Health

Midnapore: খেলতে খেলতে শ্বাসনালীতে বোতাম! ছোট্ট অদ্রিশা’র প্রাণ বাঁচালেন শালবনী সুপার স্পেশালিটির চিকিৎসক

মণিরাজ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ১১ মার্চ: বছর চারেকের অদ্রিশা খেলছিল একটি বোতাম নিয়ে। এরপর, খেলাচ্ছলে নাকের ভেতর বোতাম ঢোকানোর চেষ্টা করে শিশুকন্যা। বোতাম ঢুকেও যায় ভেতরে! এরপরই শুরু হয় কান্না। ছুটে আসেন বাবা-মা সহ বড়রা। এদিক-ওদিক খোঁচাখুঁচি করাতে সেই বোতাম নাক থেকে চলে যায় শ্বাসনালীতে! শুরু হয় শ্বাসকষ্ট। তড়িঘড়ি তাকে নিয়ে আসা হয় পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী সুপার স্পেশালিটি হাসপাতালে। কিন্তু, আনন্দপুর থানার (কেশপুর ব্লকের অন্তর্গত) সোলডিহা গ্রাম থেকে ১০-১২ কিলোমিটার দূরে শালবনী-তে নিয়ে আসতে আসতেই ছোট্ট অদ্রিশা’র শ্বাসকষ্ট আরও বাড়ে, শরীর প্রায় নীল হয়ে যায়! হয়তো আরও কিছু সময় দেরি হলেই ঘটে যেতে পারতো মারাত্মক দুর্ঘটনা। শালবনী হাসপাতালের সার্জেন ডাঃ সন্দীপ চ্যাটার্জি আর কোনো কিছু ভাবার বা রেফার করার ঝুঁকি নেননি! তৎক্ষণাৎ অদ্রিশা-র শরীর অসাড় করে (লোকাল অ্যানাস্থেসিয়া করে) ওই বোতাম বের করেন। সহযোগিতা করেন অন্যান্য চিকিৎসক ও নার্সরা‌। প্রাণ বাঁচে শিশুকন্যা’র। কয়েকঘন্টার মধ্যেই পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফিরে যায় অদ্রিশা।

শালবনী সুপার স্পেশালিটি হাসপাতাল (ফাইল ছবি) :

বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটা নাগাদ এই ঘটনাটি ঘটে। শালবনী সুপার স্পেশালিটি হাসপাতালে যখন অদ্রিশা-কে ভর্তি করা হয় তখন প্রায় সাড়ে বারোটা। তবে, ১৫-২০ মিনিটের চেষ্টাতেই শল্য চিকিৎসক ডাঃ সন্দীপ চ্যাটার্জি শ্বাসনালী থেকে ওই বোতাম বের করে নিয়ে আসতে সক্ষম হন। সুস্থ হয়ে যাওয়ার পর সন্ধ্যা নাগাদ অদ্রিশা বাড়ি ফিরে যায় বাবা-মা’র সাথে। তাঁরা জানিয়েছেন, “চিকিৎসক ডক্টর চ্যাটার্জি’র জন্যই আমাদের মেয়ের প্রাণ বাঁচলো। ওনার প্রতি আমরা চিরকৃতজ্ঞ। চির ঋণী হয়ে থাকলাম!” প্রসঙ্গত, মাত্র দু-তিন সপ্তাহ আগেই শালবনী সুপার স্পেশালিটি হাসপাতালে যোগদান করেছেন ডাঃ সন্দীপ চ্যাটার্জি। তিনি বললেন, “শরীর ক্রমশ নীল হয়ে যাচ্ছিল ৪ বছরের অদ্রিশার। বেশি কিছু ভাবার অবকাশ ছিল না। চিকিৎসা বিদ্যার উপর ভরসা রেখে, নিজের কাজ শুরু করি। যাক সফল হতে পেরেছি, ঈশ্বরের আশীর্বাদে!” শালবনী সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার ডাঃ মনোজিৎ বিশ্বাস জানিয়েছেন, “উনি ইএনটি স্পেশালিস্ট (ENT Specialist) নন, একজন জেনারেল সার্জেন (General Surgeon) হয়েও নিখুঁতভাবে কাজটি করেছেন। মাত্র কয়েকদিন হল উনি এই হাসপাতালে জয়েন করেছেন। খুব ভালো কাজ করে চলেছেন প্রতিদিন। বৃহস্পতিবার সন্ধ্যাতেই ৮ বছরের এক বালকের আঙ্গুল থেকে লোহার টুকরো বের করেছেন। তবে, শুধু উনি নন, রাজ্য ও জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে শালবনী সুপার স্পেশালিটি হাসপাতালে এই মুহূর্তে ২৮ জন বিশেষজ্ঞ চিকিৎসক আছেন। তাঁরা প্রত্যেকেই ভাল কাজ করছেন।” প্রসঙ্গত উল্লেখ্য, করোনা’র প্রকোপ একেবারে কমে যাওয়াতে, মার্চ মাস (২০২২) থেকে এই হাসপাতাল পুনরায় সুপার স্পেশালিটি হাসপাতাল (করোনা হাসপাতালের পরিবর্তে) হিসেবে পথচলা শুরু করেছে।

