবার (২০ সেপ্টেম্বর) ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে মাঝবয়সী ১ মহিলার মৃত্যু হয়। এরপর, বৃহস্পতিবার গভীর রাতে (ঘড়ির কাঁটা অনুযায়ী শুক্রবার রাত্রি ১টা ৫ মিনিটে) মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও এক গৃহবধূর মৃত্যু হল! বছর ৩৭’র ওই গৃহবধূ খড়গপুরের ৮নং ওয়ার্ডের খরিদা সংলগ্ন বাঙালিপাড়া (মিলন মন্দিরের সামনে)-র বাসিন্দা ছিলেন বলে জানা গেছে। মৃতার নাম রুনিতা মল্লিক। ঘটনার কথা স্বীকার করেছেন জেলার মুখ্য স্বাস্থ্য অধিকারিক ডক্টর সৌম্যশঙ্কর সারেঙ্গী।

বিজ্ঞাপন:

জানা যায়, গত ৮-১০দিন ধরে জ্বর ভুগছিলেন তিনি। সোমবার তাঁকে খড়্গপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরিস্থিতির অবনতি হলে, বৃহস্পতিবারই তাঁকে মেদিনীপুর মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। তবে, শেষ রক্ষা হয়নি! ডেঙ্গু সক সিনড্রোমের কারণে হৃদযন্ত্র বিকল হয়ে গভীর রাতে তাঁর মৃত্যু হয়। স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়েছে, মহিলা সুগার বা ডায়াবেটিসের রোগী ছিলেন। চিকিৎসায় সাড়া না দেওয়ার ক্ষেত্রে যা অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে। তবে, ঘটনা ঘিরে জেলায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে।

এদিকে, চলতি মরসুমে জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা প্রায় হাজার (৯৩৫) ছুঁয়েছে। এর মধ্যে, সর্বাধিক আক্রান্ত মেদিনীপুর শহরে- ১২৭ জন। নারায়ণগড়, দাঁতন (২), শালবনী ও খড়্গপুর শহরে যথাক্রমে- ৯০, ৮৫, ৮৪ ও ৭৩। সব মিলিয়ে পরিস্থিতি ক্রমেই যেন ভয়াবহ হয়ে উঠছে! প্রতিটি বাড়িতেই জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা হু হু করে বাড়ছে। মেদিনীপুর মেডিকেল কলেজে আলাদা করে ডেঙ্গু ওয়ার্ড (Dengue Ward) তৈরি করা হয়েছে। তবে, জেলার প্রতিটি হাসপাতালকেই অকারণে রেফার না করার নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসন ও স্বাস্থ্য দফতরের তরফে। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক বার্তা দিয়েছেন, জ্বর হলেই রক্ত পরীক্ষা করানোর জন্য। একইসঙ্গে, ডেঙ্গু ধরা পড়লে অবশ্যই হাসপাতালে চিকিৎসা করানোর পরামর্শ দিয়েছেন তিনি। জ্বর কমে যাওয়ার পরও ৭২ থেকে ৯৬ ঘন্টা সতর্কতা অবলম্বন করা জরুরী বলে জানিয়েছেন CMOH ডঃ সৌম্যশঙ্কর সারেঙ্গী সহ জেলার সকল চিকিৎসক ও স্বাস্থ্য আধিকারিকরাই।

খড়গপুরের ওই এলাকায়:

News Desk

Recent Posts

Medinipur: “সেই ঘটনাই নাড়িয়ে দিয়েছিল মন…”, ঘাটালের বিজ্ঞান মেলায় নজর কাড়ল ‘অ্যান্টি সুইসাইড ফ্যান’; ভাবনা মিলে গেল IIT খড়্গপুরের সাথেও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১২ আগস্ট: সিলিং ফ্যানের উপর চাপ পড়লেই তা নিচে…

10 hours ago

Medinipur: ‘কারুর স্যালাইন চলছে, কেউ বিষ হাতে নিয়ে…!’ সর্বস্ব খুইয়ে হাহাকার দাঁতনে, ব্যাঙ্ক আধিকারিকদের বন্দী করলেন গ্রাহকরা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১২ আগস্ট: কেউ ১ লক্ষ খুইয়েছেন তো কেউ ১০…

19 hours ago

Midnapore: রাত পোহালেই ক্ষুদিরামের ‘আত্মবলিদান দিবস’, মুজাফফরপুরে তাঁর ‘পথ’ ধরেই ৫৪ কিলোমিটার দৌড়লেন মেদিনীপুরের অরিন্দম

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ১০ আগস্ট: বোমা ছোঁড়ার পর ৪২ কিলোমিটার দৌড়ে ধরা পড়েছিলেন…

2 days ago

Ghatal Flood: নদীতেই ‘রোপওয়ে’? চন্দ্রকোনায় জীবনের ঝুঁকি নিয়ে পড়ুয়াদের যাতায়াত; প্লাবিত ঘাটালে তলিয়ে মৃত্যু এক ব্যক্তির

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ আগস্ট: বানভাসি ঘাটালের দুর্যোগের নানা চিত্র! কোথাও সেতু…

4 days ago

Midnapore: স্ত্রী-র পরকীয়া ধরে ফেলেছিলেন, ভাতের সাথে বিষ মিশিয়ে পুরো পরিবারকেই খুনের ছক, মৃত্যু স্বামীর; সিনেমাকেও হার মানাবে ডেবরার ঘটনা

শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: স্ত্রী-র পরকীয়ার বলি স্বামী! মৃত স্বামীর নাম বুদ্ধদেব দোলাই…

6 days ago

Medinipur: গড়বেতার নির্জন এলাকায় রেললাইনে হঠাৎ বিকট ‘শব্দ’, থমকালো রাজধানী! নমুনা সংগ্রহের পর ফরেন্সিক দল যা জানাল…

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: শিলাবতী নদীর উপর রেলওয়ে ব্রিজ। তার উপরই…

1 week ago