Special Article

Midnapore: দু’চোখে অনেক স্বপ্ন, পূরণ হবে কিনা জানেনা বিরল স্নায়বিক রোগে আক্রান্ত মেদিনীপুরের রূপসা! একটি হুইল চেয়ারের জন্য কাতর আবেদন বাবা-মা’র

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ সেপ্টেম্বর: “আমি বড় হয়ে শিক্ষিকা হতে চাই। আর, একটা স্কুলও খুলতে চাই। যেখানে বিনামূল্যে বাচ্চারা পড়াশোনা করতে পারবে।” SMA বা স্পাইনাল মাস্কুলার এট্রপি (Spinal muscular atrophy)-র মতো অতি-বিরল স্নায়বিক রোগে আক্রান্ত মেদিনীপুর শহরের ছোট্ট রূপসা’র দু’চোখে এমনই স্বপ্ন। তবে, সেই স্বপ্ন পূরণ হবে কিনা জানেনা রূপসা। বাবা-মা’র দু’চোখে শুধুই জল! কারণ, রূপসা-কে নিয়ে যে জীবনযুদ্ধে তাঁরা সামিল হয়েছেন, সে লড়াই ক্রমেই কঠিন থেকে কঠিনতর হয়ে উঠছে। রূপসা-কে সুস্থ করে তুলতে লাগবে কোটি টাকার ইঞ্জেকশন। মাসে ওষুধের প্রয়োজন ১৭-২০ লক্ষ টাকার। তবে, সেই চিকিৎসা এদেশে এখনও শুরু হয়নি। আপাতত, ভারত সরকারের সহায়তায় ব্যাঙ্গালোরে থেকে কিছু ওষুধপত্র নিয়ে আসতে হয় রূপসার মতো SMA আক্রান্ত শিশুদের। মাঝেমধ্যে দেওয়া হয় একটি ইঞ্জেকশনও।

বিজ্ঞাপন:

প্রসঙ্গত, পশ্চিম মেদিনীপুরের জেলা শহর মেদিনীপুরের ১৬ নম্বর ওয়ার্ডের বল্লভপুর লেনের বাসিন্দা সৌমেন মুখার্জি ও শান্ত্বনা মুখার্জির একমাত্র মেয়ে রূপসা। সৌমেন একটি ছোটোখাটো সংস্থার কর্মী। শান্ত্বনা গৃহবধূ। রূপসার যখন ২ বছর বয়স, তখনই তার শরীরে এই বিরল রোগ এসএমএ (Spinal Muscular Atrophy) ধরা পড়ে। শুধুই বিরল নয়, এই রোগকে অতি-বিরল বললেও ভুল হয় না! সারা দেশে মাত্র ৪০০-৫০০ জন এই রোগে আক্রান্ত। এরাজ্যে ৪০-৫০ জন। জেনেটিক ডিস-অর্ডারের ফলে এই রোগ হয়। শরীরে একবার বাসা বাঁধলে, সে কখনো উঠে দাঁড়াতে পারেনা। সারা জীবন শুয়ে-বসেই কাটাতে হয়। স্পাইনাল কর্ড বেঁকে গিয়ে আস্তে আস্তে নিস্তেজ হয়ে পড়ে প্রায় গোটা শরীর! রূপসার শরীরে এই রোগ ধরা পড়ার পরই ভেঙে পড়েন মেদিনীপুর শহরের নিম্ন মধ্যবিত্ত পরিবারের এই দম্পতি। রূপসা বয়স এখন ৮। মেদিনীপুর শহরের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণীতে পড়ে। যদিও, সহজে কোনো স্কুলে ভর্তি নিতে চায়নি তাকে। পশ্চিম মেদিনীপুরের তৎকালীন DPSC চেয়ারম্যান কৃষ্ণেন্দু বিষইয়ের তৎপরতায় গত বছর (২০২২) রূপসা-কে স্কুলে ভর্তি করা হয়েছিল। সেই সময় রূপসাকে একটি হুইল চেয়ার উপহারও দিয়েছিলেন কৃষ্ণেন্দু। ফের রূপসার প্রয়োজন একটি অত্যাধুনিক হুইল চেয়ারের। যার দাম আনুমানিক ৪০-৫০ হাজার টাকা। মেয়ের জন্য প্রায় সর্বস্বান্ত হয়ে যাওয়া দম্পতি কাতর আবেদন জানিয়েছেন, যদি কোনো স্বেচ্ছাসেবী সংস্থা কিংবা সহৃদয় মানুষের পক্ষ থেকে রূপসার হাতে এই হুইল চেয়ারটি তুলে দেওয়া হয়!