News Desk

Recent Posts

Ghatal Flood: নদীতেই ‘রোপওয়ে’? চন্দ্রকোনায় জীবনের ঝুঁকি নিয়ে পড়ুয়াদের যাতায়াত; প্লাবিত ঘাটালে তলিয়ে মৃত্যু এক ব্যক্তির

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ আগস্ট: বানভাসি ঘাটালের দুর্যোগের নানা চিত্র! কোথাও সেতু…

46 mins ago

Midnapore: স্ত্রী-র পরকীয়া ধরে ফেলেছিলেন, ভাতের সাথে বিষ মিশিয়ে পুরো পরিবারকেই খুনের ছক, মৃত্যু স্বামীর; সিনেমাকেও হার মানাবে ডেবরার ঘটনা

শশাঙ্ক প্রধান, পশ্চিম মেদিনীপুর, ৬ আগস্ট: স্ত্রী-র পরকীয়ার বলি স্বামী! মৃত স্বামীর নাম বুদ্ধদেব দোলাই…

2 days ago

Medinipur: গড়বেতার নির্জন এলাকায় রেললাইনে হঠাৎ বিকট ‘শব্দ’, থমকালো রাজধানী! নমুনা সংগ্রহের পর ফরেন্সিক দল যা জানাল…

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৫ আগস্ট: শিলাবতী নদীর উপর রেলওয়ে ব্রিজ। তার উপরই…

4 days ago

Midnapore: একদিকে চন্দ্রযান, অন্যদিকে হরিনাম; শিক্ষা-সংস্কৃতি-বিজ্ঞান-ক্রীড়া ও পরিবেশের অভূতপূর্ব মেলবন্ধন বিদ্যাসাগর শিশু নিকেতনের বার্ষিক প্রদর্শনীতে

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: আধুনিক যুগের বিজ্ঞান থেকে সনাতন সংস্কৃতি, যোগব্যয়াম-খেলাধুলার…

5 days ago

Kharagpur: নতুন কারখানায় কাজ শুরু করবে রশ্মি মেটালিক্স, বাধা সৃষ্টি হলে পুলিশের পদক্ষেপ; নির্দেশ আদালতের

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৩ আগস্ট: নতুন কারখানায় অবিলম্বে কাজ শুরু করতে পারবেন…

6 days ago

Midnapore: মেদিনীপুরের একটি বুথেই ৪৯ জন ‘মৃত’ ভোটার, মৃত্যুর ৭ বছর পরও বাদ পড়েনি নাম! প্রশাসনের ঘাড়েই দায় চাপালেন BLO

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২ আগস্ট: SIR-এর নিয়ে ইতিমধ্যেই রাজ্য-রাজনীতি উত্তাল। এই ইস্যুতে…

6 days ago