Health

AIDS: পশ্চিম মেদিনীপুরে HIV আক্রান্ত প্রায় ৩ হাজার! চলতি বছরেই সংক্রমিত শতাধিক, সচেতন স্বাস্থ্য দপ্তর

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ ডিসেম্বর: এইচআইভি (HIV- Human Immune Virus) সংক্রমণের বিরাম নেই পশ্চিম মেদিনীপুরে। জেলায় এই মুহূর্তে সক্রিয় এইচআইভি আক্রান্তের সংখ্যা হল ২৬৪৬ জন। এর মধ্যে, চলতি বছরের (২০২১) জানুয়ারি থেকে অক্টোবরের মধ্যে সংক্রমিত হয়েছেন ১৪৪ জন। চলতি বছরে সরকারি হিসেবে মৃত্যু হয়েছে ৯ জনের। তবে, বাকিরা সকলেই এডসের একমাত্র চিকিৎসা অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি (Antiretroviral Therapy)’র মধ্যে আছেন বলে জানা গেছে জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ ভুবন চন্দ্র হাঁসদা জানিয়েছেন, “জেলার মধ্যে মেদিনীপুর মেডিক্যাল ও ঘাটাল মহকুমা হাসপাতালে এই চিকিৎসা হয়।” তিনি এও জানিয়েছেন, “সারা বছর ধরেই এডস সচেতনতা মূলক শিবির অনুষ্ঠিত হয়। বিশ্ব এডস দিবস’ উপলক্ষেও একটি সুসজ্জিত ট্যাবলো বের করা হয়েছে। আগামী এক সপ্তাহ ধরে তা বিভিন্ন ব্লকে পরিভ্রমণ করবে। এছাড়াও, প্রতিটি ব্লক স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে সচেতনতা মূলক নানা কর্মসূচি পালিত হচ্ছে।”

জেলা স্বাস্থ্য দপ্তরের ট্যাবলোর সামনে মুখ স্বাস্থ্য আধিকারিক সহ উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিকরা :

উল্লেখ্য যে, জেলায় ১৩১১ জন এইচআইভি আক্রান্ত ART (antiretroviral therapy) চিকিৎসা গ্রহণ করেন মেদিনীপুর মেডিক্যাল কলেজ থেকে এবং ১৩৩৫ জন ঘাটাল মহকুমা হাসপাতাল থেকে। চলতি বছরে ১৪৪ জনের মধ্যে ঘাটাল মহকুমার আক্রান্ত ৩৫ ও মেদিনীপুর-খড়্গপুর মিলিয়ে ১০৯। জেলার জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ শ্যামপদ পাত্র জানিয়েছেন, “জেলার মধ্যে যে সমস্ত এলাকার যুবক-যুবতীরা কাজের খোঁজে ভিন রাজ্যে চলে যান এবং কয়েক বছর পর ফিরে আসেন, সেখানেই এডসের প্রাদুর্ভাব বেশি। যেমন, সোনা ও জরির কাজের জন্য ঘাটাল ও দাসপুর থেকে অনেকেই দিল্লি-মুম্বাই চলে যান, তারা ফিরে আসে এইচআইভি সংক্রমণ নিয়ে। তাই, এই সমস্ত এলাকায় সংক্রমণ ছড়িয়ে পড়ে। যদিও, বারবার সচেতনতা মূলক বার্তা দেওয়ার পর, এখন অনেকটাই এর প্রকোপ কমেছে।” জেলার মধ্যে খড়্গপুরেও এডসের প্রকোপ বেশি বলে জানা গেছে। তবে, চিন্তার এটাই গৃহবধূ, যুবক-যুবতী থেকে শুরু করে কিশোর-কিশোরীরাও আক্রান্ত হচ্ছেন! জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ ভুবন চন্দ্র হাঁসদা জানিয়েছেন, “সবথেকে বড় সমস্যা হল, সামাজিক চাপে ‌ অনেকেই একে লুকিয়ে ফেলতে চান। উপসর্গ দেখা দিলেও চিকিৎসার মধ্যে আসতে চান না! সমাজ থেকে এই বিভেদ দূর করা দরকার। তবে, এখন অনেক বেশি শিবির হয় বলে সংক্রমিতদের সন্ধান পাওয়া যাচ্ছে। আশার কথা হলো, জেলার সকল এইডস আক্রান্তই এআরটি থেরাপির মধ্যে আছেন।” তবে, মৃত্যুও যে মাঝেমধ্যেই হচ্ছে তা মানছেন তিনি। চলতি বছরেই ৯ কিংবা তার থেকেও বেশি জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। বিশ্ব এইডস দিবস উপলক্ষে একাধিক কর্মসূচি পালিত হয়েছে জেলা স্বাস্থ্য দপ্তর ও ব্লক স্বাস্থ্য দপ্তর গুলির পক্ষ থেকে। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক, জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ থেকে শুরু করে জেলার চিকিৎসক, প্রাক্তন স্বাস্থ্য আধিকারিক ও সমাজকর্মীরা একাধিক অনুষ্ঠানে উপস্থিত থেকে সচেতনতার বার্তা দিয়েছেন।

শালবনী ব্লক স্বাস্থ্য আধিকারিকের সচেতনতা শিবিরে :

News Desk

Recent Posts

Midnapore: এবার শিক্ষা দপ্তরে বদলির নির্দেশিকা, পশ্চিম মেদিনীপুরের মাধ্যমিক শিক্ষা বিভাগে নতুন DI হচ্ছেন অমিত রায়

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৮ নভেম্বর: এবার শিক্ষা দপ্তরের একঝাঁক আধিকারিকের বদলির নির্দেশিকা…

5 days ago

SP Transfer: পশ্চিম মেদিনীপুরের এসপি হচ্ছেন পলাশচন্দ্র ঢালি, পূর্ব মেদিনীপুর নিয়ে জল্পনা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৮ নভেম্বর: SIR আবহের মাঝেই রাজ্যের প্রায় ১০টি জেলার…

6 days ago

Medinipur: খড়্গপুর টাউন থানার আইসি হচ্ছেন পার্থসারথি পাল; বদলি হলেন কেশিয়াড়ি, মোহনপুর, গোয়ালতোড় থানার IC-রাও

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ নভেম্বর: রাজ্যজুড়ে ১৭৫ জন ইন্সপেক্টরকে বদলি করা হলো।…

6 days ago

Midnapore: মেয়ের অন্নপ্রাশন শেষে জ্বর নিয়েই কাজে যোগ দিয়েছিলেন, ‘কফিনবন্দী’ হয়ে ডেবরায় ফিরলেন CRPF জওয়ান

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: শোকসংবাদটা পৌঁছেছিল শুক্রবারই। বুকে পাথর চেপে অপেক্ষা…

1 week ago

Medinipur: মামিমার সাথে ‘অভিসারে’ গিয়ে ফাঁসলেন যুবক? অপহরণ ও ধর্ষণের অভিযোগে কেশিয়াড়িতে গ্রেপ্তার ‘কলির কেষ্ট’

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ নভেম্বর: মামিমাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক।…

2 weeks ago

Medinipur: প্রায় ৬০ বছর পর রাজ্যের দাপুটে মন্ত্রীর গড়ে ‘পাকা’ হবে মাটির স্কুলবাড়ি, আনন্দে মিষ্টিমুখ পড়ুয়াদের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: রাজ্যের দাপুটে মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়ার 'খাসতালুক' সবংয়ে…

2 weeks ago