রূপসা :

ছোট্ট রূপসা’র পড়াশোনা করার খুব ইচ্ছে। যদিও, পড়তে বা লিখতে পারেনা। ছবি আঁকতে আর আবৃত্তি করতে খুব ভালোবাসে। এখন সারাদিন কবিতা আর রিলস নিয়েই সময় কাটায় রূপসা। মা শান্ত্বনা ওরফে সাথী সঙ্গ দেন রূপসা-কে। মনে দুঃখ চেপে রেখে, মেয়ের মুখের দিকে তাকিয়ে তার মজাদার সমস্ত রিলস সোশ্যাল সাইটে আপলোড করে দেন তিনি। ছোট্ট রূপসা’র ইতিমধ্যে অনেক ফলোয়ারও হয়েছে। মোবাইলে পারদর্শী রূপসা নিজেই ইনস্টাগ্রাম, ফেসবুক, হোয়াটসঅ্যাপ সহ নানা ধরনের অ্যাপস নিয়ন্ত্রণ করতে পারে। রূপসার ইচ্ছে একজন ভালো শিক্ষিকা হওয়া এবং ভবিষ্যতে একটি স্কুল প্রতিষ্ঠা করা। কিন্তু, তার সেই স্বপ্ন পূরণে বাধা বিরল SMA। যার সঙ্গে লড়াই করতে লাগবে কোটি কোটি টাকা!

২০২২ সালের মার্চ মাসে পশ্চিম মেদিনীপুর DPSC-তে রূপসা :

News Desk

Recent Posts

Midnapore: মেয়ের অন্নপ্রাশন শেষে জ্বর নিয়েই কাজে যোগ দিয়েছিলেন, ‘কফিনবন্দী’ হয়ে ডেবরায় ফিরলেন CRPF জওয়ান

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: শোকসংবাদটা পৌঁছেছিল শুক্রবারই। বুকে পাথর চেপে অপেক্ষা…

4 days ago

Medinipur: মামিমার সাথে ‘অভিসারে’ গিয়ে ফাঁসলেন যুবক? অপহরণ ও ধর্ষণের অভিযোগে কেশিয়াড়িতে গ্রেপ্তার ‘কলির কেষ্ট’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: মামিমাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক।…

4 days ago

Medinipur: প্রায় ৬০ বছর পর রাজ্যের দাপুটে মন্ত্রীর গড়ে ‘পাকা’ হবে মাটির স্কুলবাড়ি, আনন্দে মিষ্টিমুখ পড়ুয়াদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: রাজ্যের দাপুটে মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়ার 'খাসতালুক' সবংয়ে…

6 days ago

Kharagpur: ওড়িশার বেসরকারি কলেজে খড়্গপুরের ছাত্রের রহস্যমৃত্যু! খুনের অভিযোগ পরিবারের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: ওড়িশার বেসরকারি কলেজে বাংলার ছাত্রের রহস্যমৃত্যু! খুনের…

1 week ago

Midnapore: জেলার স্বনামধন্য নৃত্যশিল্পী রাজীব খানের অকাল প্রয়াণে শোকস্তব্ধ মেদিনীপুর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১০ নভেম্বর: হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো মেদিনীপুর শহর…

2 weeks ago

Midnapore: ‘আমার পক্ষে এতগুলো বাড়ি সামলানো সম্ভব নয়’, স্পষ্ট জানালেন মেদিনীপুরের BLO, এনুমারেশন ফর্ম নিয়ে ঘুরছেন তাঁর স্বামী

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ নভেম্বর: তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যকে সঙ্গে নিয়ে এনুমারেশন…

2 weeks ago